Breaking News

বিজ্ঞানের জানা অজানা


২২। আকার অনুযায়ী গুবরে পোকা (বিটল) হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পোকা। একটা রাইনোসোরাস গুবরে পোকা তার নিজের ওজনের চেয়ে প্রায় ৮৫০ গুণ বেশি ওজন বইতে পারে।
২৩। ১৯৭৯ সালে জাপানের সনি প্রথম ওয়াকম্যান বাজারে ছাড়ে।
২৪। লাল ও সবুজ গ্যাসের ট্রাফিক সিগন্যাল বাতি প্রথম শুরু হয় লন্ডনে ১৮৬৮ সালে। কিন্তু দুঃখজনকভাবে সেগুলো বিস্ফোরিত হয় এবং একজন পুলিশ নিহত হয়, প্রথম সফল সিগন্যাল বাতি স্থাপন হয় ১৯১৪ সালে ক্লিভল্যান্ড, ওহিওতে।
২৫। মানব হৃৎপিণ্ড দিনে প্রায় ১,০০,০০০ বার স্পন্দিত হয়।
২৬। মাথা ছাড়াও তেলাপোকা ৯ দিন বেঁচে থাকতে পারে।
২৭। প্রথম বাইসাইকেল তৈরি হয় ১৮১৭ সালে।
২৮। স্থলচরদের মধ্যে মানুষ ছাড়া আর যে প্রাণীটি কাঁদতে পারে সেটি হল হাতি।
২৯। মরুভূমি পৃথিবীর প্রায় একসপ্তমাংশজুড়ে আছে।
৩০। মরুভূমির তাপমাত্রা প্রায় ৭৭ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠতে পারে।
৩১। প্রথম অ্যালার্ম ঘড়ি আবিষ্কার হয় ৩,৫০০ বছর আগে।
৩২। মানব মস্তিষ্কের সমান কাজ করতে হলে একটা কম্পিউটারকে অন্তত দশ লক্ষাধিক গুণ শক্তিশালী হতে হবে।