Breaking News

কম্পিউটার বিজ্ঞানের জানা অজানা প্রশ্নোত্তর

প্রশ্ন: কম্পিউটার কি?
উত্তর: কম্পিউটার একটি ইলেক্ট্রনিক্স যন্ত্র।
প্রশ্ন: হাইব্রিড বা মিশ্র কম্পিউটার কি?
উত্তর: সমন্বিত এনালগ ও ডিজিটাল কম্পিউটার।
প্রশ্ন: E-Mail কি?
উত্তর: Electronic Mail.
প্রশ্ন: E-Commerce কি?
উত্তর: Electronic Commerce.
প্রশ্ন: V-Phone কি?
উত্তর: Video Phone.
প্রশ্ন: কম্পিউটারের ব্যবহৃত দুটি অংক কি কি?
উত্তর: 0 & 1
প্রশ্ন: কম্পিউটারের RAM কি?
উত্তর: একটি অস্থায়ী সৃতি।
প্রশ্ন: কম্পিউটারের প্রিন্টার লেজার জেট উদ্ভাবিত হয় কত সালে?
উত্তর: ১৯৮৪ সালে।
প্রশ্ন: কখন সর্বপ্রথম মিনি কম্পিউটার আবিষ্কৃত হয়?
উত্তর: ১৯৬৪ সালে।
প্রশ্ন: বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কি?
উত্তর: পিডিপি-১।
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানির নাম কি?
উত্তর: মাইক্রোসফট কর্পোরেশন (যুক্তরাষ্টে অবস্থিত)।
প্রশ্ন: বর্তমান বিশ্বের প্রথম সক্রিয় কম্পিউটারের নাম কি?
উত্তর: IBM MARK-1.
প্রশ্ন: VIRUS- এর পূর্ণ অভিব্যক্তি কি?
উত্তর: Virus Information Resources under Size.
প্রশ্ন: কোন কম্পিউটার কোম্পানি RAM চিপ আবিষ্কার করে?
উত্তর: Intel.
প্রশ্ন: কম্পিউটারের কোন মেমোরি কখনো সৃতিভ্রংশ হয় না?
উত্তর: ROM (Read Only Memory).
প্রশ্ন: ডিস্কেটের অপর নাম কি?
উত্তর: ফ্লপি ডিস্ক।
প্রশ্ন: প্রথম পার্সোনাল কম্পিউটারের নাম কি?
উত্তর: অ্যালটেয়ার-৮৮০০; মাইক্রো ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড টেলিমেট্রি সিস্টেমস কোম্পানি।
প্রশ্ন: OMR-এর পূর্ণরুপ কি?
উত্তর: Optical Mark Reader.
প্রশ্ন: সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রো প্রসেসরটির নাম কি?
উত্তর: Intel 4004.
প্রশ্ন: বিল গেটসের প্রথম প্রোগ্রামটির নাম কি?
উত্তর: MS DOS.
প্রশ্ন: ল্যাপটপ, লাইফ বুক, নেটবুক, নেটটপ, পামটপ, কি?
উত্তর: ছোট কম্পিউটার।
প্রশ্ন: কম্পিউটার ভাইরাস আসলে কি?
উত্তর: এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম।
প্রশ্ন: iPad কি?
উত্তর: ট্যাবলেট কম্পিউটার।
প্রশ্ন: মাইক্রো শব্দের অর্থ কি?
উত্তর: ছোট।
প্রশ্ন: যে যন্ত্রের মাধ্যমে কম্পিউটারের সকল ফলাফল কাগজে ছাপানো যায় তাকে কি বলে?
উত্তর: Printer.
প্রশ্ন: বিশ্বের প্রথম ল্যাপটপের নাম কি?
উত্তর: Osborne 1.
প্রশ্ন: হিউলেট-প্যাকার্ড-এর প্রথম কম্পিউটারের নাম কি?
উত্তর: HP 2116A (তৈরি ১৯৬৬ সালে)।
প্রশ্ন: PC এর পুনরুপ কি?
উত্তর: Personal Computer.
প্রশ্ন: পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি তৈরি করে।
উত্তর: ১৯৮১ সালে, Epson.
প্রশ্ন: কম্পিউটারে কোনটি নেই?
উত্তর: বুদ্ধি বিবেচনা।
প্রশ্ন: কম্পিউটার কি?
উত্তর: হিসাবকারী যন্ত্র।
প্রশ্ন: 4G বলতে কি বোঝায়?
উত্তর: Fourth Generation.
প্রশ্ন: প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
উত্তর: অ্যাডা অগাস্টা।
প্রশ্ন: অ্যাবাকাস কি?
উত্তর: এক প্রকার গণনা যন্ত্র।
প্রশ্ন: এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্যের সমন্বয় ঘটিয়ে কি তৈরি করা হয়?
উত্তর: হাইব্রিড কম্পিউটার।
প্রশ্ন: বিশ্বের সর্বপ্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার কোনটি?
উত্তর: ENIAC.
প্রশ্ন: কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: Microsoft.
প্রশ্ন: কম্পিউটারের সফটওয়্যার বলতে কি বুঝানো হয়?
উত্তর: এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল।
প্রশ্ন: কোনটি একটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম?
উত্তর: Redhat Linux.
প্রশ্ন: UNIX কি?
উত্তর: একটি অপারেটিং সিস্টেম।
প্রশ্ন: UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
উত্তর: বেল ল্যাব।
প্রশ্ন: কম্পিউটারের নির্দেশ অনুযায়ী প্রিন্ট করে প্রিন্টার- সেই ক্ষেত্রে মানুষের হাত কি?
উত্তর: CPU.
প্রশ্ন: কম্পিউটারের ব্রেইন কোনটি?
উত্তর: মাইক্রো প্রসেসর।
প্রশ্ন: কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?
উত্তর: লেজার প্রিন্টার।
প্রশ্ন: MS Word-এ কোনো কিছু কপি করতে হলে কীবোর্ড কমান্ড বাটন কোনটি?
উত্তর: Ctrl+C.
প্রশ্ন: কীবোর্ড ব্যবহার করে MS Word-এ কোনো ফাইল সেভ করতে হলে কোন কমান্ড ব্যবহার করা হয়?
উত্তর: Ctrl+S.
প্রশ্ন: ‘কম্পিউটার বাগ’ কি?
উত্তর: সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল।
প্রশ্ন: কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ থাকে?
উত্তর: ৩টি অংশ।
প্রশ্ন: কম্পিউটারে মেকানিক্যাল ডিভাইসকে কি বলা হয়?
উত্তর: হার্ডওয়্যার।
প্রশ্ন: ওরাকল কোন ধরনের প্রোগ্রাম?
উত্তর: ডাটাবেজ।
প্রশ্ন: কম্পিউটারের প্রিন্টার কি ধরনের ডিভাইস?
উত্তর: আউটপুট।
প্রশ্ন: CPU-এর পূর্ণরূপ কি?
উত্তর: Central Processing Unit.
প্রশ্ন: মনিটরের কাজ কাজ কি?
উত্তর: লেখা ও ছবি দেখানো।
প্রশ্ন: কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে কি বলে?
উত্তর: বাইনারি সংখ্যা।
প্রশ্ন: কম্পিউটারে কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর: ন্যানো সেকেন্ড।
প্রশ্ন: কম্পিউটারে প্রথম মাইক্রো প্রসেসর ব্যবহৃত হয় কত সালে?
উত্তর: ১৯৭২ সালে।
প্রশ্ন: কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ কি কি?
উত্তর: হার্ডওয়্যার ও সফটওয়্যার।
প্রশ্ন: কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
উত্তর: FORTRAN.
প্রশ্ন: কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্য সম্পদানের অনুক্রমে সাজানো নির্দেশনাবলিকে কি বলা হয়?
উত্তর: প্রোগ্রাম।
প্রশ্ন: সফটওয়্যার অপারেটিং সিস্টেমকে কি বলা হয়?
উত্তর: সিস্টেম সফটওয়্যার।
প্রশ্ন: কোন অক্ষরটি হেক্সাডেসিম্যাল গণনা পদ্ধতির একটি মান নির্দেশ করে?
উত্তর: A, B, C, D, E ও F.
প্রশ্ন: ইনটেল ITANIUM কত মাইক্রোপ্রসেসর?
উত্তর: ৬৪।
প্রশ্ন: কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়?
উত্তর: ১৯৭১ সালে।
প্রশ্ন: Windows-98 Operating System কত বিটের?
উত্তর: ৩২ বিট।
প্রশ্ন: কম্পিউটারের স্থায়ী সৃতিশক্তিকে কি বলা হয়?
উত্তর: ROM.
প্রশ্ন: 1 Kb= কত বিট?
উত্তর: ১০২৪ বিট।
প্রশ্ন: ‘হার্ডডিস্ক’ মাপার একক কি?
উত্তর: গিগাবাইট।
প্রশ্ন: ১ মেগাবাইট = কত কিলোবাইট?
উত্তর: ১০২৪ কিলোবাইট।
প্রশ্ন: মেমোরি ভাগ করা হয় কয় ভাগে?
উত্তর: ৩ ভাগে।
প্রশ্ন: এক গিগাবাইট =?
উত্তর: ২৩০ বাইট।
প্রশ্ন: ১ বাইটে বিটের সংখ্যা কত?
উত্তর: ৮ বিট।
প্রশ্ন: কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে কত বাইট?
উত্তর: ১০২৪ × ১০২৪।
প্রশ্ন: কম্পিউটার সিস্টেমে ‘ওয়ার্ড’ গঠনের সংমিশ্রণ কি?
উত্তর: Bytes.
প্রশ্ন: .mpg কি?
উত্তর: ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন।
প্রশ্ন: সামাজিক যোগাযোগ মাধ্যম Twitter- এর লোগোর পাখিটির নাম কি?
উত্তর: Larry.
প্রশ্ন: মাইক্রোসফটের উইন্ডোজ এক্সপির ডেক্সটপে বহুল ব্যবহৃত ওয়ালপেপার ‘Bliss’ ছবিটি ক্যামেরাবন্দী করেছেন কে?
উত্তর: চার্লস ও রিয়ার (যুক্তরাষ্ট)।
প্রশ্ন: কম্পিউটারে ডেটা সংরক্ষনে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
উত্তর: বাইনারি।
প্রশ্ন: IIG-এর পূর্ণরূপ কি?
উত্তর: International Internet Gateway.
প্রশ্ন: বিশ্বের উল্লেখযোগ্য ট্যাবলেট কম্পিউটার কি কি?
উত্তর: ব্ল্যাকপ্যাড, আইপ্যাড, স্ট্রিক, গ্যালাক্সি, ইপ্যাড, লেপ্যাড, সিয়াস, আকাশ, কিন্ডল ফায়ার প্রভৃতি।
প্রশ্ন: স্টিভ জবস কোন কম্পিউটার নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন?
উত্তর: অ্যাপল।
প্রশ্ন: গুগল কবে বাংলা ভাষায় অনুবাদ সুবিধা চালু করে?
উত্তর: ২১ জুন ২০১১।
প্রশ্ন: Gmail ও Yahoo Mail কি?
উত্তর: ফ্রি ওয়েব মেইল।
প্রশ্ন: Spam কি?
উত্তর: অনাকাঙ্ক্ষিত ইমেইল।
প্রশ্ন: Blog কি?
উত্তর: অনলাইন জার্নাল।
প্রশ্ন: ইন্টারনেট ব্যবহারে শীর্ষদেশ কোনটি?
উত্তর: চীন।
প্রশ্ন: কম্পিউটার সিস্টেমে এ Scanner কোন ধরনের ডিভাইস?
উত্তর: ইনপুট ডিভাইস।
প্রশ্ন: কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
উত্তর: সিলিকন।
প্রশ্ন: কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
উত্তর: Read.
প্রশ্ন: প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
উত্তর: RAM.