Breaking News

বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

 ✬প্রশ্ন: সর্বাধিক পটাশিয়াম যুক্ত খাদ্য কোনটি ?

উত্তর: ডাব।

✬প্রশ্ন: মানবদেহে কতটি হাড় আছে ?
উত্তর: 206 টি।

✬প্রশ্ন: রক্ত জমাট বাঁধতে কোন ধাতুর আয়ন সাহায্য করে ?
উত্তর: ক্যালসিয়াম।

✬প্রশ্ন: বায়ু মন্ডলে কোন গ্যাসের পরিমাণ বেশি ?
উত্তর: নাইট্রোজেন।

✬প্রশ্ন: কোনটি ম্যানগ্রোভ বন ?
উত্তর: সুন্দরবন।

✬প্রশ্ন: গ্যালিলিও কি ?
উত্তর: পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।

✬প্রশ্ন: কার্পাস তুলা থেকে কোন তন্ত্রুটি পাওয়া যায় ?
উত্তর: অ্যাসবেসটস।

✬প্রশ্ন: বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কেন ?
উত্তর: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।

✬প্রশ্ন: গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু ?
উত্তর: ফাইলেরিয়া ক্রিমি।

No comments