Breaking News

এক নজরে বাংলাদেশের আইনসভা







 এক নজরে বাংলাদেশের আইনসভা

Image result for বাংলাদেশ বিষয়াবলী
বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ।
ইংরেজি নাম House of the Nation.
জাতীয় সংসদের প্রতীক শাপলা।
বর্তমান সর্বমোট আসন সংখ্যা ৩৫০টি।
সংরক্ষিত মহিলা আসন ৫০টি।
সরাসরি ভোটে নির্বাচিত আসন ৩০০টি।
জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর।
সংসদ অধিবেশন আহ্বান, ভঙ্গ ও স্থগিত করতে পারেন রাষ্ট্রপতি।
জাতীয় সংসদের সভাপতি স্পিকার।
প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদ উল্ল্যাহ।
প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল না ৪র্থ সংসদে।
কাস্টিং ভোট স্পিকারের ভোট।


অধ্যাদেশ রাষ্ট্রপতি নিজে যে আইন জারি করেন।


সরকারি বিল মন্ত্রীরা যে বিল উত্থাপন করেন।
বেসরকারি বিল সংসদ সদস্যরা যে বিল উত্থাপন করেন।
ফ্লোর ক্রসিং অন্য দলে যোগদান কিংবা নিজ দলের বিপক্ষে ভোট দান।
বাংলাদেশের সরকার সংসদীয় পদ্ধতির।
সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি



No comments