Breaking News

বিসিএস প্রিলি প্রস্তুতিঃ সমার্থক শব্দগুলো মনে রাখার সহজ কৌশল

সমুদ্র= যে শব্দগুলোর শেষে ‘ধি’ থাকবে সেগুলো সমুদ্রের প্রতিশব্দ
মেঘ = যে শব্দগুলোর শেষে ‘দ’ বা ‘ধর’ থাকবে সেগুলো মেঘের প্রতিশব্দ ।
যেমন- সমুদ্রের প্রতিশব্দ  বারিধি, জলধি, জলনিধি, অম্বুধি, সরোধি, উদধি, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি ইত্যাদি। লক্ষ করুন সবগুলো শব্দের শেষে ‘ধি’ আছে।

আবার মেঘের প্রতিশব্দ বারিদ,  জলদ, অম্বুদ, তোয়দ, জলধর, পয়োধর, তোয়ধর, নীরদ, পয়োদ ইত্যাদি। লক্ষ্য করুন সবগুলো শব্দের শেষে ‘দ’ বা ‘ধর’ আছে।
“পাহাড়”/ পৃথিবী = শব্দগুলোর শেষে “ধর” থাকলে হবে “পাহাড়” এবং “ধর” না থাকলে হবে “পৃথিবী”
,,,,,,যেমন
পাহাড় >: ভূধর, মহীধর, ধরাধর, ক্ষিতিধর, পৃথ্বিধর, অবনীধর, বসুধাধর,
পৃথিবী >: ভূ, মহী, ধরা, ক্ষিতি, পৃথ্বি, অবনী, বসুধা

No comments