Breaking News

বিসিএস প্রস্তুতিঃ ৬ দফা সম্পর্কিত সকল তথ্য দেওয়া হল (অবশ্যই কমন আসবে)

আশাকরি এর বাইরে প্রিলিতে প্রশ্ন আসবে না।। টানা মুখস্থ করে গিলে ফেলুন যাতে স্বপ্নেও পড়তে পারেন।তথ্য গুলা গুছিয়ে দিলাম
১) ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুআরি বিরোধী দলের সম্মেলনে লাহোরে মোহাম্মদ আলীর বাসভবনে “৬ দফা” বঙ্গবন্ধু উত্থাপন করেন।।
২) ১৯৬৬ সালের ১১ ফেব্রুআরি লাহোরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, এটি বাঙালি জাতির মুক্তির সনদ।।
৩) ১৯৬৬ সালের ১৫ ফেব্রুয়ারি আইউব খান ছয়দফা প্রণয়ন কারীদের পাকিস্তানের শত্রু বলেন
৪) ১৯৬৬ সালের ২১শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর নামে ” আমাদের বাচার দাবি- ছয় দফা কর্মসূচি ” শিরোনামে পুস্তিকা বের হয়।।
৫) ১৯৬৬ সালের ১৩/১৮ মার্চ( দুই বইয়ে দুই রকম, দুটি তারিখ মনে রাখবেন) আওয়ামীলীগের কাউন্সিল অধিবেশন এ ছয় দফা অনুমোদিত হয়
৬) ১৯৬৬  সালের ২৩ মার্চ আনুষ্ঠানিক ভাবে ছয় দফা উত্থাপিত হয়।
৭) ছয়দফা দিবস= ৭ জুন
( ১৯৬৬  এর ৭ জুন ছয় দফা বাস্তবায়নের দাবিতে পুলিশ গুলি চালালে মনু মিয়া সহ ১১ জন শহীদ হন, তাই এই দিন ছয় দফা দিবস)
৮) ছয়দফা কে ম্যাগনাকার্টার সাথে তুলনা করা হয়েছে।।
৯) ছয় দফা নিম্নরুপ
ক) রাষ্ট্রের ধরন
খ)কেন্দ্রিয় সরকারের ক্ষমতা
গ) মুদ্রা সংক্রান্ত ক্ষমতা
ঘ) কর, শুল্ক, ধার্য ক্ষমতা
ঙ)আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষমতা
চ) আঞ্চলিক বাহিনী গঠন
এবার মুখস্থ করুন, আশাকরি প্রিলি- রিটেন দুই জায়গায় কাজে লাগবে।

No comments