Breaking News

জাতিসংঘের ৭৩তম অধিবেশন এর খুঁটিনাটি তথ্য জেনে নিন



✅জাতিসংঘের ৭৩তম অধিবেশন এর খুঁটিনাটিঃ

✅জাতিসংঘ (UNITED NATIONS) সম্পর্কিত ৫০ টি প্রশ্নঃ
✅The Best FIFA Football Awards™ 2018

✅জাতিসংঘের ৭৩তম অধিবেশন:
Starts: 18 September – 5 October 2018
location: New York City, US

✅ মঙ্গলবার ( ১৮ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশন।
 এতে সভাপতিত্ব করেন ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফের্নান্দা ইসপিনোসা গার্সিস। ইসপিনোসা ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রথম এবং বিশ্বের চতুর্থ নারী যিনি বিশ্ব সংস্থাটির সভাপতির আসন অলংকৃত করছেন।
 ২৫ সেপ্টেম্বর ২০১৮ জাতিসংঘের সদর দপ্তরে ম্যান্ডেলার ভাস্কর্য উন্মোচিত: নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে তাঁর ভাস্কর্য উন্মোচিত হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার ম্যান্ডেলার প্রতিকৃতি উন্মোচন করেছেন। ম্যান্ডেলার সম্মানে শান্তি সম্মেলনের আয়োজন করে জাতিসংঘ। এরপর শুরু হয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। শান্তি সম্মেলনে সাধারণ পরিষদের প্রেসিডেন্ট মারিয়া ফার্নান্দা এসপিনোসা বলেন, ম্যান্ডেলার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা হিসেবেই জাতিসংঘের এ আয়োজন।
✅এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল প্রতিপাদ্য বা Theme হচ্ছে “Making the United Nations relevant to all people: global leadership and shared responsibilities for peaceful, equitable and sustainable societies”(এবারের ৭৩তম সাধারণ পরিষদের মূল প্রতিপাদ্য ‘শান্তি, ন্যায় প্রতিষ্ঠা এবং টেকসই সমাজ ব্যবস্থার জন্য বিশ্ব নেতৃত্বের দায়িত্ব ভাগাভাগির মাধ্যমে জাতিসংঘকে সকল মানুষের কাছে প্রাসঙ্গিক করে তোলা’।)
 ৭৩তম অধিবেশন ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে
 ২৭ সেপ্টেম্বর বাংলায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
 ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের উদ্যোগে বিশ্বের মাদক সমস্যা নিয়ে একটি শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প
 জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রেস সেক্রেটারী নূর এলাহী
 জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিঃ মাসুদ বিন মোবেন


✅এবারের অধিবেশনের বৈঠকসমূহঃ
• জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাসের সভাপতিত্বে ২৪ সেপ্টেম্বর নেলসন ম্যান্ডেলা পিচ সামিট এবং ফাইন্যান্সিং দ্য-২০৩০ অ্যাজেন্ডা ফর সাসটেইন্যাবল ডেভলপমেন্ট নামে দুটি বৈঠক অনুষ্ঠিত হবে।
• সাধারণ পরিষদের সভাপতির পরিচালনায় ২৫ সেপ্টেম্বর অ্যাকসন ফর পিস কিপিং বৈঠক অনুষ্ঠিত হবে।
• ২৬ সেপ্টেম্বর দ্য ফ্লাইট টু এন্ড টিউবারকিউলোসিস এবং ২৬ সেপ্টেম্বর কমপ্রিহেনসিভ রিভিউ অব দ্য প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অব নন-কমিউনিকেবল ডিজিজ নামে তিনটি বৈঠকে অংশ নেবেন বিশ্ব নেতারা।
✅জাতিসংঘের অধিবেশন চলাকালে দুটি পুরস্কার গ্রহণ করবেন শেখ হাসিনাঃ


 গ্লোবাল নিউজ এজেন্সি ইন্টার প্রেস সার্ভিস (আইপিএস) রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের জন্য তাঁকে সংগঠনটির পক্ষ থেকে তার অত্যন্ত মর্যাদাশীল ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করবে।
 তা ছাড়া গ্লোবাল হোপ কোয়ালিশন তাঁকে ‘২০১৮ স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করবে।
✅জাতিসংঘের অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূলত: যে সব বিষয়ে অংশ নিচ্ছেন, সেগুলো হলঃ
ক. রোহিঙ্গা বিষয়ক; খ. উন্নয়ন বিষয়ক, বিশেষত: শিক্ষা ও নারী অধিকার; গ. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা; ঘ. জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা;
✅জাতিসংঘ (UNITED NATIONS) সম্পর্কিত ৫০ টি প্রশ্নের উত্তর জেনে নিন।
১. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?—

উত্তরঃ-মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
২. জাতিসংঘ এর নামকরণ করেন কে?—
উত্তরঃ-মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
৩. জাতিসংঘের নামকরণ করা হয় কবে?—
উত্তরঃ-১ জানুয়ারি, ১৯৪২।
৪. জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে?
উত্তরঃ-মহাসচিব।
৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ-নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র
৬. জাতিসংঘের ইউরোপীয় র্কাযালয় কোথায়?
উত্তরঃ-জেনেভা,সুইজারল্যান্ড।
৭. জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন?
উত্তরঃ-জন ডি রকফেলার জুনিয়র।
৮.জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি—
উত্তরঃ-ডব্লিউ হ্যারিসন।
৯.জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে —
উত্তরঃ-২৬জুন,১৯৪৫ সালে।
১০. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে—
উত্তরঃ-২৪ অক্টোবর, ১৯৪৫।
১১.জাতিসংঘের সনদের রচয়িতা—
উত্তরঃ-আর্চিবাল্ড ম্যাকলেইশ (Archibald Macleish)।
১২.প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয়—
উত্তরঃ-২৪শে অক্টোবর।
১৩. জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য?
উত্তরঃ-সাধারণ পরিষদের।
১৪. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে
উত্তরঃ-সভাপতি।
১৫. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তরঃ-লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।
১৬. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়?
উত্তরঃ-১ বছরের জন্য।
১৭. জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয়?
উত্তরঃ-সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
১৮. নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রের মোট সংখ্যা কত?
উত্তরঃ-১৫টি।
১৯. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কতটি?
উত্তরঃ-৫টি ( চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।
২০. নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদরদপ্তরের ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়?
উত্তরঃ-২বার।
২১. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়?


উত্তরঃ-২ বছরের জন্য।
২২. নিরাপত্তা পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়?
উত্তরঃ-১ মাসের জন্য।
২৩. নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির
প্রয়োজন হয়?
উত্তরঃ-৯টি(৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ অতিরিক্ত ৪টি সদস্য রাষ্ট্রের)।
২৪. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণ

No comments