Breaking News

BCS Model Question

বিসিএস স্পেশাল টেস্ট-১৩ বিষয়ঃ বাংলা সাহিত্য ১.কোনটি বাংলাদেশের তথা ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র ? ক.সমাচার দর্পণ খ.বেঙ্গল গেজেট গ.দিগদর্শন ঘ.গ্রামবার্তা প্রবেশিকা ২.কৃত্তিবাস ওঝা যাঁর ছদ্মনাম- ক.দস্যু রত্নাকর খ.সৈয়দ মুজতবা আলী গ.মোহিতলাল মজুমদার ঘ.তারাদাস ৩.বিখ্যাত 'প্রবাসী' পত্রিকার সম্পাদক ছিলেন- ক.দ্বিজেন্দ্রনাথ ঠাকুর খ.জলধর সেন গ.অমূল্যনিধি গুপ্ত ঘ.রামানন্দ চট্টোপাধ্যায় ৪.বিখ্যাত সাহিত্যপত্র 'বঙ্গদর্শন' পত্রিকা প্রথম প্রকাশিত হয়- ক.১৮৪৩ সালে খ.১৮৫৪ সালে গ.১৮৫৫ সালে ঘ.১৮৭২ সালে ৫.'বাংলার মিল্টন' নামে খ্যাত- ক.সুভাষ মুখোপাধ্যায় খ.হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় গ.রঙ্গোলাল বন্দ্যোপাধ্যায় ঘ.মাইকেল মধুসূদন দত্ত ৬.রবীন্দ্র বিরোধিতার নাম করে একদল তরুণ লেখক গোষ্ঠীর সমাবেশ ঘটেছিল যে পত্রিকাকে কেন্দ্র করে- ক.শনিবারের চিঠি খ.শিখা গ.কল্লোল ঘ.প্রবাসী ৭.'ছান্দসিক কবি' যাঁর উপাধি- ক.আব্দুল কাদির খ.সত্যেন্দ্রনাথ দত্ত গ.কৃষ্ণচন্দ্র মজুমদার ঘ.কায়কোবাদ ৮.শেখ আবদুর রহিমের সম্পাদনায় যে পত্রিকাটি প্রকাশিত হতো- ক.কোহিনূর খ.বাসনা গ.মিহির ঘ.সংবাদ কৌমুদী ৯.অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম- ক.নীহারিকা দেবী খ.অনিলা দেবী গ.জরাসন্ধ ঘ.অবধূত ১০.'বাংলার স্কট' নামে খ্যাত- ক.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ.ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় গ.মীর মশাররফ হোসেন ঘ.সুধীন্দ্রনাথ দত্ত ১১.মুসলমান সম্পাদিত প্রথম সাময়িক পত্র- ক.সমাচার সভারাজেন্দ্র খ.সুধাকর গ.ইসলাম প্রচারক ঘ.আল-এসলাম ১২.'তত্ত্ববোধিনী' পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন- ক.রাজা রামমোহন রায় খ.অক্ষয়কুমার দত্ত গ.দেবেন্দ্রনাথ ঠাকুর ঘ.দ্বারকানাথ ঠাকুর ১৩.নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম- ক.সুনন্দ খ.হায়াত মামুদ গ.যুবনাশ্ব ঘ.পদাতিকের কবি ১৪.শেখ ফজলল করিম সম্পাদিত পত্রিকার নাম- ক.নবনূর খ.লহরী গ.বাসনা ঘ.হাফেজ ১৫.প্রথম বাংলা সাময়িক পত্র- ক.সংবাদ প্রভাকর খ.মিরাতুল আকবর গ.সমাচার দর্পণ ঘ.দিগদর্শন ১৬.ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা- ক.প্রগতি খ.বঙ্গদূত গ.বঙ্গশ্রী ঘ.বঙ্গবাসী ১৭.বাংলা ভাষার প্রথম দৈনিক 'সংবাদ প্রভাকর' দৈনিক পত্রিকা রূপে আত্মপ্রকাশ করে- ক.১৮৩১ সালে খ.১৮৩৯ সালে গ.১৮৪৩ সালে ঘ.১৮৭২ সালে ১৮.বাংলায় প্রথম সচিত্র মাসিক পত্রিকার নাম- ক.সংবাদ প্রভাকর খ.তত্ত্ববোধিনী গ.বিচিত্রা ঘ.বিবিধার্থ সংগ্রহ ১৯.বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশ করে- ক.উইকিপিডিয়া খ.বাংলাপিডিয়া গ.শনিবারের চিঠি ঘ.পূর্বাশা ২০.কল্লোল গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন না- ক.সত্যেন্দ্রনাথ দত্ত খ.মানিক বন্দ্যোপাধ্যায় গ.কাজী নজরুল ইসলাম ঘ.প্রেমেন্দ্র মিত্র নিজেকে যাচাই করুন।তারপর নিচের উত্তরের সাথে মিলিয়ে নিন। উত্তরমালা(স্পেশাল টেস্ট-১৩): ১.খ ২.গ ৩.ঘ ৪.ঘ ৫.খ ৬.গ ৭.ক ৮.গ ৯.ক ১০.ক ১১.ক ১২.গ ১৩.ক ১৪.গ ১৫.ঘ ১৬.ক ১৭.খ ১৮.ঘ ১৯.খ ২০.ক

No comments