বাংলা সাহিত্য
বাংলা_সাহিত্য:(সবার আগে তথ্য পেতে শেয়ার করে
রাখুন)
১। শালবন বিহার কোথায় অবস্থিত? [৩৩ তম প্রিলিমিনারি] [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ কুমিল্লা জেলার ময়নামতি ও লালমাই পাহাড়ের মাঝখানে অবস্থিত।
২।
উত্তরা গণভবন কোথায় অবস্থিত? [১৯ তম প্রিলিমিনারি] [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ নাটোরের দিঘাপাতিয়া নামক স্থানে অবস্থিত।
উত্তরঃ নাটোরের দিঘাপাতিয়া নামক স্থানে অবস্থিত।
৩।
পাহাড়তলী কী জন্য বিখ্যাত? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ রেলের ইঞ্জিন ও বগি মেরামতের জন্য। এটি চট্টগ্রামে অবস্থিত।
উত্তরঃ রেলের ইঞ্জিন ও বগি মেরামতের জন্য। এটি চট্টগ্রামে অবস্থিত।
৪।
সন্তোষ কী জন্য বিখ্যাত? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ কাগমারী সম্মেলন এখানে
অনুষ্ঠিত হয়। এটি টাঙ্গাইলে অবস্থিত।
৫।
‘শেষের কবিতা’ কে লিখেছেন? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর। এটি একটি কাব্যধর্মী উপন্যাস।
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর। এটি একটি কাব্যধর্মী উপন্যাস।
৬।
’ব্যাথার দান’ কে লিখেছেন? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ কাজী নজরুল ইসলাম। এটি একটি গল্পগ্রন্থ।
উত্তরঃ কাজী নজরুল ইসলাম। এটি একটি গল্পগ্রন্থ।
৭।
জাতীয় ‘সংহতি দিবস’ কবে? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ ৭ নভেম্বর
উত্তরঃ ৭ নভেম্বর
৮।
জাতীয় ‘শোক দিবস’ কবে? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৫ আগস্ট।
৯।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কখন স্থাপিত হয়? [১০, ১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৬ জুলাই ১৯৫৩ সালে।
উত্তরঃ ৬ জুলাই ১৯৫৩ সালে।
১০।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কখন স্থাপিত হয়? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৬১ সালে।
উত্তরঃ ১৯৬১ সালে।
১১।
চন্দ্রঘোনা কাগজের কলে কোন প্রধান কাঁচামাল ব্যবহৃত হয়? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ বাঁশ ও কাঠ।
উত্তরঃ বাঁশ ও কাঠ।
১২।
পাকশী কাগজের কলে কোন প্রধান কাঁচামাল ব্যবহৃত হয়? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ আখের ছোবরা।
উত্তরঃ আখের ছোবরা।
১৩।
গারো উপজাতীয়রা কোথায় বসবাস করে? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ ময়মনসিংহে।
উত্তরঃ ময়মনসিংহে।
১৪।
খাসিয়া উপজাতীয়রা কোথায় বসবাস করে? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ সিলেটে।
উত্তরঃ সিলেটে।
১৫।
পিএটিসি এর প্রধানক কর্মকর্তাকে কী বল হয়? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ রেকটর।
উত্তরঃ রেকটর।
১৬।
বাংলাদেশ স্কাউটস এর প্রধান কর্মকর্তাকে কী বলা হয়? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ কমিশনার।
উত্তরঃ কমিশনার।
১৭।
বাংলাদেশ বিমান সংস্থার নিয়ন্ত্রনকারী মন্ত্রণালয়ের নাম কী? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ বেসামরিক বিমান ও পর্য্টন মন্ত্রণালয়
উত্তরঃ বেসামরিক বিমান ও পর্য্টন মন্ত্রণালয়
১৮।
চিনি ও খাদ্য সংস্থা কোন মন্ত্রণালয়ের অধিনে? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ শিল্প মন্ত্রণালয়।
উত্তরঃ শিল্প মন্ত্রণালয়।
১৯।
মুঘলরা ঢাকা শহরের নাম কী দেয়? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ জাহাঙ্গীরনগর
উত্তরঃ জাহাঙ্গীরনগর
২০।
মুঘলরা চট্টগ্রামের কী নাম দেয়? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ ইসলামাবাদ।
উত্তরঃ ইসলামাবাদ।
২১।
BIISS এর পূর্ণরূপ কী? [১০ম বিসিএস লিখিত] উত্তরঃ Bangladesh Institute of
International and Strategic Studies.
২২।
BIRDEM এর পূর্ণরূপ কী? [১০ম বিসিএস লিখিত]
উত্তরঃ Bangladesh Institute of Research and Rehabilitation in Diabetic Endocrine and Metabolic Disorder.
উত্তরঃ Bangladesh Institute of Research and Rehabilitation in Diabetic Endocrine and Metabolic Disorder.
২৩।
বাংলাদেশে বর্তমানে মেডিকেল কলেজ কয়টি? [১০, ১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৮৩ টি। ২৯টি সরকারি এবং ৫৪ টি বেসরকারি।( এটির আপডেট লাগবে)
উত্তরঃ ৮৩ টি। ২৯টি সরকারি এবং ৫৪ টি বেসরকারি।( এটির আপডেট লাগবে)
২৪।
বাংলাদেশে বর্তমানে ক্যাডেট কলেজ কয়টি? [১০, ১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১২ টি।
উত্তরঃ ১২ টি।
২৫।
’হারমণি’ লোকসাহিত্য সংকলনগ্রন্থের লেখক কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মুহম্মদ মনসুর উদ্দীন
উত্তরঃ মুহম্মদ মনসুর উদ্দীন
২৬।
বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন।
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন।
২৭।
জয়দেবের কাব্যের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গীতগোবিন্দ।
উত্তরঃ গীতগোবিন্দ।
২৮।
শিল্প ও সাহিত্যের কোন শাখায় হুমায়ূন আহমেদ বিখ্যাত ছিলেন? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ উপন্যাসে
উত্তরঃ উপন্যাসে
২৯।
শিল্প ও সাহিত্যের কোন শাখায় এসএম সুলতান বিখ্যাত ছিলেন? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চিত্রকলায়।
উত্তরঃ চিত্রকলায়।
৩০।
‘দুরন্ত’ এর ভাস্কর কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রাশা।
উত্তরঃ রাশা।
৩১।
‘জননী’ এর ভাস্কর কে? [১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ ভিনসেন্ট ভ্যানগগ।
৩২।
‘হাজার বছর ধরে’ উপন্যাসের রচয়িতা কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জহির রায়হান
উত্তরঃ জহির রায়হান
৩৩।
‘অশ্রুমালা’ এর রচয়িতা কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কায়কোবাদ।
উত্তরঃ কায়কোবাদ।
৩৪।সর্বপ্রথম
কোন দেশ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? [১১তম বিসিএস লিখিত]
উত্তরঃভুটান আগে তারপর ভারত। (৬ ডিসেম্বর)।
৩৫।
বাংলাদেশ কখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে।
উত্তরঃ ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে।
৩৬।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য্ কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ স্যার এ এফ রহমান।
উত্তরঃ স্যার এ এফ রহমান।
৩৭।
ঢাকার বিখ্যাত তাঁরা মসজিদের নির্মাতা কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মির্জা আহমেদ খান।
উত্তরঃ মির্জা আহমেদ খান।
৩৮।
ঢাকার বড় কাটারার নির্মাতা কে? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শাহ সুজা।
উত্তরঃ শাহ সুজা।
৩৯।
শাহ সুলতান বলখীর মাজার কোথায়? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বগুড়ার মহাস্থানগড়ে।
উত্তরঃ বগুড়ার মহাস্থানগড়ে।
৪০।
বাবা আদম শহীদের মাজার কোথায়? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বগুড়ার আদমদীঘিতে।
উত্তরঃ বগুড়ার আদমদীঘিতে।
৪১।
আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রাঙ্গামাটি।
উত্তরঃ রাঙ্গামাটি।
৪২।
আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নারায়নগঞ্জ।
উত্তরঃ নারায়নগঞ্জ।
৪৩।
বাংলাদেশে নদীভিক্তিক থানা কয়টি? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১০ টি।( আপডেট লাগবে
উত্তরঃ ১০ টি।( আপডেট লাগবে
৪৪।
‘শেষের কবিতা’ কোন শ্রেণির সাহিত্যকর্ম? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কাব্যধর্মী উপন্যাস।
উত্তরঃ কাব্যধর্মী উপন্যাস।
৪৫।
‘কালের কলস’ কোন শ্রেণির সাহিত্যকর্ম? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কাব্যগ্রন্থ। লেখক আল মাহমুদ।
উত্তরঃ কাব্যগ্রন্থ। লেখক আল মাহমুদ।
৪৬।
জসীমউদদীন ব্যাতীত অন্য কোন দু’জন কবির কবিতায় বাংলার গ্রামজীবনের চিত্র রূপায়িত
হয়েছে? উত্তরঃ জীবনানন্দ দাস ও বন্দে আলী মিয়া।
৪৭।
‘পদ্মাবতী’র রচয়িতা কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল, পদ্মাবতী নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, পদ্মাবতী সমালোচনামূলক গ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান।
উত্তরঃ পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল, পদ্মাবতী নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, পদ্মাবতী সমালোচনামূলক গ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান।
৪৮।
‘জমিদার দর্পণ’ নাটকের রচয়িতা কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মশাররফ হোসেন।
উত্তরঃ মীর মশাররফ হোসেন।
৪৯।
বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থাপতি কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ মইনুল হোসেন।
উত্তরঃ সৈয়দ মইনুল হোসেন।
৫০।
পাকিস্থান কখন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? [১৩ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ ২৩ সেপ্টেম্বর ১৯৭৪।
উত্তরঃ ২৩ সেপ্টেম্বর ১৯৭৪।
৫১।
ঢাকা বিশ্ববিদ্যালযের প্রথম উপাচার্যের নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ স্যার পি. জে. হার্টজ।
উত্তরঃ স্যার পি. জে. হার্টজ।
৫২।
কার্জন হল কখন নির্মিত হয়? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯০৪ সালের ১৯ ফেব্রুয়ারি।
উত্তরঃ ১৯০৪ সালের ১৯ ফেব্রুয়ারি।
৫৩।
ময়নামতি কেন বিখ্যাত? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্রাচীন বৌদ্ধসভ্যতার জন্য।
উত্তরঃ প্রাচীন বৌদ্ধসভ্যতার জন্য।
৫৪।
১৯০৫ সালে ঢাকাকে রাজধানী করে যে নতুন প্রদেশ গঠিত হয় তার নাম কী? [১৩ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ পূর্ব বঙ্গ ও আসাম।
উত্তরঃ পূর্ব বঙ্গ ও আসাম।
৫৫।
নতুন প্রদেশ পূর্ববঙ্গ ও আসামের প্রাদেশিক গভর্নর কে ছিলেন? [১৩ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ স্যার ব্যামফিল্ড ফুলার। (তখন সমগ্র ভারেতর গভর্নর ছিলেন—লর্ড কার্জন)
উত্তরঃ স্যার ব্যামফিল্ড ফুলার। (তখন সমগ্র ভারেতর গভর্নর ছিলেন—লর্ড কার্জন)
৫৬।
বাংলাদেশের প্রধান দু’টি রপ্তানিপণের নাম কী কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তৈরি পোশাক ও পাট।
উত্তরঃ তৈরি পোশাক ও পাট।
৫৭।
বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে? [৩৭ তম প্রিলি] [১৩ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ চীন।
উত্তরঃ চীন।
৫৮।
বাংলাদেশের মৃত্তিকাকে কয় ভাগে ভাগ করা যেতে পারে? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৪ ভাগে।
উত্তরঃ ৪ ভাগে।
৫৯।
বাংলাদেশের জাতীয় স্মৃতিস্থম্ভ কয়টি? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫ টি।
উত্তরঃ ৫ টি।
৬০।
কোন কোন পানিতে গলদা এবং বাগদা চিংড়ি চাষ করতে হয়? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ স্বাদু ও স্বচ্ছ পানিতে গলদা চিংড়ি এবং লবণাক্ত পানিতে বাগদা চিংড়ি চাষ কর হয়।
উত্তরঃ স্বাদু ও স্বচ্ছ পানিতে গলদা চিংড়ি এবং লবণাক্ত পানিতে বাগদা চিংড়ি চাষ কর হয়।
৬১।
বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস কয়টি? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১০ টি।
উত্তরঃ ১০ টি।
৬২।
বাংলাদেশে মোট কত মাইল সমুদ্র উপকূল রয়েছে? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৪৫০ মাইল। (৭২৪ কি. মি.) ।
উত্তরঃ ৪৫০ মাইল। (৭২৪ কি. মি.) ।
৬৩।
সুন্দরবনের মোট আয়তন কত? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৬০১৭ বর্গ কি. মি.।
উত্তরঃ ৬০১৭ বর্গ কি. মি.।
৬৪।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ড. মুহম্মদ ইউনূস।
উত্তরঃ ড. মুহম্মদ ইউনূস।
৬৫।
বাংলাদেশের কোথায় সাদা মাটি পাওয়া যায়? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বাংলাদেশের নেত্রকোনা জেলার বিজয়পুরে সাদা মাটি পাওয়া যায়।
উত্তরঃ বাংলাদেশের নেত্রকোনা জেলার বিজয়পুরে সাদা মাটি পাওয়া যায়।
৬৬।
জুটন কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ৭০ ভাগ পাট ও ৩০ ভাগ তুলার মিশ্রণে তৈরি কাপর। (আবিষ্কারক মুহম্মদ সিদ্দিকুল্লাহ)
উত্তরঃ৭০ ভাগ পাট ও ৩০ ভাগ তুলার মিশ্রণে তৈরি কাপর। (আবিষ্কারক মুহম্মদ সিদ্দিকুল্লাহ)
৬৭।
ইরাটম কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইরাটম এক ধরনের ধান।
উত্তরঃ ইরাটম এক ধরনের ধান।
৬৮।
বাংলাদেশে কত সালে কোন স্থানে প্রথম চায়ের চাষ শুরু হয়? [১৫ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়ায়।
উত্তরঃ ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়ায়।
৬৯।
বাংলাদেশের জাতীয় প্রতীক কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ উভয়পাশে ধানের শীষ বেষ্ঠিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, এর উপর পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয়পাশে দুটি করে তারকা।
উত্তরঃ উভয়পাশে ধানের শীষ বেষ্ঠিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, এর উপর পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয়পাশে দুটি করে তারকা।
৭০।
মধুপুর গড় কোন কোন জেলায় রয়েছে? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়
উত্তরঃ টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়
No comments