Breaking News

সাধারণ জ্ঞান

1 অকালে পক্ক হয়েছে যা অকালপক্ব।
2 অনুতে (পশ্চাতে) জন্মেছে যে অনুজ
3 অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ।
4 অহংকার নেই যার নিরহংকার।
5 আচারে নিষ্ঠা আছে যার আচারনিষ্ঠ।
6 আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত, আদ্যোপান্ত ।
7 আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক
8 ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা।
9 ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক।
10 ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রিয়।
11 ঈষৎ আমিষ (আঁষ) গন্ধ যার আঁষটে।
12 উপকারীর অপকার করে যে কৃতঘ্ন।
13 উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ
14 উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ।
15 এক থেকে শুরু করে ক্রমাগত একাদিক্রমে।
16 কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ।
17 কোনাে ভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য।
18 চক্ষুর সম্মুখে সংঘটিত চাক্ষুষ
19 জীবিত থেকেও যে মৃত জীবন্মৃত
20 তল স্পর্শ করা যায় না যার অতলস্পর্শী।
21 পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক।
22 ফল পাকলে যে গাছ মরে যায় ওষধি।
23 যা অতি দীর্ঘ নয় নাতিদীর্ঘ।
24 যা কষ্টে জয় করা যায় দুর্জয়।
25 যা কষ্টে লাভ করা যায় দুর্লভ।

No comments