বাংলা সাহিত্য
বাংলা সাহিত্য
পঞ্চকবি:-- পঞ্চকবি হলেন বাংলা সাহিত্যের ৫ জন কবি সাহিত্যিক যারা একই সাথে গীতিকার, সুরকার এবং গায়ক । ৫ জন পঞ্চকবির নাম মনে রাখার ক্ষুদ্র প্রয়াস----
রবি কাজীকে রজনীতে অতুলনীয় উপহার দিলো।
রবি= রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী = কাজী নজরুল ইসলাম
রজনী= রজনীকান্ত সেন
অতুলনীয় = অতুল প্রসাদ সেন
দিলো= দ্বিজেন্দ্রলাল রায়
=============
বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডবের নাম মনে রাখুন সহজেই !!!
============
বাংলা সাহিত্যে ত্রিশোত্তর সাহিত্যিকদের মধ্যে উল্লেখ যোগ্য ৫জনকে বলা হয় বাংলা সাহিত্যের পঞ্চ পাণ্ডব । মনে রাখার
টেকনিক >>> অবুজ .বিসু
.
অ= অমিয় চক্রবর্তী
বু = বুদ্ধদেব বসু
জ= জীবনানন্দ দাস
.
বি = বিঞ্চু দে
সু = সুধীন্দ্রনাথ দত্ত
No comments