সাধারন জ্ঞান
প্রশ্নঃ বিশ্ব হার্ট দিবস কবে ?
উত্তরঃ ২৯ সেপ্টেম্বর।
তথ্যঃ বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে-২৯তম অধিবেশনে। 
জাতীয় ডাকটিকেট দিবস-২৯ জুলাই। 
প্রশ্নঃ ফিজির রাজধানির নাম কী ? 
উত্তরঃ সুভা। 
তথ্যঃ দেশটির প্রধানমন্ত্রীর নাম- ফ্র্যাঙ্ক বেইনিমারামা।  
প্রশ্নঃ দেশে করোনায় আক্রান্তের হার সবচেয়ে কম (আজ পর্যন্ত) কোন জেলায় ? 
উত্তরঃ নেত্রকোনা (প্রতি ১০ লাখে ২৭২ জন)। 
তথ্যঃ আক্রান্তের হার সবচেয়ে বেশি ঢাকায় যা প্রতি ১০ লাখে ২২ হাজার ৪২৬ জন। ২য় অবস্থানে ফরিদপুর- প্রতি ১০ লাখে আক্রান্ত ৩ হাজার ১৪৪ জন। আর দেশে আক্রান্তের হার প্রতি ১০ লাখে ২ হাজার ১২৫ জন। 
প্রশ্নঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা  কত সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন ? 
উত্তরঃ ১৯৮১ সাল । 
তথ্যঃ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস-১৭ মে (১৯৮১)। 
প্রশ্নঃ সম্প্রতি গবেষকরা জর্দা ও পান মসলায় কিসের উপাদান পেয়েছেন? 
উত্তরঃ ক্যানসারের উপাদান। 
তথ্যঃ বিশ্ব ক্যানসার দিবস- ৪ঠা ফেব্রুয়ারি। 
প্রশ্নঃ ধোঁয়াহীন তামাকপণ্য ব্যবহারের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশ কততম ? 
উত্তরঃ ২য়। 
প্রশ্নঃ কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কী ? 
উত্তরঃ অধ্যাপক শেখ আব্দুস সালাম। 
তথ্যঃ তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। 
প্রশ্নঃ জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী কবে ইন্তেকাল করেন ? 
উত্তরঃ ২৮ এপ্রিল, ২০২০ ।  
তথ্যঃ সর্বপ্রথম ১৯৭৫ সালের ১৭ মার্চ জাতীয় অধ্যাপক পদে জয়নুল আবেদীন, আবদুর রাজ্জাক এবং কাজী মোতাহার হোসেনকে নিয়োগ দেয়া হয়।এ পর্যন্ত ২৫ জনকে এ পদে নিয়োগ দেয়া হয় (উইকিপিডিয়া)। 
প্রশ্নঃ জাতীয় কন্যাশিশু দিবস কবে ? 
উত্তরঃ ৩০ সেপ্টেম্বর । 
তথ্যঃ  ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা আছে- ৩০ টি। 
গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ-৩০ বছর। 
ভিয়েতনাম যুদ্ধের স্থায়িত্বকাল -৩০ বছর।
মিশরের প্রেসিডেন্ট হোসনী মোবারক ক্ষমতায় ছিলেন-৩০ বছর।  
প্রশ্নঃ সারাদেশে  ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বা ওসিসি কয়টি ? 
উত্তরঃ ১১ টি । 
তথ্যঃ ওসিসির মাধ্যমে সহিংসতার (শারীরিক, যৌন ও দহন) শিকার নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা , পুলিশি সহায়তা, ডিএনএ পরীক্ষা , আইনি সহায়তা ও পরামর্শ দেওয়া হয়। 
প্রশ্নঃ বঙ্গবন্ধু সাফারি কোথায় অবস্থিত ? 
উত্তরঃ গাজীপুর। 
তথ্যঃ ডুলাহাজারা সাফারি পার্ক – কক্সবাজারে। 
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি পদে প্রেসিডেন্ট ট্রাম্প কাকে মনোনীত করেছেন ? 
উত্তরঃ অ্যামি কোনি ব্যারেট । 
তথ্যঃ সম্প্রতি মৃত্যুবরণকারী সুপ্রিম কোর্টের বিচারপতির নাম- রুথ বেডার গিন্সবার্গ। 
প্রশ্নঃ নির্বাচনকে সামনে রেখে কর ফাঁকির অভিযোগ উঠেছে কোন দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে ? 
উত্তরঃ যুক্তরাষ্ট্র । 
তথ্যঃ যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ রা নভেম্বর, ২০২০ । 
প্রশ্নঃ সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এশিয়ার কোন দেশে তাদের কার্যক্রম স্থগিত করেছে ? 
উত্তরঃ ভারত। 
তথ্যঃ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় এবং সদর দপ্তর লন্ডনে। 
প্রশ্নঃ বিশ্ব নিরামিষ দিবস কবে ? 
উত্তরঃ ১ অক্টোবর । 
প্রশ্নঃ এসডিজি উত্তরণে মানবসম্পদ সুচকে মার্জিনাল পয়েন্ট কত থাকতে হবে ? 
উত্তরঃ ৬৬। 
তথ্যঃ আর ভঙ্গুরতা সূচকে থাকতে হবে ৩২ বা এর কম। মাথাপিছু আয় থাকতে হবে ১,২৩০ মার্কিন ডলার।  ( ২০১৮ সালে বাংলাদেশ এই তিন সূচকে কত অর্জন করেছিল, কমেন্ট করে জানিয়ে দিন )। 
No comments