Breaking News

সাধারন জ্ঞান

১.প্রস্তাবিত ষষ্ঠ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি?
উঃ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
২.ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশের কোন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন?
উঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ
৩.জাপানের নতুন রাজকীয় যুগের নাম কী?
উঃ Reiwa
৪.জাপানের কোন সম্রাট স্বেচ্ছায় সিংহাসন ছেড়েছেন?
উঃ ১১৯ তম সম্রাট কোকাকু & ১২৫ তম সম্রাট আকিহিতো
৫.নেপালের প্রথম স্যাটেলাইটের নাম কী?
উঃNepaliSat-1 ( ১৭ এপ্রিল ২০১৯ সালে উৎক্ষেপণ করা হয়)
৬.ইউক্রেনে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট নাম কি?
উঃ বলোদিমার জেলেনস্কি
৭.স্লোভেনিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট কে?
উঃ জুজানা কাপুতোভা
৮.প্রবাসী আয় বা রেমিট্যান্স কোন দেশের জিডিপি’তে সর্বাধিক অবদান রাখে?
উঃ টোঙ্গ


৯.বিশ্বব্যাংকের ১৩ তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উঃ ডেভিড ম্যালপাস
১০.আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার(IRENA) বর্তমান মহাপরিচালক কে?
উঃ ফ্রান্সেস্কো লা ক্যামেরা(ইতালি)
১১. ৩০ তম আরব লিগ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ তিউনিস, তিউনিসিয়া
১২. ২৫ এপ্রিল ২০১৯ ঢাকা-রাজশাহী রুটে চালু বিরতিহীন ট্রেনের নাম কী?
উঃ বনলতা এক্সপ্রেস
১৩.বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির(BGMEA) প্রথম নারী সভাপতি কে?
উঃ ড. রুবানা হক
১৪.বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসাবে লিস্ট 'এ' ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন কে?
উঃ সৌম্য সরকার
১৫.বিশ্বের প্রথম সশস্ত্র উভচর ড্রোন জাহাজ তৈরী করে কোন দেশ?
উঃচীন; Marine Lizard
১৬.National Thowheed Jamath(NTJ) কোন দেশভিত্তিক জিহাদী গ্রুপ?
উঃ শ্রীলঙ্কা
১৭.বিশ্বের প্রথম 'আল কুরআন পার্ক' কোথায় অবস্থিত?
উঃ দুবাই, সংযুক্ত আরব আমিরাত
১৮.Unicef’র দূত হিসাবে দায়িত্বে পেয়েছেন কোন বাংলাদেশী ক্রিকেটার?
উঃ মেহেদি হাসান মিরাজ
১৯.ওয়াশিংটন ডিসি’র মেয়র মুরিয়েল বোজার কত তারিখকে 'বাংলাদেশ দিবস' হিসাবে ঘোষণা করে?
উঃ ২৬ মার্চ

২০.৯ এপ্রিল ২০১৯ IMF কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জিডিপি প্রবৃদ্ধিতে দ্রুততম উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশে কততম?
উঃ দ্বিতীয়
২১.বিশ্বের প্রথমবারের মত কৃত্রিম গর্ভাশয় তৈরি করে কোন দেশের বিজ্ঞানীরা?
উঃ জাপান
২২.বিশ্বের ৪র্থ দেশ হিসাবে মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করার ক্ষমতা অর্জন করে কোন দেশ?
উঃ ভারত
২৩.যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রথম কৃষ্ণাঙ্গ নারী মেয়রের নাম কি?
উঃ লরি লাইটফুট
২৪.২০ মার্চ ২০১৯ গোলাপ জাদুঘর উদ্বোধন করা হয় কোথায়?
উঃ কাতারের মরুভূমিতে।
২৫.পূর্ব বা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসাবে শরিয়াহ আইন প্রবর্তন করে কোন দেশ?
উঃ ব্রুনাই
২৬. ১১ এপ্রিল ২০১৯ রাশিয়ার সর্ব্বোচ বেসামরিক সম্মাননা ' অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসেল 'লাভ করেছেন কে?
উঃ নরেন্দ্র মোদি
২৭.৪ এপ্রিল ২০১৯ সংযুক্ত আরব আমিরাতের সর্ব্বোচ সম্মাননা 'জায়েদ মডেল' লাভ করেছেন কে?
উঃ নরেন্দ্র মোদি
২৮.সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করে?
উঃ নেপাল
২৯.বাংলাদেশ কতটি দেশের সাথে দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করেছে?
উঃ ৩৫ টি
৩০.নিচের কোন বিশ্ববিদ্যালয়ে 'বঙ্গবন্ধু চেয়ার' প্রবর্তন করা হয়েছে?
উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ইসলামি বিশ্ববিদ্যালয়।

No comments