Breaking News

আন্তর্জাতিক সংস্থা, সংগঠন এবং রাজনৈতিক ও আঞ্চলিক জোট


১. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে ?
====>মার্কিন প্রেসিডেন্ট এফ,ডি রুজভেল্ট।
২. জাতিসংঘ নামকরণ করেন কে?
====>মার্কিন প্রেসিডেন্ট এফ,ডি রুজভেল্ট ।
৩. জাতিসংঘ নামকরণ করা হয় কবে?
====>১ জানুয়ারী ১৯৪২।
৪. কত সালে প্রথম জাতিসংঘের খসড়া সনদ প্রণীত হয় ?
====>১৯৪৪ সালে।
৫.জাতিসংঘের চার্টার কবে পাশ হয়?
====>২৬ জুলাই ১৯৪৫ ।
৬. জাতিসংঘের প্রস্তাবটি কত সালে গৃহীত হয়
====>১৯৪৪ সালে।
৭. জাতিসংঘ গঠনের প্রস্তাবটি প্রথম কোথায় বসে গৃহীত হয়
====>ওয়াশিংটনে ডাম্বার্টন ওক্সে ।
৮. জাতিসংঘ গঠনের প্রস্তাব গ্রহণকারী প্রথম দেশগুলোর নাম কী ?
====>চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এবং ফ্রান্স।
৯. জাতিসংঘের চার্টার (সনদ) কবে গৃহীত হয় ?
====>২৫ এপ্রিল, ১৯৪৫।
১০. কতটি দেশের প্রতিনিধিদের সম্মতিতে জাতিসংঘ চার্টার (সনদ) গৃহীত হয় ?
====>৫০ টি ।
১১. জাতিসংঘ সনদ বিষয়ক সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয় ?
====>সানফ্রান্সিস্কোতে।
১২. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে ?
====>২৪ অক্টোবর, ১৯৪৫ ।
১৩. জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে থেকে ?
====>২৪ আক্টোবর, ১৯৪৫।
১৪. প্রতিবছরের কোন তারিখকে ‘জাতিসংঘ দিবস’ পালিত হয় ?
====>২৪ অক্টোবর।
১৫. প্রথম কোন দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের সদস্য হয় ?
====> পোল্যান্ড।
১৬. জাতিসংঘের মূল সংস্থা কয়টি ?
====>৬টি ।
১৭.সাধারণ পরিষদের প্রথম অধিবেশনের সূচনা হয় কবে ?
====>২৩ অক্টোবর, ১৯৪৬ ।
১৮. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?
====>ওয়েষ্ট মিনিস্টার হল (লন্ডন)।
১৯. জাতিসংঘ সনদের রচয়িতা কে ?
====>Archibald Macleish
২০. সাধারণ পরিষদের বাৎসরিক নিয়মিত অধিবেশন কবে থেকে শুরু হয় ?
====>সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার থেকে।
২১. সাধারণ পরিষদের সভাপতির কার্যকাল কত দিন?
====>১ বছর ।
২২. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন ছাড়া আর কি অধিবেশন বসতে পারে ?
====>বিশেষ ও জরুরি অধিবেশন।
২৩. নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ কয়টি ?
====>১৫টি ।
২৪.নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কয়টি ?
====>৫টি ।
২৫.নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ কয়টি ?
====> ১০টি ।
২৬.নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কত বছরের জন্য ?
====>২ বছর ।
২৭.জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
====>জাতিসংঘ সদর দপ্তরে ।
২৮.অছি পরিষদের সদস্য নির্বাচিত হয় কার মাধ্যমে ?
====>সাধারণ পরিষদের মাধ্যমে।
২৯.আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় ?
====>হেগ (নেদারল্যান্ড)।
৩০.আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত ?
====>১৫জন।
৩১. আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর ?
====>৩ বছর।
৩২.আন্তর্জাতিক আদালতের বিচারকের কার্যকাল কত বছর ?
====> ৯ বছর।
৩৩. জাতিসংঘের পতাকা নির্ধারিত হয় ?
====> ২০ অক্টোবর , ১৯৪৭।
৩৪. জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন কতটি ?
====> ৬টি।
৩৪.১ জাতিসংঘের কার্যকর ভাষা কতটি ?
====> ২টি (ইংরেজী ও ফরাসী )।
৩৫. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি ?
====> ৬টি (ইংরেজী, আরবি, ফরাসী, চীনা, রুশ ও স্প্যানিশ)।
৩৬. জাতিসংঘ ভবনের নক্সা আঁকেন কে ?
====> ওয়ালেশ কে হ্যারিসন (যুক্তরাষ্ট )।
৩৭. জাতিসংঘ ভবনের জন্য জমি দান করেন কে?
====> জন ডি রকফেলার(যুক্তরাষ্ট্র)।
৩৮. জাতিসংঘের জন্য সংগীত রচিত হয় কত সালে ?
====> ১৯৭১ সালের ২৪ অক্টোবর।
৩৯. জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় অবস্থিত?
====> জেনেভা (সুইজারল্যান্ড )।
৪০. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
====> টোকিও (জাপান )। ১৯৭৩ সালে।
৪১. জাতিসংঘের আয়ের উৎস কী ?
====> সদস্য দেশ সমূহের চাঁদা।
৪২. জাতিসংঘ কোষ্টারিকায় কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে
====> ইউনির্ভাসিটি ফর পিচ।
৪৩. জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
====> ট্রিগভেলী।
৪৪. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়?
====> দ্যাগ হেমার শোল্ড।
৪৫. বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা
====> ১৯৩ টি।
৪৬. জাতিসংঘের সাধারণ পরিষদের সদর দপ্তর কোথায়?
====> নিউইয়র্ক।
জোট নিরপেক্ষ আন্দোলন(NAM)ঃ
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM- Non Aligned Movement)
♦সদস্য -১২০
NAM এর পূর্ণরূপ- Non Aligned Movement.
NAM প্রতিষ্ঠিত হয়- ১৯৬১ সালে (বেলগ্রেডে)
NAM এর সদর দপ্তর- বান্দুং(ইন্দোনেশিয়া) (NAM- এর কার্যত কোন সদর দপ্তর নেই, শুধু নামেমাত্র সদর দপ্তর)
NAM এর চেয়ারম্যান-
NAM এর শীর্ষনম্মেলন বসে- ৩ বছর পর পর
ইসলামী সম্মেলন সংস্থা(OIC)ঃ
ইসলামিক রাষ্ট্রগুলোর জোট- OIC
OIC- এর পূর্ণরূপ- Organization of Islamic Cooperation
OIC এর আদিনাম- Organization of the Islamic Conference
OIC এর বর্তমান সদস্য- ৫৭ টি
OIC এর সর্বশেষ সদস্য- আইভোরিকোস্ট (২০০১)
OIC এর সদর দপ্তর- জেদ্দা
বাংলাদেশ OIC এর সদস্য পদ লাভ করে- ১৯৭৪ সালে
অমুসলিম রাষ্ট্র হয়েও OIC এর সদস্য- উগান্ডা, রুয়ান্ডা, ক্যামেরুন, বেনিন, সুরিনাম, গায়না ও মোজাম্বিক
সার্ক(SARRC)
দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতার আঞ্চলিক জোট SAARC
SARRC এর পূর্ণরূপ- South Asian Association for Regional Co-Operation
SARRC এর সচিবালয়- কাঠমুন্ডুতে (নেপাল)
SAARC এর বর্তমান চেয়ারম্যান- জিগমে ওয়াই থিনলে (ভুটানের প্রধানমন্ত্রী)
SARRC এর বর্তমান সদস্য- ৮ টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান)
SARRC এর সর্বশেষ সদস্য দেশ- আফগানিস্তান
SARRC এর পর্যবেক্ষক সদস্য- অস্ট্রেলিয়া, চীন, ইরান, জাপান, কোরিয়া, মরিশাস, মায়ানমার, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (অস্ট্রেলিয়া ও মায়ানমার ২০১০ সালেই প্রথম সার্ক সম্মেলনে অংশ নেয়)
SARRC এর সদস্য হতে আগ্রহী- চীন, ইরান, মায়ানমার
SARRC পর্যবেক্ষক হতে আগ্রহী- ইন্দোনেশিয়া ও রাশিয়া
SAARC এর অন্তর্ভূক্ত যে দেশে সামরিক বাহিনী নেই- মালদ্বীপ ও ভুটান
SAARC এর অন্তর্ভূক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র- আফগানিস্তান, নেপাল ও ভুটান
SAARC এর সহযোগিতার ক্ষেত্র- ১৩ টি
SAARC এর পরবর্তী সম্মেলন হবে- ২০১১ সালে মালদ্বীপে
SARRC এর বানিজ্য চুক্তি SAPTA স্বাক্ষরিত হয়- ১১ এপ্রিল, ১৯৯৩
SAPTA চুক্তি কার্যকরী হয়- ৮ ডিসেম্বর,১৯৯৫
SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি স্বাক্ষরিত হয়- ৬ জানুয়ারি, ২০০৪ সালে
SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি কার্যকরী হয়- ১ জুলাই, ২০০৬ সালে
♦SAIC (সার্ক কৃষি তথ্য কেন্দ্র) অবস্থিত- বাংলাদেশে
♦SMRC (সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত- বাংলাদেশ
♦ইউরোপিয়ান ইউনিয়ন(EU)
ইউরোপীয়ান দেশগুলোর, মূলত অর্থনৈতিক সহযোগিতার জোট- EU
ইউরোপিয়ান জোটগুলোর মধ্যে সর্ববৃহৎ অর্থনৈতিক জোট- ইউরোপিয়ান ইউনিয়ন(EU)।
EU এর পূর্ব নাম- EC (EEC)
EU প্রতিষ্ঠিত হয়- ১ নভেম্বর, ১৯৯৩ সালে
EU প্রতিষ্ঠাকালীন সদস্য- ১৫ টি
♦EU এর বর্তমান সদস্য- ২৭ টি
EU এর সদর দপ্তর- ব্রাসেলস(বেলজিয়াম)
ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর- জার্মানির ফ্রাঙ্কফুটে
ইউরোপীয় পার্লামেন্ট অবস্থিত- স্টাসবার্গে (ফ্রান্স) এবং ব্রাসেলস (বেলজিয়াম)
EU এর বর্তমান প্রেসিডেন্ট-
ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট-
ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট-
ইউরো মূদ্রার জনক- রবার্ট ম্যান্ডেল
ইউরো মুদ্রা বাজারে আসে- ২০০২ সালে
♦বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) :
বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়- ১ জানুয়ারি, ১৯৯৫
♦সদস্য সংখ্যা- ১৬৪(সর্বশেষ-আফগানিস্তান)
সদর দপ্তর- জেনেভা
পূর্বনাম/পূর্ব স্বত্ত্বা- GATT (General Agreement on Tariffs and Trade)
(মূলত GATT ছিল একটি বাণিজ্য চুক্তি; পরবর্তীতে UN র কোন বাণিজ্য সংস্থা কার্যকর না হতে পারায় এটিকেই আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা হিসেবে রূপদান করে বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization) নাম দেয়া হয় ।)
GATT প্রতিষ্ঠিত হয়- ১৯৪৭ সালে
GATT বিলুপ্ত ঘোষণা করা হয়- ১৯৯৩ সালে
বাংলাদেশ GATT স্বাক্ষর করে- ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে
সর্বশেষ সদস্য- কেপ ভার্দে (২৩ জুলাই ২০০৮) (ইউক্রেন সদস্য হয় ১৬ মে ২০০৮ সালে)
♦বিশ্বব্যাংক (World Bank)
বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়- ১৯৪৫ সালে
বিশ্বব্যাংকের সদরদপ্তর- ওয়াশিংটন ডিসি (সকল সংস্থার সদর দপ্তরও ওয়াশিংটন ডিসিতে)
বিশ্বব্যাংকের বর্তমান সদস্য- ১৮৭
♦বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট-
♦বিশ্বব্যাংকের গঠিত হয়- ব্রিটন উডস চুক্তির মাধ্যমে
বিশ্বব্যাংকের মূল সংস্থা- ৫টি;
♦ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকন্স্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট (International Bank for Reconstruction and Development) (IBRD)
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
♦ (International Development Association) (IDA)
♦ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (International Finance Corporation) (IFC)
♦মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (Multilateral Investment Guarantee Agency) (MIGA)
♦ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস (International Centre for Settlement of Investment Disputes) (ICSID)
♦♦♦বিশ্বব্যাংক বলতে মূলত IBRD ও IDA কে বোঝানো হয় (সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ IBRD; পরীক্ষায় আসলে IBRD উত্তর করতে হবে)
♦ জাতিসংঘের সদস্য না হয়েও বিশ্বব্যাংকের সদস্য- কসোভো
♦ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকন্স্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট (IBRD)
সদস্য রাষ্ট্র- ১৮৯(সর্বশেষ -নাউরু)
সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি
♦ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (IDA)
সদস্য রাষ্ট্র- ১৭৩( সর্বশেষ -রোমানিয়া)
সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি
ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (IFC)
সদস্য রাষ্ট্র- ১৮৪(দক্ষিণ সুদান-সর্বশেষ)
সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি
♦মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA)
সদস্য রাষ্ট্র-
সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি
♦ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ICSID)
সদস্য রাষ্ট্র-
সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি
♦এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
ADB প্রতিষ্ঠিত হয়- ১৯৬৬ সালে
ADB এর বর্তমান সদস্য- ৬৮ টি(সর্বশেষ-জর্জিয়া)
ADB এর সদর দপ্তর- ম্যানিলা
পুনঃনির্বাচিত প্রেসিডেন্ট- হারাহিকো কুরোদা (৮ম)

BIMSTEC
BIMSTEC এর পূর্ণ নাম- Bay of Bengal Initiative for Multi-Sector Technical and Economic Cooperation
BIMSTEC গঠিত হয়- ৬ জুন, ১৯৯৭ সালে
সদস্য-১৫টি (সর্বশেষ -ফিজি)।
BIMSTEC এর পূর্বনাম- BISTEC
BIMSTEC এর সদর দপ্তর- গুলসান,ঢাকা
BISTEC এর নাম BIMSTEC হয় যে দেশ যোগ দেয়ার পরে- মায়ানমার
BIMSTEC এর সদস্য- বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, ভূটান, নেপাল (৭টা)
বর্তমান চেয়ারম্যান রাষ্ট্র- মায়ানমার

আসিয়ান (ASEAN)
পূর্ণ নাম- Association of Southeast Asian Naions
সদর দপ্তর- জাকার্তা
বর্তমান সদস্য- ১০ টি
সিরডাপ (CIRDAP)
CIRDAP প্রতিষ্ঠিত হয়- ১৯৭৯
CIRDAP এর সদস্য- ১৫ টি
CIRDAP এর সর্বশেষ সদস্য- ফিজি (জুন ২০১০)
CIRDAP এর সদর দপ্তর- ঢাকা
CIRDAP এর পূর্ণনাম- Centre on Integrated Rural Development for Asia and the Pacific

জাতিসংঘের অঙ্গসংগঠন
আন্তর্জাতিক শ্রম সংস্থা (International Labour Organisation)
জাতিসংঘের শ্রম বিষয়ক সংস্থা
প্রতিষ্ঠা- ১৯১৯ সালে(সদস্য -১৮৭)
সদর দপ্তর- জেনেভা
জাতিসংঘ পরিবেশবাদী সংস্থা (IPCC)
এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক অঙ্গ সংগঠন
IPCC এর পূর্ণ রূপ- Inter Governmental Panel on Climate Change.
প্রতিষ্ঠাকাল- ১৯৮৮
নির্বাহী প্রধান-
নোবেল পুরস্কার লাভ- ২০০৭ সাল
সামরিক জোট
NATO-র পূর্ণরূপ- North Atlantic Treaty Organization
প্রতিষ্ঠিত হয়- ১৯৪৯ সালে
বর্তমান সদস্য- ৩০টি(সর্বশেষ -
সদর দপ্তর- ব্রাসেলস
১৯৬৬ সালের আগ পর্যন্ত NATO-র সদর দপ্তর ছিল- প্যারিসে
ইন্টারপোল (INTERPOL)
পুলিশের আন্তর্জাতিক সংগঠন
পূর্ণরূপ- International Criminal Police Organization
প্রতিষ্ঠিত হয়- ১৯২৩ সালে
প্রাথমিক সদস্য- ৫০টি
বর্তমান সদস্য- ১৮৮টি
সদর দপ্তর- প্যারিসের লিঁও
বাংলাদেশ সদস্যপদ লাভ করে- ১৯৭৬ সালে
International Criminal Police Commission থেকে International Criminal Police Organization হয়- ১৯৫৬ সালে
বিলুপ্ত হয়ে যাওয়া সামরিক জোটসমূহ- WARSAW PACT, SEATO, CENTO
বিভিন্ন সংস্থা, জোট ও সংগঠনের প্রতিষ্ঠাসালঃ
১৮৬৬-Red Cross
১৯০৫-Rottery Int’l
১৯১৯-ILO (+২য় ভার্সাই চুক্তি)
১৯২৩-INTERPOL
১৯৪৫-UN, UNESCO, IMF, আরব লীগ, WB, FAO
১৯৪৮-WHO (+মানবাধিকার চুক্তি)
১৯৪৯-COMMONWEALTH, NATO (+জেনেভা কনভেনশন)
১৯৫৩-UNICEF
১৯৫৫-WARSHAW PACT (বিলুপ্তি- ১৯৯১)
১৯৬০-OPEC, IDA
১৯৬১-NAM, Amnesty Int’l
১৯৬৩-OAU(পরে AU, ২০০২ সালে)
১৯৬৬-ADB (+তাসখন্দ চুক্তি)
১৯৬৭-ASEAN
১৯৬৯-OIC
১৯৭৩-IDB (+প্যারিস চুক্তি)
১৯৮৫-SAARC
১৯৯৫-WTO, EU(ম্যাসট্রিক্ট চুক্তি- ১৯৯২) (+ডেটন চুক্তি)
১৯৯৭-BIMSTEC, D-8 (+শান্তিচুক্তি, কিয়োটো, অটোয়া চুক্তি)
২০০২-AU(পূর্বে- OAU)
বাংলাদেশের সদস্যপদ লাভঃ
১৯৭২-COMMONWEALTH (৩২), IMF
১৯৭৪-UN (১৩৬), OIC
১৯৭৬-INTERPOL
১৯৮০-WOA (World Olympic Assoc.)
১৯৯৫-WTO

No comments