Breaking News

কিছু গুরুত্বপূর্ণ হরমোনের নাম

Image result for hormone in bangla

প্রশ্ন: জীবন রক্ষাকারী হরমোন কোনটি ?
উঃ অ্যালডোস্টেরন।
প্রশ্ন: শরীর থেকে বর্জ পদার্থ ইউরিয়া
বের করে দেয় কোন অঙ্গ ?
উঃ কিডনি।
-
প্রশ্ন: একজন স্ত্রী লোক জননকালে প্রতি
মাসে কয়টি ডিম্ব উত্পাদন করে ?
উ: ১ টি।
-
প্রশ্ন: মুত্র প্রস্তুত হয় কোথায় ?
উ: কিডনীতে।
-
প্রশ্ন: থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত
প্রানরসের নাম কী ?
উ: থাইরক্সিন।
-
প্রশ্ন: চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল
অংশের নাম কি ?
উ: রেটিনা।
-
প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে
কোন জারক রস ?
উ: পেপসিন।
-
প্রশ্ন: বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর
সংযোকস্থলের পর্দাটির নাম কি ?
উ: টিস্প্যানিক পর্দা।
-
প্রশ্ন: জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ
কোন পদার্থ ?
উ: কার্বন।
-
প্রশ্ন: যকৃত বা পেশী কোষে অতিরিক্ত
গ্লুকোজ জমা থাকে কি রূপে ?
উ: গ্লাইকোজেন রূপে।
-
প্রশ্ন: ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে ?
উ: অস্থিতে।
-
প্রশ্ন: খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত
হয় পোস্টিক নালীর কোন অংশে ?
উ: ক্ষুদ্রান্তে।
-
প্রশ্ন: প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান
কাজ কি ?
উ: দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ
করা।
-
প্রশ্ন: কোন হরমোনের অভাবে স্নায়ু ও
পেশীর
অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু
হয় ?
উ: প্যারা হরমোন।
-
প্রশ্ন: মহিলাদের পরিনত জনন কোষকে কি
বলে ?
উ: ডিম্বাণু।
-
প্রশ্ন: মানুষের করোটিতে কতটি অস্থি
থাকে ?
উ: ২৯ টি।
আরো কিছু তথ্য............
০১. বাংলাদেশের সর্বউত্তরের গ্রামের নাম কী?
উত্তরঃ জোত।
০২. রাম সাগর দীঘি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর।
০৩. ভারতের দখলকৃত ‘পাদুয়া’ নামক স্থানটি বাংলাদেশের কোন জেলা সীমান্তে অবস্থিত?
উত্তরঃ সিলেট।
০৪. ‘রৌমারী’ সীমান্ত এলাকাটি কোথায় অবস্থিত?
উত্তরঃ কুড়িগ্রাম জেলায়।
০৫. ‘বড়ইবাড়ী’ সীমান্ত এলাকাটি কোথায় অবস্থিত?
উত্তরঃ কুড়িগ্রাম জেলায়।
০৬. ‘চিলাইহাটি’ সীমান্ত এলাকাটি কোথায় অবস্থিত?
উত্তরঃ নীলফামারী জেলায়।
০৭. ‘বিলোনিয়া ও মহুরীগঞ্জ’ সীমান্তটি কোন জেলার অন্তর্গত?
উত্তরঃ ফেনী জেলার।
০৮. মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কয়টি জেলার সীমা রয়েছে?
উত্তরঃ ৩টি। রাঙ্গামাটি, কক্সবাজার ও বান্দরবান।
০৯. বাংলাদেশের কোন জেলাটির সঙ্গে ভারত ও মিয়ানমারের সীমা রয়েছে?
উত্তরঃ রাঙ্গামাটি জেলা (একটি)।
১০. ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি?
উত্তরঃ ৩০টি।


No comments