Breaking News

বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ : মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস

১. হুমায়ূন আহমেদ- শ্যামল ছায়া, জোছনা, আগুনের পরশমণি, জননীর গল্প।
২. শওকত ওসমান- দুই সৈনিক, নেকড়ে অরণ্য, জাহান্নাম হতে বিদায়, জলাঙ্গী।
৩. সৈয়দ শামসুল হক- নীলদংশন, নিষিদ্ধ লোবান।
৪. আনোয়ার পাশা- রাইফেল রোটি আওরাত
৫. শওকত আলী- যাত্রা।
৬. আল-মাহমুদ- উপমহাদেশ।
৭. আবু জাফর শামসুদ্দিন- দেয়াল।
৮. রশীদ হায়দার- খাঁচায়।
৮. রশীদ করীম- আমার যত গ্লানি।
৯. শামসুর রাহমান- অদ্ভুত আঁধার এক।
১০. সরদার জয়েনউদ্দিন- বিধ্বস্ত রোদের ঢেউ।
১১. সেলিনা হোসেন- হাঙর নদী গ্রেনেড, যুদ্ধ।
১২.ইমদাদুল হক মিলন- কালো ঘোড়া।
১৩. আমজাদ হোসেন- অবেলীয় অসময়।
১৪. রাবেয়া খাতুন- ফেরারী সূর্য।
১৫. হারুন হাবীব- প্রিয়যোদ্ধা প্রিয়তম।
১৬. তাহমিনা আনাম- এ গোল্ডেন এজ।

মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র

১. জহির রায়হান- Stop Genocide.
২. চাষী নজরুল ইসলাম- ওরা ১১ জন।
৩. নাসিরউদ্দিন ইউসুফ- একাত্তরের যীশু।
৪. খান আতাউর রহমান- আবার তোরা মানুষ হ।

No comments