Breaking News

কম্পিউটার বিষয়ক প্রশ্ন উত্তর

১. প্রশ্নঃ তথ্যের ক্ষুদ্রতম একক কি?
উত্তরঃ ডেটা
২. প্রশ্নঃ ডেটা শব্দের অর্থ কি?
উত্তরঃ ফ্যাক্ট
৩. প্রশ্নঃ বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাকে কি বলে?
উত্তরঃ ইনফরমেশন
৪. প্রশ্নঃ তথ্য বলতে কি বুঝায়?
উত্তরঃ উপাত্ত+প্রেক্ষিত+অর্থ
৫. প্রশ্নঃ তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত হলে কি হয়?
উত্তরঃ তথ্য প্রযুক্তি
৬. প্রশ্নঃ ICT in Education Program প্রকাশ করে কে?
উত্তরঃ UNESCO
৭. প্রশ্নঃ তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে কে?
উত্তরঃ কম্পিউটার
৮. প্রশ্নঃ মনো এফএম ব্যান্ড চালু হয় কবে?
উত্তরঃ ১৯৪৬ সালে
৯. প্রশ্নঃ স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় কবে?
উত্তরঃ ১৯৬০ সালে
১০. প্রশ্নঃ সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি কত?
উত্তরঃ 87.5-108.0 Hz
১১. প্রশ্নঃ PAL এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Phase Alternation by লিনে


১২. প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক কোনটি?
উত্তরঃ ইন্টারনেট
১৩. প্রশ্নঃ ইন্টারনেট চালু হয় কবে?
উত্তরঃ ARPANET দিয়ে (১৯৬৯)
১৪. প্রশ্নঃ ইন্টারনেট চালু হয় কবে?
উত্তরঃ ARPANET দিয়ে (১৯৬৯)
১৫. প্রশ্নঃ ARPANET চালু করে কে?
উত্তরঃ মার্কিন প্রতিরক্ষা বিভাগ
১৬. প্রশ্নঃ ইন্টারনেট শব্দটি চালু হয় কবে থেকে?
উত্তরঃ ১৯৮২ সাল থেকে
১৭. প্রশ্নঃ ARPANETএ TCP/IP চালু হয় কবে?
উত্তরঃ ১৯৮৩ সালে
১৮. প্রশ্নঃ NSFNET প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৮৬ সালে
১৯. প্রশ্নঃ ARPANET বন্ধ হয় কবে?
উত্তরঃ ১৯৯০ সালে
২০. প্রশ্নঃ সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় কবে?
উত্তরঃ ১৯৮৯ সালে
২১. প্রশ্নঃ ISOC প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৯২ সালে
২২. প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত?
উত্তরঃ প্রায় ৫কোটি ২২লাখ (৩২%)
২৩. প্রশ্নঃ ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায়ে ছিল কখন?
উত্তরঃ ১৯৬৯-১৯৮৩ সাল
২৪. প্রশ্নঃ টিভি কেমন ধরনের যোগাযোগ ব্যবস্থা?
উত্তরঃ একমূখী যোগাযোগ ব্যবস্থা
২৫. প্রশ্নঃ “Global Village” ও “The Medium is the Message” এর উদ্ভাবক কে?
উত্তরঃ মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০)
২৬. প্রশ্নঃ The Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয় কবে?
উত্তরঃ ১৯৬২ সালে
২৭. প্রশ্নঃ Understanding Media প্রকাশিত হয় কবে?
উত্তরঃ ১৯৬৪ সালে
২৮. প্রশ্নঃ বিশ্বগ্রামের মূলভিত্তি কি?
উত্তরঃ নিরাপদ তথ্য আদান প্রদান

No comments