৪০ হাজার বেসরকারি শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ।ফলাফল যে ভাবে পাবেন .........
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪০ হাজার শূন্যপদে নিয়োগের জন্য সুপারিশকৃতদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তা আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) প্রকাশ হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
সুপারিশকৃতদের তালিকা প্রকাশের সব প্রস্তুতি শেষ করেছে এনটিআরসিএ। জানা গেছে, আজ রাতেই ওই ফলাফল প্রকাশ করা হতে পারে।
জানা গেছে, ফল প্রকাশের পর মোবাইল ফোনের মাধ্যমে মেধা তালিকায় নির্বাচিত প্রার্থীকে এসএমএস পাঠানো হবে। এছাড়া এনটিআরসিএর ওয়েবসাইটেও (http://www.ntrca.gov.bd/) ফলাফল আপলোড করা হবে।
এছাড়া ফলাফল এই ঠিকানাতেও (http://ngi.teletalk.com.bd/ntrca/app/)দেখা যাবে। পাশাপাশি নিয়োগপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইলে এসএমএস ও ই-মেইল পাঠিয়ে নির্বাচিত প্রার্থীকে নিয়োগ দিতে বলা হবে।
এরপর সুপারিশপত্র প্রকাশ করা হবে। সুপারিশকৃত প্রার্থীরা নিজ নিজ পাসওয়ার্ড ব্যবহার করে সুপারিশপত্রটি ডাউনলোড করে নেবেন। ফেব্রুয়ারিতে ৪০ হাজার শূন্য পদে যোগদান কার্যক্রম শুরু হবে।
No comments