Breaking News

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান -MCQ


১০১. Embryology (ভ্রুণবিদ্যা) এর আলোচ্য বিষয় কোনটি?
ক) পৃথিবীতে প্রানের বিকাশ
খ) কোষের গঠন
গ) ভ্রুণের পরিস্ফুটন
ঘ) হরমোন এর কার্যকারিতা
সঠিক উত্তর: (গ)
১০২. জীবের গঠন, বৈজনিক ক্রিয়া এবং জীবনধারণ সম্পর্কে আলোচনা করা হয় কোন বিজ্ঞানে?
ক) কোষবিদ্যা
খ) শারীরবিদ্যা
গ) বিবর্তন বিদ্যা
ঘ) জীববিদ্যা
সঠিক উত্তর: (ঘ)
১০৩. পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে বিভক্তিকরণকে কী বলে?
ক) শ্রেণিকরণ
খ) শ্রেণিবিন্যাস
গ) প্রজাতিকরণ
ঘ) নামকরণ
সঠিক উত্তর: (খ)
১০৪. জিন ও বংশগতির ধারা সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?
ক) হিস্টোলজি
খ) এন্ডোক্রাইনোলজি
গ) জেনেটিক্স
ঘ) ফার্মেসি
সঠিক উত্তর: (গ)
১০৫. পরিবেশে আর্দ্রতা বৃদ্ধি পেলে কোনটি?
ক) জীবাণুর বৃদ্ধি
খ) জীবাণুর হ্রাস
গ) ব্যাকটেরিয়ার হ্রাস
ঘ) ছত্রাকের হ্রাস
সঠিক উত্তর: (ক)
১০৬. প্ল্যান্টি রাজ্যের জীবের বৈশিষ্ট্য-
i. ভ্রূণ সৃষ্টি হয়
ii. হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়
iii. আর্কিগোনিয়া তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৭. জীবের জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় কোন শাখায়?
ক) জীবভূগোলে
খ) প্রত্নতত্ত্ববিদ্যায়
গ) কীটতত্ত্বে
ঘ) সমুদ্র বিজ্ঞানে
সঠিক উত্তর: (খ)
১০৮. জীবের শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ একক কোনটি?
ক) গণ
খ) পর্ব
গ) জগৎ
ঘ) প্রজাতি
সঠিক উত্তর: (গ)
১০৯. জীববিজ্ঞান কোন শাখায় Tissue নিয়ে আলোচনা করা হয়?
ক) Genetics
খ) Histology
গ) Gytology
ঘ) Physiology
সঠিক উত্তর: (খ)
১১০. কম্পিউটার নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য বিশ্লেষণ কোন শাখার আলোচ্য বিষয়?
ক) Biosystematics
খ) Systematics
গ) Bioinformatics
ঘ) Biostatisties
সঠিক উত্তর: (গ)
১১১. দ্বিপদ নামের প্রথম অংশ হবে কোনটির নাম?
ক) Class
খ) Order
গ) Genus
ঘ) Species
সঠিক উত্তর: (গ)
১১২. ক্যারোলাস লিনিয়াস চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?
ক) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
খ) উপসালা বিশ্ববিদ্যালয়
গ) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
ঘ) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর: (খ)
১১৩. ভৌত বিজ্ঞানের আলোচ্য বিষয় কী?
ক) তত্ত্বীয়
খ) ফলিত
গ) কীটতত্ত্ব
ঘ) জীনতত্ত্ব
সঠিক উত্তর: (ক)
১১৪. আমাদের প্রধান খাদ্য হিসেবে চিহ্নিত করা হয় কোনটিকে?
ক) Crochorus capularis
খ) Oryza sativa
গ) Mangifera indica
ঘ) Artocarpus heterophylus
সঠিক উত্তর: (খ)
১১৫. জীববিজ্ঞানের ফলিত শাখা হলো-
i. চিকিৎসা বিজ্ঞান
ii. ইকোলজি
iii. কৃষিবিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১৬. Systema Naturae গ্রন্থে লিনিয়াস-
i. গণ ও প্রজাতির সংজ্ঞা দেন
ii. জীবজগৎকে ৫টি রাজ্যে ভাগ করেন
iii. দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১৭. জীবের যাবতীয় শারীয়বৃত্তীয় কার্যক্রম কোন শাখার আলোচ্য বিষয়?
ক) Physiology
খ) Cytology
গ) Morphology
ঘ) Embryology
সঠিক উত্তর: (ক)
১১৮. ল্যাটিন শব্দ Bios এর অর্থ কী?
ক) জ্ঞান
খ) আবিষ্কার
গ) বায়ু
ঘ) জীবন
সঠিক উত্তর: (ঘ)
১১৯. ঔষধশিল্প ও প্রযুক্তি বিষয়ক জ্ঞান কোনটি?
ক) ফার্মেসি
খ) জিনপ্রযুক্তি
গ) অণুজীব বিজ্ঞান
ঘ) প্রাণরসায়ন
সঠিক উত্তর: (ক)
১২০. লিনিয়াস জীব নমুনার বৈশিষ্ট্যের উপর জীবজগতকে কয়টি ভাগে বিভক্ত করেনে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৫টি
ঘ) ৬টি
সঠিক উত্তর: (ক)
১২১. কোন রাজ্যের জীবকোষের ক্রমোটিন থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পদার্থ অনুপস্থিত?
ক) ফানজাই
খ) প্লানটি
গ) মনেরা
ঘ) প্রোটিস্টা
সঠিক উত্তর: (গ)
১২২. জাতীয় ফুলের (শাপলা) বৈজ্ঞানিক নাম কী?
ক) Nymphea nouchali
খ) Labeo rohita
গ) Oryza sativa
ঘ) Homo sapiens
সঠিক উত্তর: (ক)
১২৩. ক্যারোলাস লিনিয়াস কী ছিলেন?
ক) প্রকৃতিবিদ
খ) উদ্ভিদবিদ
গ) গণিতবিদ
ঘ) দার্শনিক
সঠিক উত্তর: (ক)
১২৪. জিন প্রযুক্তি বিষয়ক শাখা কোনটি?
ক) Genetic engineering
খ) Microbiology
গ) Embryology
ঘ) Anatomy
সঠিক উত্তর: (ক)
১২৫. শ্রেণিবিন্যাসে উল্লেখযোগ্য অবদান কার?
ক) লুই পাস্তুর
খ) ক্যারোলাস লিনিয়াস
গ) থিওফ্যাসটাস
ঘ) জগদীশ চন্দ্র বসু
সঠিক উত্তর: (খ)
১২৬. “মনেরা” রাজ্যভুক্ত জীব কোনটি?
ক) নীলাভ সবুজ শৈবাল
খ) শৈবাল
গ) ছত্রাক
ঘ) উদ্ভিদ
সঠিক উত্তর: (ক)
১২৭. উদ্ভিদটির বৈশিষ্ট্য হলো-
i. সালৌকসংশ্লেষণকারী
ii. উৎপাদক
iii. আর্কিগোনিয়েট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৮. কুনোব্যাংঙের বৈজ্ঞানিক নাম কী?
ক) Tenualosa ilisha
খ) Apis indica
গ) Panthera tigris
ঘ) Bufo melanostictus
সঠিক উত্তর: (ঘ)
১২৯. পৃথিবীতে প্রাণের বিকাশ,জীবের বিবর্তন ও ক্রমবিকাশের তথ্য কোন শাখার আলোচ্য বিষয়?
ক) Evolution
খ) Taxonomy
গ) Biogeography
ঘ) Embryology
সঠিক উত্তর: (ক)
১৩০. আলোচনার বিষয় বস্তুর ভিত্তি বা দিকের ভিত্তিতে জীববিজ্ঞানের শাখা হলো-
i. ভৌত জীববিজ্ঞান
ii. মৌলিক জীববিজ্ঞান
iii. ফলিত জীববিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩১. আমাদের চারপাশে যা আছে তার সবকিছু নিয়ে আলোচনা হয় ফলিত জীববিদ্যার কোন শাখায়?
ক) বনবিজ্ঞান
খ) পরিবেশ বিজ্ঞান
গ) বন্যপ্রাণিবিদ্যা
ঘ) জীবপ্রযু্ক্তি
সঠিক উত্তর: (খ)
১৩২. Protista জগতভুক্ত জীবসমূহ হলো-
i. প্রোটোজোয়া
ii. এককোষী শৈবাল
iii. ডায়াটম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৩. টমাস কেভলিয়ার স্মিথ প্রোটিস্টা রাজ্যকে কয় ভাগে ভাগ করেন?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
সঠিক উত্তর: (ক)
১৩৪. কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম কী?
ক) Vibrio vivax
খ) Plasmodium vivax
গ) Vibrio cholerae
ঘ) Panthera tigris
সঠিক উত্তর: (গ)
১৩৫. দ্বিপদ নামের প্রথম অংশের প্রথম অক্ষর কী রকম হবে?
ক) বড়
খ) ছোট
গ) সর্বদা ছোট
ঘ) যে কোনটি
সঠিক উত্তর: (ক)
১৩৬. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য কোনটি?
ক) প্রতিটি জীবের দল ও উপদল সম্পর্কে জ্ঞান আহরণ
খ) প্রতিটি জীবের দল ও উপদলের অর্থনৈতিক গুরুত্ব জানা
গ) প্রতিটি জীবের দল ও উপদলের ব্যবহার জানা
ঘ) প্রতিটি জীবের দল ও উপদলের জ্ঞানকে পরিবর্ধন করা
সঠিক উত্তর: (ক)
১৩৭. জীববিজ্ঞানের প্রধান দুটি শাখা কী কী?
ক) জড় ও জীব
খ) কৃষি ও বল
গ) উদ্ভিদ ও প্রাণী
ঘ) পদার্থ ও রসায়ন
সঠিক উত্তর: (গ)
১৩৮. ধানের বৈজ্ঞানিক নাম কী?
ক) Panthera tigris
খ) Panthera leo
গ) Plasmdium vivax
ঘ) Vibriocholerae
সঠিক উত্তর: (ক)
১৩৯. বিবর্তনবিদ্যায় কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়?
ক) টিস্যুর গঠন
খ) জিন ও বংশগতি ধারা
গ) পৃথিবীতে প্রাণের বিকাশ
ঘ) হরমোন
সঠিক উত্তর: (গ)
১৪০. Eukaryota; সুপার কিংডমভুক্ত জীবদের বৈশিষ্ট্য হলো-
i. প্রকৃত কোষ বিশিষ্ট এককোষী বা বহুকোষী
ii. এককভাবে বাস করে না
iii. কলোনি আকারে বাস করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪১. ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যঅনর‌্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞানকে কী বলে?
ক) Parasitology
খ) Entomology
গ) Microbiology
ঘ) Palaeontology
সঠিক উত্তর: (গ)
১৪২. আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের নামকরণকৃত প্রজাতির সংখ্যা-
ক) প্রায় ৫ লক্ষ
খ) প্রায় ৭ লক্ষ
গ) প্রায় ৪ লক্ষ
ঘ) প্রায় ১৩ লক্ষ
সঠিক উত্তর: (গ)
১৪৩. প্রাণিজগৎকে শ্রেণিবিন্যাস করার প্রয়োজনীয়তা প্রথমে কারা অনুভব করেছিল?
ক) শ্রেণিবিন্যাস বিদগণ
খ) প্রকৃতি বিদগণ
গ) প্রাণী বিজ্ঞানীগণ
ঘ) প্রাণী বিশেষজ্ঞগণ
সঠিক উত্তর: (খ)
১৪৪. কোনটি প্রকৃতি বিজ্ঞানের অন্যতম শাখা?
ক) চিকিৎসাবিজ্ঞান
খ) পদার্থবিজ্ঞান
গ) রসায়ন
ঘ) জীববিজ্ঞান
সঠিক উত্তর: (ঘ)
১৪৫. মানুষের বৈজ্ঞানিক নাম কী?
ক) Apis indica
খ) Vibrio cholerae
গ) Copsychus saularis
ঘ) Homo sapiens
সঠিক উত্তর: (ঘ)
১৪৬. কোন শাখায় টিস্যুর গঠন, বিন্যাস ও কার্যাবলি আলোচনা হয়?
ক) এমব্রায়োলজি
খ) হিস্টোলজি
গ) সাইটোলজি
ঘ) ইকোলজি
সঠিক উত্তর: (খ)
১৪৭. মাছ উৎপাদন, ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত শাখা কোনটি?
ক) Fishculture
খ) Apiculture
গ) Sericulture
ঘ) Fisheries
সঠিক উত্তর: (ঘ)
১৪৮. জীববিজ্ঞান-
i. জীবের জীবন ও গুণাগুন নিয়ে আলোচনা করে
ii. প্রকৃতি বিজ্ঞানের একটি প্রাচীনতম শাখা
iii. বিজ্ঞানের অন্যতম একটি মৌলিক শাখা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৯. Biology শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত?
ক) Bio ও logus
খ) Bios ও logic
গ) Bious ও logus
ঘ) Bios ও logos
সঠিক উত্তর: (ঘ)
১৫০. ‘bios’ শব্দের অর্থ কী?
ক) জ্ঞান
খ) পরিধি
গ) জীবন
ঘ) সংখ্যা
সঠিক উত্তর: (গ)