Breaking News

General knowledge

০১| সম্প্রতি চীনে প্রাদুর্ভাব দেখা দেওয়া রোগের নাম কী?
®___করোনা ভাইরাস(মৃত ১৭,আক্রান্ত ৫৪৪+)
০২| চীনের কোন কোন শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে?
®___সবচেয়ে জনবহুল উহান শহরে
০৩| ই-পাসপোর্ট ব্যবহারে বিশ্বে বাংলাদেশ কততম?
®___১১৯তম
০৪| ই-পাসপোর্ট ব্যবহারে দ.এশিয়ায় বাংলাদেশ কততম?
®___প্রথম
০৫| পাসপোর্ট রুলস আইন প্রণয়ন হয় কত সালে?
®___১৯৭৪ সালে
০৬| ই-পাসপোর্ট প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ব্যয় কত?
®___সাড়ে চার হাজার কোটি টাকা+
০৭| ই-পাসপোর্ট কতটি নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে?
®___৩৮টি
০৮| বাংলাদেশে পাসপোর্ট ব্যবস্থা প্রথম প্রবর্তন করেন কে?
®___বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে
০৯| ই-পাসপোর্টের মেয়াদ হবে?
®___১৮ বছরের নিচে থেকে ৬৫ বছরের ঊর্ধ্বে ৫ বছর এবং ১৮ বছরের উপরে থেকে ৬৫+ হবে ১০ বছর
১০| ট্রাম্পকে অভিশংসিত করতে হলে সিনেটে কতটি ভোট লাগবে?
®___৬৭টি(দুই-তৃতীংশ)
(নিম্নকক্ষে অভিশংসিত বিল পাশ হয় ২২৮-১৯৩ ভোটে)
১১| মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের আসন সংখ্যা কত?
®___১০০টি
১২| EVM এর মাধ্যমে প্রথম ভোট হয় কোন দেশে?
®___মার্কিন যুক্তরাষ্টে ১৯৬৪ সালে ৭টি অঙ্গরাজ্যে
১৩| বাংলাদেশে প্রথম কত সালে EVM এর মাধ্যমে ভোটগ্রহণ হয়?
®___২০০৭ সালে ঢাকা অফিসার্স ক্লাবের কার্যকরী সংসদ নির্বাচনের মাধ্যমে।
১৪| উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্রের নাম?
®___হালদা
১৫| সারা বিশ্বে সমুদ্র এলাকায় প্লাস্টিক বর্জ্যের পরিমাণ কত?
®___৪০ হাজার টন

No comments