Breaking News

Human Brain Related Information(মানব মস্তিষ্ক সম্পর্কে কিছু তথ্য)

★মস্তিষ্কের ৩টি অংশের মধ্যে সেরেব্রাম মস্তিষ্কের আয়তনের ৭৫% ও ওজনের ৮৫% দখল করে আছে।
*সেরেব্রামের ডান পাশ শরীরের বাম অংশ আর বাম পাশ শরীরের ডান অংশ নিয়ন্ত্রণ করে।
*চোখ পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে ৮৩%কাজ করে থাকে মস্তিষ্কে।
*মস্তিষ্কে নিউরনের সংখ্যা ৮৬০০-১০০০০কোটি!
*ছেলেদের মস্তিষ্ক মেয়েদের তুলনায় ১০%বড়।
*মস্তিষ্কে তথ্য ভান্ডারের পরিমাণ ১০কোটি বইয়ের সমান অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরীর সমান।
*মস্তিষ্কের রক্তনালী ৪৮০ মাইল লম্বা।
*মস্তিষ্কে প্রতিদিন ১০৪০-১০৮০ লিটার রক্ত প্রবাহিত হয়।
*মস্তিষ্কের ওজন ১৩০০-১৪০০গ্রাম যা মানব শরীরের মোট ওজনের মাত্র ২-২০শতাংশ
*মেয়েদের স্মৃতিশক্তি ছেলেদের তুলনায় সামান্য বেশি।
*ছেলেদের সৃ।জনশক্তি মেয়েদের থেকে বেশি।
*মস্তিষ্কের তথ্য ধারণক্ষমতা আনলিমিটেড।
*মস্তিষ্ক একসাথে ৪০%এর বেশি কাজ করতে পারেনা।
তবে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করতে পারে।
*মস্তিষ্ক কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য করতে পারেনা।
*অক্সিজেন ছাড়া মস্তিষ্ক ৫-১০মিনিট সচল থাকে।
*তবে রক্ত ছাড়া ১০সেকেন্ডও সচল থাকেনা।
*মানবমস্তিষ্ক দিনে ৭০০০০ বার চিন্তা করে।
*মস্তিষ্ক প্রতিদিন ১২-২৫ওয়াট বিদ্যুৎ উৎপাদন করে।
*মস্তিষ্কের ৭৩ভাগ পানি।
*বাকি অংশের ৬০ভাগ চর্বি।


*মস্তিষ্কের তথ্য ট্রান্সফারের বেগ ঘন্টায় ২৬০-২৮০মাইলের মতো।
*ঘুমানোর সময় মস্তিষ্ক বেশি এক্টিভ থাকে।
*সিগারেট ও মাদকসেবন মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট করে দেয়।
*সিন্যাপ্সের সংখ্যা ১০-১০০ট্রিলিয়ন মানে ১০০০০০০কোটি-১০০০০০০০কোটি টি।

No comments