Breaking News

জানা-অজানা তথ্য

পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি গাছ রয়েছে?
উত্তরঃ রাশিয়া।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর সদস্য সংখ্যা কত?
উত্তরঃ৬৮ টি।
 নিষিদ্ধ শহর বলা হয়-------
উত্তরঃ তিব্বত এর রাজধানী লাসাকে।
কোন গাছ বেশি দিন ফল দেয়?
উত্তরঃ নাশপতি।
ঢাকা বিভাগের মোট জেলা কতটি?
উত্তরঃ ১৩ টি।
জাতীয় কর দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর।
 কারক,সমাস,প্রত্যয়, অব্যয়,পদ প্রকরণ ব্যাকরণ এর কোন অংশে আলোচিত হয়?
উত্তরঃ রূপতত্ত্ব।
এ,য়,তে কোন বিভক্তি প্রকাশ করে?
উত্তরঃ সপ্তমী।
কম্পিউটার এর স্থায়ী স্মৃতি শক্তিকে কি বলে?
উত্তরঃ Rom.
কোয়ান্টাম তত্ব কে আবিষ্কার করেন?
উত্তরঃ প্লাংক।
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত
ছিল ৭ঃ২। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
উত্তরঃ ৩১ঃ১৬।
 ভাষার মূল উপকরণ কি?
উত্তরঃ বাক্য।
 বাংলা ভাষার বয়স কত?
উত্তরঃ ১ হাজার বছর।।
 দেশ,কাল ও পরিবেশভেদে কিসের পার্থক্য হয়?
উত্তরঃ ভাষার।
পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ?
উত্তরঃ পুর্তগিজ।
বিশ্বব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৪।
ভাটিয়ালি কোন অঞ্চলের গান?
উত্তরঃ ময়মনসিংহ।
ছয়-দফা প্রথম কোথায় উত্তাপন করা হয়?
উত্তরঃ লাহোরে।
কচু শাকে কোন ভিটামিন বেশি থাকে?
উত্তরঃ লৌহ।
জাতিসংঘ কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি দেন?
উত্তরঃ ১৯৯৯।