পরীক্ষায় আসা ছদ্মনামের আড়ালে বিখ্যাত ২৫ জন লেখকদের নাম।
- ১) ভানুসিংহ ঠাকুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
- ২) প্যারীচাঁদ মিত্রঃ টেকচাঁদ ঠাকুর।
- ৩) হুতুম পেঁচাঃ কালিপ্রসন্ন সিংহ।
- ৪) বনফুলঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়।
- ৫) গাজী মিঞাঃ মীর মোশাররফ হোসেন।
- ৬) কায়কোবাদঃ কাজেম আল কোরেশী।
- ৭) শওকত ওসমানঃ শেখ আজিজুর রহমান।
- ৮) অবধূতঃ স্বামী কালিকানন্দ।
- ৯) সুনন্দঃ নারানয় গঙ্গোপাধ্যায়।
- ১০) সত্য সুন্দর দাশঃ মোহিত লাল মজুমদার।
- ১১) মৌমাছিঃ বিমল ঘোষ।
- ১২) জরাসন্ধঃ চারুচন্দ্র চক্রবর্তী।
- ১৪) যাযাবরঃ বিনয়কুমার মুখোপাধ্যায়।
- ১৫) নীহারিকা দেবীঃ অচিন্ত্য কুমার সেনগুপ্ত
- ১7) নীল লোহিতঃ সুনীল গঙ্গোপাধ্যায়।
- ১৮) বীরবলঃ প্রমথ চৌধুরী।
- ১৯)দৃষ্টিহীনঃ মধুসূদন মজুমদার।
- ২০) কালকূটঃ সমরেশ বসু।
- ২১) পরশুরামঃ রাজশেখর বসু।
- ২২)দাদাভাইঃ রোকনুজ্জামান খান।
- ২৩) শওকত ওসমানঃ শেখ আজিজুর রহমান।
- ২৪)অনিলা দেবী-- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ২৫) বিদ্যুৎ মিএ--- কাজী আনোয়ার হোসেন।
No comments