Breaking News

বাংলাদেশের ৮টি বিভাগের যাবতীয় সব তথ্য

নিজ নিজ জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন এবং টাইমলাইনে রেখে দিন কাজে আসবে✔

(১)ঢাকা বিভাগঃ
✔প্রথম বিভাগ -ঢাকা।
✔প্রতিষ্ঠিত হয় -১৮২৯ সালে।
✔সীমারেখা -উওরে ময়মনসিংহ বিভাগ,দক্ষিণে বরিশাল বিভাগ,পূর্বে সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং পশ্চিমে রাজশাহী ও খুলনা বিভাগ।
✔আয়তন -২০,৫০৯ বর্গ কিলোমিটার।
✔জনসংখ্যা -৩,৭৮,৯৩,৯২৩ জন।
✔জনসংখ্যার ঘনত্ব -প্রতি বর্গ কিলোমিটারে ১,৯৭৩ জন।
✔জনসংখ্যা বৃদ্ধির হার -১.৫৩%।
✔পুরুষ ও নারীর অনুপাত -১০৫ঃ১০০।
✔ধর্মভিওিক জনসংখ্যা -মুসলমান ৮৯.৫১%,হিন্দু ৯.৬৪%,খ্রিস্টান ০.৫%,বৌদ্ধ ০.০৩%,অন্যান্য ০.৩২%।
✔মোট জেলা ১৩ টি। যথাঃঢাকা,গাজীপুর,নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, মুন্সিগন্জ,মানিকগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর  ও রাজবাড়ি।
✔বৃহওম জেলা - টাঙ্গাইল (আয়তন ৩,৪১৪.৩৫ বর্গ কিলোমিটার)।
✔ক্ষুদ্রতম জেলা -নারায়ণগঞ্জ (আয়তন ৬৮৪.৩৭ বর্গ কিলোমিটার)।
✔জনসংখ্যা বৃদ্ধির হার বেশি -গাজীপুরে (৫.২১%)।
✔সিটি কর্পোরেশনের সংখ্যা -৪ টি।
✔সিটি কর্পোরেশনগুলো যথাক্রমে -ঢাকা উওর সিটি কর্পোরেশন,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন।
✔উপজেলার সংখ্যা -৮৮ টি।
✔ইউনিয়ন সংখ্যা -৮৭৬ টি।
✔পৌরসভার সংখ্যা -৬৩ টি।
✔সাক্ষরতার হার -৫২.৮৮%।
✔জাতীয় সংসদের আসন সংখ্যা -৭০ টি।
✔সাক্ষরতার হার কম - কিশোরগঞ্জে (৪০.৯%)।


(২)চট্টগ্রাম বিভাগঃ

✔দ্বিতীয় বিভাগঃচট্রগ্রাম।
✔প্রতিষ্ঠিত হয় -১৮২৯ সালে।
✔আয়তনে বাংলাদেশের বৃহওম বিভাগ -চট্টগ্রাম।
✔সীমারেখা -উওরে সিলেট, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারতের মিজোরাম,এিপুরা ও মায়ানমার,পশ্চিমে ঢাকা, বরিশাল ও বঙ্গোপসাগর।
✔আয়তন -৩৩,৯০৪ বর্গ কিলোমিটার।
✔জনসংখ্যা -২,৯৫,৫৩,৮৫৭ জন।এর মধ্যে পুরুষ ১,৪৪,৮৮,৫৩৩ জন ও মহিলা ১,৫০,৬৫,৩২৪ জন।
✔জনসংখ্যার ঘনত্ব -প্রতি বর্গকিলোমিটারে ৮৩৮ জন।
✔জনসংখ্যা বৃদ্ধির হার -১.৬৩%।
✔পুরুষ ও নারীর অনুপাত -৯৬ঃ১০০।
✔মোট জেলা ১১ টি। যথাঃচট্রগ্রাম,রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, ফেনী,লক্ষ্মীপুর,চাদঁপুর,নোয়াখালী, কুমিল্লা ও ব্রাম্মণবাড়িয়া।
✔বৃহওম জেলা -রাঙ্গামাটি (আয়তন ৬,১১৬.১১ বর্গ কিলোমিটার)।
✔ক্ষুদ্রতম জেলা -ফেনী(আয়তন ৯৯০.৩৬ বর্গ কিলোমিটার)।
✔সিটি কর্পোরেশনের সংখ্যা -২টি।
✔সিটি কর্পোরেশনগুলো যথাক্রমে -চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও কুমিল্লা সিটি কর্পোরেশন।
✔উপজেলার সংখ্যা -১০৩ টি।
✔ইউনিয়ন সংখ্যা -৯৪৭ টি।
✔ওয়ার্ডের সংখ্যা -৮,৩০৭ টি।
✔সাক্ষরতার হার -৫২.৯%।
✔জাতীয় সংসদের আসন সংখ্যা -৫৮টি।
✔দরিদ্রতার হার -২৬.২%।
✔জনসংখ্যার ঘনত্ব বেশি - কুমিল্লা (১,৭১২ জন)।

(৩)রাজশাহী বিভাগঃ

✔তৃতীয় বিভাগ -রাজশাহী।
✔প্রতিষ্ঠিত হয় -১৮২৯ সালে।
✔সীমারেখা -উওরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে খুলনা ও ঢাকা,পূর্বে ঢাকা,ভারতের আসাম ও মেঘালয় রাজ্য,পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।
✔আয়তন -১৮,১৫৪ বর্গ কিলোমিটার।
✔জনসংখ্যা -১,৯২,২৫,৯০৯।এর মধ্যে পুরুষ ৯৬,২৮,২৯০ জন ও মহিলা ৯৫,৯৭,৬১৯ জন।
✔জনসংখ্যার ঘনত্ব -প্রতি বর্গ কিলোমিটারে ১০১৮ জন।
✔জনসংখ্যা বৃদ্ধির হার -১.২১%।
✔পুরুষ ও নারীর অনুপাত -১০০ঃ১০০।
✔মোট জেলা ৮ টি। যথাঃরাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ,নওগাঁ, নাটোর,পাবনা,সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট।
✔বৃহওম জেলা -নওগাঁ (আয়তন ৩,৪৩৫.৬৫ বর্গ কিলোমিটার)।
✔ক্ষুদ্রতম জেলা -জয়পুরহাট (আয়তন ১,০১২.৪১ বর্গ কিলোমিটার)।
✔জনসংখ্যা ঘনত্ব বেশি -সিরাজগঞ্জে (১,২৯০ জন)।
✔সিটি কর্পোরেশনের সংখ্যা -১টি।
✔সিটি কর্পোরেশনগুলো যথাক্রমে -রাজশাহী সিটি কর্পোরেশন।
✔উপজেলার সংখ্যা -৬৭টি।
✔ইউনিয়ন সংখ্যা -৫৬৪টি।
✔সাক্ষরতার হার -৪৮%।
✔জাতীয় সংসদের আসন সংখ্যা -৩৯টি।
✔দরিদ্রতার হার -৩৫.৭%।

(৪)খুলনা বিভাগঃ

✔চতুর্থ বিভাগ - খুলনা।
✔প্রতিষ্ঠিত হয় -১৯৬০ সালে।
✔সীমারেখা -উওরে রাজশাহী ও ঢাকা,দক্ষিণে সুন্দরবন ও বঙ্গোপসাগর, পূর্বে ঢাকা ও বরিশাল,পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।
✔আয়তন -২২,২৮৫ বর্গ কিলোমিটার।
✔জনসংখ্যা -১,৬৩,০৯,৩০৪ জন।এর মধ্যে পুরুষ ৮১,৫৩,৪৫৪ জন ও মহিলা ৮১,৫৫,৮৫০ জন।
✔জনসংখ্যার ঘনত্ব -প্রতি বর্গ কিলোমিটারে ৭০৪ জন।
✔জনসংখ্যা বৃদ্ধির হার কম -বাগেরহাট জেলায়(-০.৪৭%)।
✔পুরুষ ও নারীর অনুপাত -১০০ঃ১০০।
✔মোট জেলা ১০ টি। যথাঃখুলনা,বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা।
✔বৃহওম জেলা -খুলনা (আয়তন ৪,৩৯৪ বর্গ কিলোমিটার)।
✔ক্ষুদ্রতম জেলা -মেহেরপুর (আয়তন ৭৫১ বর্গ কিলোমিটার)।
✔সিটি কর্পোরেশনের সংখ্যা -১টি।
✔সিটি কর্পোরেশনগুলো যথাক্রমে -খুলনা সিটি কর্পোরেশন।
✔উপজেলার সংখ্যা -৫৯টি।
✔ইউনিয়ন সংখ্যা -৫৭৫টি।
✔পৌরসভার সংখ্যা -৩৬টি।
✔সাক্ষরতার হার -৫৩.২%।
✔জাতীয় সংসদের আসন সংখ্যা -৩৬টি।
✔জনসংখ্যায় বৃহওম জেলা -যশোর(২৮,৭৬,৩৮১ জন)।

(৫)বরিশাল বিভাগঃ

✔৫ম বিভাগঃবরিশাল।
✔প্রতিষ্ঠিত হয় -১ জানুয়ারী ১৯৯৩ সালে।
✔সীমারেখা -উওরে ঢাকা,দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে মেঘনা ও চট্টগ্রাম, পশ্চিমে খুলনা।
✔আয়তন -১৩,২২৫ বর্গ কিলোমিটার।
✔জনসংখ্যা -৮৬,৫২,৩২৪ জন( জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ)।
✔জনসংখ্যার ঘনত্ব -প্রতি বর্গ কিলোমিটারে ৬৩০ জন।
✔জনসংখ্যা বৃদ্ধির হার -০.১৮%।
✔পুরুষ ও নারীর অনুপাত -৯৭ঃ১০০।
✔মোট জেলা ৬টি। যথাঃবরিশাল,ঝালকাঠি, ফিরোজপুর,পটুয়াখালী,বরগুনা ও ভোলা।
✔বৃহওম জেলা -ভোলা জেলা(আয়তন ৩,৪০৩.৪৮ বর্গ কিলোমিটার)।
✔ক্ষুদ্রতম জেলা -ঝালকাঠি জেলা(আয়তন ৭০৬.৭৬ বর্গ কিলোমিটার)।
✔জনসংখ্যা বৃদ্ধির হার বেশি -পটুয়াখালী জেলায়(০.৪৯%)।
✔সিটি কর্পোরেশনের সংখ্যা -১টি।
✔সিটি কর্পোরেশনগুলো যথাক্রমে -বরিশাল সিটি কর্পোরেশন।
✔উপজেলার সংখ্যা -৪২টি।
✔ইউনিয়ন সংখ্যা -৩৫২টি।
✔পৌরসভার সংখ্যা -২৬টি।
✔সাক্ষরতার হার -৬৩.৬%।
✔জাতীয় সংসদের আসন সংখ্যা -২১টি।
✔জনসংখ্যা বৃদ্ধির হার কম -ঝালকাঠি জেলায়(-০.১৭%)।

(৬)সিলেট বিভাগঃ

✔ষষ্ঠতম বিভাগ -সিলেট
✔প্রতিষ্ঠিত হয় -১ আগষ্ট ১৯৯৫ সালে।
✔সীমারেখা -উওরে ভারতের আসাম রাজ্য,দক্ষিণে চট্টগ্রাম,ঢাকা,আসাম ও এিপুর রাজ্য,পূর্বে আসাম রাজ্য,পশ্চিমে ঢাকা।
✔আয়তন -১২,৬৩৬ বর্গ কিলোমিটার।
✔জনসংখ্যা -১,০২,৯৬,৯৯৫ জন।
✔জনসংখ্যার ঘনত্ব -প্রতি বর্গ কিলোমিটারে ৭৮৪ জন।
✔জনসংখ্যা বৃদ্ধির হার -২.২১%।
✔পুরুষ ও নারীর অনুপাত -৯৯ঃ১০০।
✔মোট জেলা ৪টি। যথাঃসিলেট,সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার।
✔বৃহওম জেলা -সুনামগঞ্জ (আয়তন ৩,৭৪৭.১৮ বর্গ কিলোমিটার)।
✔ক্ষুদ্রতম জেলা -হবিগঞ্জ (আয়তন ২,৬৩৬.৫৯ বর্গ কিলোমিটার)।
✔সিটি কর্পোরেশনের সংখ্যা -১টি।
✔সিটি কর্পোরেশনগুলো যথাক্রমে -সিলেট সিটি কর্পোরেশন।
✔উপজেলার সংখ্যা -৪০টি।
✔ইউনিয়ন সংখ্যা -৩৩৬টি।
✔পৌরসভার সংখ্যা -১৯টি।
✔দরিদ্রতার হার -২৮.১%।
✔জাতীয় সংসদের আসন সংখ্যা -১৯টি।
✔ওয়ার্ডের সংখ্যা -২,৯০৭টি।

(৭)রংপুর বিভাগঃ

✔সপ্তম বিভাগঃরংপুর।
✔প্রতিষ্ঠিত হয় -১৩ জুলাই ২০০৯ সালে।
✔সীমারেখা -উওরে ভারতের পশ্চিমবঙ্গ,দক্ষিণে রাজশাহী,পূর্বে ময়মনসিংহ, ভারতের আসাম ও মেঘালয় রাজ্য এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।
✔আয়তন -১৬,১৮৫ বর্গ কিলোমিটার।
✔জনসংখ্যা -১,৬৪,১২,২৮৭ জন।এর মধ্যে পুরুষ ৮১,৯৩,৮৫৫ জন ও মহিলা ৮২,১৮,৪৩২ জন।
✔জনসংখ্যার ঘনত্ব -প্রতি বর্গ কিলোমিটারে ৯৭৫ জন।
✔জনসংখ্যা বৃদ্ধির হার -১.৩%।
✔পুরুষ ও নারীর অনুপাত -১০০ঃ১০০।
✔মোট জেলা ৮টি। যথাঃরংপুর,গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী,দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়।
✔বৃহওম জেলা -দিনাজপুর (আয়তন ৩,৪৪৪.৩০ বর্গ কিলোমিটার)।
✔ক্ষুদ্রতম জেলা -লালমনিরহাট (আয়তন ১,২৪৭.৩৭ বর্গকিলোমিটার)।
✔সিটি কর্পোরেশনের সংখ্যা -১টি।
✔সিটি কর্পোরেশনগুলো যথাক্রমে -রংপুর সিটি কর্পোরেশন।
✔উপজেলার সংখ্যা -৫৮টি।
✔ইউনিয়ন সংখ্যা -৫৩৪টি।
✔পৌরসভার সংখ্যা -৩১টি।
✔সাক্ষরতার হার কম -কুড়িগ্রাম জেলায়(৪২.৫%)।
✔জাতীয় সংসদের আসন সংখ্যা -৩৩টি।
✔দরিদ্রতার হার -৪২.৩%।
✔বিভাগীয় কার্যক্রম শুরু হয় - ১৭মে ২০১০ সালে।এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় -১জুন ২০১০ সালে।

(৮)ময়মনসিংহ বিভাগঃ

✔অষ্টম বিভাগ -ময়মনসিংহ।
✔প্রতিষ্ঠিত হয় -১৪ সেপ্টেম্বর ২০১৫ সালে।
✔সীমারেখা -উওরে ভারতের মেঘালয় রাজ্য,দক্ষিণে ঢাকা,পূর্বে সিলেট ও পশ্চিমে রংপুর ও রাজশাহী।
✔আয়তন -১০,৬৬৯ বর্গ কিলোমিটার।
✔জনসংখ্যা -১ কোটি ১৪ লক্ষ ২৭ হাজার ৭৬৫ জন।
✔মোট জেলা ৪টি। যথাঃময়মনসিংহ,নেএকোনা,জামালপুর ও শেরপুর।
✔বৃহওম জেলা -ময়মনসিংহ (আয়তন ৪,৩৯৪.৫৭ বর্গ কিলোমিটার)। জনসংখ্যার দিক দিয়েও ময়মনসিংহ জেলা বৃহওম জেলা।
✔ক্ষুদ্রতম জেলা -শেরপুর (আয়তন ১,৩৬৪.৬৭ বর্গ কিলোমিটার)।
✔উপজেলার সংখ্যা -৩৫টি।
✔ইউনিয়ন সংখ্যা -৩৫২টি।
✔পৌরসভার সংখ্যা -২৬টি।
✔জাতীয় সংসদের আসন সংখ্যা -২৪টি।
✔থানার সংখ্যা -৩৭টি।
✔ময়মনসিংহ জেলা হিসেবে ঘোষণা করা হয় -১৭৮৭ সালে।
✔ময়মনসিংহ বিভাগ হিসেবে অনুমোদন করে দেশের প্রশাসন সংক্রান্ত সর্বোচ্চ কর্তৃপক্ষ -National Implementation Committee For Administrative Reforms (INCAR)।

বি;দ্রঃ নিজ জেলা বা বিভাগ সম্পর্কে আর কোনো তথ্য জানা থাকলে কমেন্টে সবাইকে জানাতে পারেন।
---ধন্যবাদ।।।

No comments