Breaking News

হিউম্যান সাইকোলোজি কি বলে


১. যদি কোনো মানুষ খুব বেশী হাসে, এমনকি সামান্য কোনো কারণেও হাসি চেপে রাখতে পারে না তবে সে নিজেকে সবসসময় খুব একা ফিল করে।

২. যদি কোনো মানুষ অল্পতেই ঘন ঘন রেগে যায় তবে তার ভালোবাসার প্রয়য়োজন আছে ।

৩. যদি কোনো মানুষ অনেক ঘুমায় তবে সে একজন দুঃখী মানুষ ।

৪. যদি কোনো মানুষ খাবার সময় সভ্য ভাবে না খায় তবে সে কোনো বিষয় নিয়ে চিন্তিত ।

৫. যদি কোনো মানুষ সবসময় কম কথা বলে এবং যখন কথা বলে তখন খুব দ্রুত কথা বলে তবে সে কিছু লুকাতে চায় ।

৬. যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারেই কেঁদে ফেলে তবে সে খুব নরম মনের মানুষ ।

৭. যদি কোনো মানুষ কখোনো না কাঁদে বা কাঁদতে না জানে তবে সে জীবনে অনেক বড় কোনো ব্যথা পেয়েছে।

৮. যদি কোনো মানুষ সবসময় নিজেকে সবার সামনে সুখী প্রমাণ করতে চায় তবে সে তার বাস্তব জীবনে খুবই অসুখী ।

৯. যদি কোনো মানুষ রাগ চেপে রাখে তবে সে বড্ড অভিমানী ।

১০. যদি কোনো মানুষ বার বার
প্রতারিত হয়েও খুব সহজে সবকিছু বিশ্বাস করে তবে সে খুব সরল মনের মানুষ ।

@Muhammad Ferdous Hasan

No comments