Breaking News

বিসিএস প্রিলি এবং বিভিন্ন চাকরীর পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর (৬-১০ এখান থেকে কমন পাবেন)


✬ বাংলা উপন্যাস – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
✬ বাংলা সনেট – মাইকেল মধূ সূদন দত্ত
✬ আধুনিক বাংলা নাটক – মাইকেল মধূ সূদন দত্ত
✬ বাংলা গদ্য সাহিত্য – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✬ বাংলা ছোট গল্প – রবীন্দ্রনাথ ঠাকুর
✬ গদ্য ছন্দ – রবীন্দ্রনাথ ঠাকুর
✬ মুক্ত ছন্দ – কাজী নজরুল ইসলাম
✬ আধুনিক বাংলা কবিতা – জীবনান্দ দাশ
✬ চলিত রীতিতে গদ্যের জনক – প্রমথ চৌধুরী
.

ইংরেজি সাহিত্য
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ ইংরেজি উপন্যাস – হেনরি ফিল্ডিং
✬ ইংরেজি প্রবন্ধ ও গদ্য – ফ্রান্সিস বেকন
✬ ইংরেজি রূপকথা – হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন
✬ ইংরেজি ট্রাজেডি – ক্রিস্টোফার মারলো
✬ ইংরেজি সনেট – স্যার থমাস ওয়াট
✬ আধুনিক ইংরেজি কবিতা – জিওফ্রে চসার
✬ আধুনিক ইংরেজি সাহিত্য – জর্জ বার্নাডশ
.

বিশ্ব সাহিত্য সংস্কৃত
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ সনেট – পেত্রাক
✬ সায়েন্স ফিকশন – মেরি শ্যালি
✬ যাত্রা – ক্লাওডিও মন্টে ভারডি
✬ রুশ সাহিত্য – ম্যক্সিম গোরকি
✬ চলচিত্র – এডওয়ার্ড মিউব্রিজ ।
✬ বাংলাদেশ চলচিত্র – আব্দুল জব্বার খান
✬ আধুনিক নৃত্য – ইসাডেরা
✬ পশ্চিমা সঙ্গীত – জোহান সেবাস্তেন বস
✬ উপমহাদেশে সুরসঙ্গীত – ওস্তাদ আলাউদ্দিন খান
✬ রেনেসীয় চিত্রকলা – জিওট্টো
✬ আধুনিক কার্টুন – উইলিয়াম হোগারথ
✬ আধুনিক সার্কাস – ফিলিপ অ্যাস্টলে
.

গণিত
▔▔▔▔▔
✬ সংখ্যাতত্ত্ব – পিথাগোরাস
✬ গণনা – চার্লস ব্যাবেজ
✬ জ্যামিতি – ইউক্লিড
✬ বীজ গণিত ও অ্যালগারিদম –আল-খাওয়ারিজম
✬ ক্যালকুলাস – ভাসকরা
✬ ত্রিকোণমিতি – হিপ্পার চাস
✬ স্থিতিবিদ্যা – আর্কিমিডিস
✬ গতিবিদ্যা – গ্যালিলিও
.

পদার্থ বিদ্যা
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ পদার্থ বিদ্যা – আইজ্যাক নিউটন
✬ আধুনিক পদার্থ বিদ্যা – আলবার্ট আইনিস্টাইন
✬ পারমানবিক পদার্থ বিদ্যা – আরনেস্ট রাদারফোর্ড
✬ আলোক বিদ্যা – জগদীশ চন্দ্র বসু
✬ তেজস্ক্রিয়তা – হেনরি বেরকল
✬ পারমানবিক বোমা – যে রবার্ট ওপেনহাইমার
✬ হাইড্রোজেন বোমা – এডওয়ার্ড টেলার
✬ কোয়ান্টাম তত্ত্ব – ম্যাক্স প্ল্যাঙ্ক
✬ আপেক্ষিক তত্ত্ব – আলবার্ট আইনিস্টাইন
✬ টেলিফোন – আলেকজান্ডার গ্রাহাম
✬ বাষ্প ইঞ্জিন – থমাস নিউকোমেন
✬ মোটর গাড়ি – কার্ল বেঞ্জ
✬ আধুনিক টায়ার – জন বয়রড ডানলফ
✬ রেডিও – লি ডি ফরেস্ট
✬ আধুনিক টেলিভিশন – অ্যালেন বি ডুমেন্ট
✬ সেমি কন্ডাক্টর – জ্যাক কিলবি
✬ আধুনিক যোগাযোগ প্রযুক্তি – সাইরাস ফিল্ড
.

কম্পিউটার বিজ্ঞান
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ কম্পিউটার – চার্লস ব্যাবেজ
✬ আধুনিক কম্পিউটার বিজ্ঞান – এলান ম্যাথাসন
ডুরিং
✬ পার্সোনাল কম্পিউটার – আনড্রে থাই টুরং
✬ WWW (World Web Wide) – টিম বারনাস লি
✬ ই–মেইল – রে টমলিনসন
✬ ইন্টারনেট – ভিন্টন জি কারফ
✬ ইন্টারনেট সার্চ ইঞ্জিন – এলান এমটাজ
✬ ভিডিও গেমস – নোলেন বুশনেল
✬ অ্যানিমেশন – ওয়াল্ট জিডনি
✬ ভিজুয়েল বেসিক – এলান কুপার
✬ জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ – জেমস গসলিং
✬ উইকিপিডিয়া – জিমি ওয়েলস
.
রসায়ন বিদ্যা
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ রসায়ন বিদ্যা – জাবের ইবনে হাইয়ান
✬ আধুনিক রসায়ন বিদ্যা – অ্যান্টনি লরেন্ট
ল্যাভসেসিয়ে
✬ জৈব রসায়ন – ফ্রেডারিক উইলার
✬ পরমাণুবাদ – ডেমোক্রিটাস
✬ পর্যায় সারণি – দিমিত্রি মেন্ডেলিপ
.
জীব বিজ্ঞান
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ জীববিদ্যা ও প্রাণীবিদ্যা – এরিস্টটল
✬ উদ্ভিদ বিদ্যা – থিওফ্রাস্টাস
✬ বিবর্তন জীববিদ্যা – চার্লস ডারউইন
✬ জীবের নামকরণ বিদ্যা – ক্যারোলাস লিনিয়াস
✬ বংশগতি বিদ্যা – গ্রেগর জোহান মেন্ডেল
✬ রক্ত সংবহনবিদ্যা – উইলিয়াম হার্ডে
✬ আধুনিক কোষতত্ত্ব – সোয়ান ও হাইডেন
✬ রোগ জীবাণু তত্ত্ব – লুই পাস্তুর
✬ বাস্তু সংস্থান – উইজেন উডাম
✬ প্রাণ শক্তি – জে জে বার্জেলিয়াম
.
চিকিৎসা বিজ্ঞান
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ চিকিৎসা বিদ্যা ও ওষুদ – হিপক্রেটাস
✬ আধুনিক ওষুদ – ইবনে সিনা
✬ অ্যানাটমি – হেরোফিলাস
✬ আধুনিক সার্জারি – জাই ডি চাওলিয়েক
✬ প্লাস্টিক সার্জারি – সাসরুটা
✬ অস্থি সার্জারি – লরেন্স বলভেন
✬ হোমিও শাস্র – ডঃ স্যামুয়েল হ্যানিমেন
.

ভূগোল ও ইতিহাস
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ ভূগোল – ইরাটস স্থনিস
✬ খনিজ বিদ্যা – জর্জ এগ্রিকোলা
✬ আধুনিক ভূবিদ্যা – জেমস হ্যাটন
✬ আধুনিক জ্যোতির্বিদ্যা – গ্যালেলিও গ্যালিলি
✬ ইতিহাস – হেরোডেটাস
✬ আধুনিক ইতিহাস – থুকি ডাইসিস
✬ ইসলামের ইতিহাস – আল–মাসুদি
.

অর্থনীতি ও ব্যবস্থাপনা
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ অর্থনীতি – এডাম স্মিথ
✬ আধুনিক অর্থনীতি – পল স্যামুয়েলসন
✬ ইউরো মুদ্রা – রবার্ট মেন্ডেল
✬ ব্যবস্থাপনা – পিটার ড্রকার
✬ আধুনিক ব্যবস্থাপনা – লিলিয়ান মোলার গিলবাথ
.

রাষ্ট্রবিজ্ঞান
▔▔▔▔▔▔▔▔▔▔
✬ রাষ্ট্রবিজ্ঞান – এরিস্টটল
✬ আধুনিক রাষ্ট্রবিজ্ঞান – নিকোলো
ম্যাকেয়াভেলি
✬ গণতন্ত্র – এরিস্টটল
✬ আধুনিক গণতন্ত্র – জন লক
✬ আমলাতন্ত্র – মাক্স বেবার
✬ আধুনিক জার্মান – প্রিন্স অটভান বিসমার্ক
✬ বিশ্ব গ্রাম ধারণা – মার্শাল ম্যাকলুহান
✬ ব্যক্তি ধারনা- জন স্টুয়াট মিল

ধর্ম ও তত্ত্ব
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ মুসলিম জাতি – ইব্রাহীম (আঃ)
✬ ফিকাহ সাস্র – ইমাম আবু হানিফা
✬ বৌদ্ধ ধর্ম – গৌতম বুদ্ধ
✬ ইহুদি ধর্ম – মর্স
✬ ফ্যাসিজম – মুসলিনি
✬ কম্যুনিজম – কার্ল মার্ক্স
✬ অস্তিত্ববাদ – সরেন কিয়ারকগার্ড
✬ দ্বি–জাতি তত্ত্ব – মোহাম্মাদ আলী জিন্নাহ

জ্ঞানবিজ্ঞানের অন্যান্য শাখা
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ ক্রিকেট – ডব্লিও জি গ্রেস
✬ ফুটবল – এবনেজার মরলে
✬ বিজ্ঞান – থ্যালিস
✬ আধুনিক বিজ্ঞান – রজারবেকন
✬ মৃত্তিকা বিজ্ঞান – জ্যাসিলি ডকুচেব
✬ কৃষি বিজ্ঞান – জোন্সেটাল
✬ মৎস্য বিজ্ঞান – পেটার আর্টেডি
✬ সুপ্রজনন বিজ্ঞান – গ্রেগর মেনডেল
✬ গ্যাস বিজ্ঞান – সেসিবিয়াস
✬ আলোকচিত্র বিদ্যা – লুইস ডাগুইরে
✬ প্রত্নবিদ্যা – থমাস জেফারসন
✬ স্থাপত্য বিদ্যা – জন ভন নিউম্যান
✬ আধুনিক শিক্ষাব্যবস্থা – লর্ড মেকেলে
✬ সমাজ বিজ্ঞান – অগাস্ট ক্যোঁৎ
✬ সমাজ কর্ম – জন এডামস
অবশ্যয় টাইমলাইনে শেয়ার করে রাখবেন
গুরুত্বপূর্ণ ৪৫টি সাধারন জ্ঞান
বাংলা ২য় ৭৪টি প্রশ্ন
বাংলা ২য় সম জাতীয় ২৪টি বাগধারা।
⒈ সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক?
উ: পূবালী ব্যাংক।
⒉ সবচেয়ে বড় সরকারি ব্যাংক?
উ: সোনালী ব্যাংক।
⒊ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর?
উ: এ এন এম হামিদুল্লাহ।
⒋ বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক?
উ: HSBC ব্যাংক।
⒌ EU এর কেন্দ্রীয় ব্যাংক কোথায়?
উ: জার্মানির ফ্রাংকফুর্টে।
⒍ বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংকের বর্তমান নাম?
উ:AB Bank . (প্রথমে নাম ছিল আরব বাংলাদেশ ব্যাংক।)
⒎ বাংলাদেশে বিদেশী ব্যাংক?
উ: ৯ টি।
⒏ ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় যে আইন দ্বারা?
উ: ব্যাংক কোম্পানি আইন- ১৯৯১।
⒐ শতভাগ মালিকানায় সরকারি ব্যাংক?
উ: বেসিক ব্যাংক।
⒑ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় সহ মোট শাখা?
উ: ১০ টি।
11। উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
উ: নাটোর
12। লালন ফকিরের জন্মস্থান কোথায়?
উ: কুষ্টিয়া
13। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উ: হবিগঞ্জ
14। ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থটির লেখক কে?
উ: মোনায়েম সরকার
15। পাটের জিন বিন্যাস কে আবিষ্কার করেন?
উ: ড.মাকসুদুল আলম
16। বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে
উঠেছে?

উ: চট্টগ্রাম
17। ‘সুলতানার স্বপ্ন’ কার রচনা?
উ: বেগম রোকেয়া
18। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
কোথায় স্থাপিত হচ্ছে?
উ: পাবনা
19। বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র
আবিষ্কৃত হয়?
উ: হরিপুর
20। বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী কোনটি?
উ: নাফ
21। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন
নদীর
উৎপত্তি হয়েছে?
উ: করতোয়া
22। ম্যানগ্রোভ কি?
উ: উপকূলীয় বন।
23। বরেন্দ্র যাদুঘর কোন জেলায়?
উ: রাজশাহী
24। স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ
কোনটি?

উ: চীন
25। ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত
হবে?
উ: ইংল্যান্ডে
26। হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা
ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত?
উ: সিন্ধু সভ্যতা
27। কনফুসিয়াস কে?
উ: দার্শনিক
28। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?
উ: মিশর
29। শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন?
উ: ফারসি
30। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক
কোন ভাষায়
কথা বলে?
উ: ম্যান্ডারিন
31। টমাস আলভা এডিসন আবিষ্কার করেন
উ: উপরের সবকটি
32। ফরাসী বিপ্লব সংঘটিত হয়?
উ: ১৭৮৯ সালে
33। হাজার হ্রদের দেশ কোনটি?
উ: ফিনল্যান্ড
34। আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে?

উ: জিব্রালটার প্রণালী
35। গ্রীনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত?
উ: যুক্তরাজ্য
36। পাটের জিন রহস্য আবিষ্কারক বৈজ্ঞানিক
কে?
উ: ড. মাকসুদুল আলম
37। বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা
কোনটি?
উ: যশোর
38। স্বর্ণ খনির জন্য বিখ্যাত স্থান কোনটি?
উ: জোহানসবার্গ
39। ‘চা’ এর আদিবাস___
উ: চীন
40। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিকের
ডিজাইনার?
উ: কামরুল হাসান
41। আন্তর্জাতিক নারী দিবস___
উ: ৮ মার্চ
42। কোনটি আরবীয় মুদ্রা?
উ: দিরহাম

43। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক
কি?
উ: শাপলা
44। কিউবার রাজধানী___
উ: হাভানা
45। হিমোগ্লোবিন কী জাতীয় পদার্থ?
উ:আমিষ
🕸#বাংলা২য়_____ব্যাকরন:
_____সমজাতীয় কিছু প্রশ্ন:

___ভাষার মূল উপকরণ= বাক্য
___ভাষার মূল উপাদান= ধ্বনি
___ভাষার ক্ষুদ্রতম একক= ধ্বনি
___ভাষার ইট বলা হয়= বর্ণ
___ভাষার স্বর বলা হয়= ধ্বনি
___ভাষার বৃহত্তম একক= বাক্য
___ভাষার ছাদ বলা হয়= বাক্য
___বাক্যের মূল উপাদান= শব্দ
___বাক্যের মূল উপকরণ= শব্দ
___বাক্যের ক্ষুদ্রতম একক= শব্দ
___শব্দের মূল উপাদান= ধ্বনি
___শব্দের মূল উপকরণ= ধ্বনি
___শব্দের ক্ষুদ্রতম একক= ধ্বনি
___ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে= বর্ণ

_______কিছু সমজাতীয় বাগধারা সহজে মনে রাখুন:
০১। অসম্ভব জিনিস= আকাশ কুসুম, কাঁঠালের আমস্বত্ব, কুমিরের
সান্নিপাত, ঘোড়ার ডিম, ব্যাঙের সর্দি, সোনার পাথর বাটি।
০২। অপদার্থ= অকাল কুষ্মাণ্ড, আমড়া কাঁঠের ঢেঁকি, ঢেঁকির
কুমির,কচুবনের কালাচাঁদ, কায়েতের ঘরের ঢেঁকি, ঘটিরাম, ষাঁড়ের
গোবর।
০৩। নির্বোধ= অসাকান্ত/অঘাচণ্ডী, অঘারাম/অহারাম, ঢেঁকি
অবতার, বুদ্ধির ঢেঁকি।
০৪। শেষ বিদায় বা মৃত্যু= অগ্যস্ত যাত্রা, পটল তোলা, অনন্ত
শয্যা, ভবলীলা সাঙ্গ হওয়া, পঞ্চত্ব প্রাপ্তি, অক্কা পাওয়া।
০৫। অকর্মণ্য= অপোগণ্ড, কুমড়ো কাটা বটঠাকুর, গোবর
গণেশ, ঠুটো জগন্নাথ।
০৬। হতভাগ্য= অষ্টকপাল, কাঁজি ভক্ষণ নামে গোয়ালা, হাড়
হাভাতে, কপাল পোড়া।
০৭। ভীষণ শত্রুতা= অহি নকুল, দা কুমড়া, আদায় কাঁচকলায়, সাপে
নেউলে।

০৮। দুর্লভ বস্তু= আলেয়ার আলো, আকাশের চাঁদ, বাঘের
চোখ।
০৯। সুন্দর মিল= আম দুধে মেশা, সোনায় সোহাগা,
মাণিকজোড়, মণিকাঞ্চনযোগ।
১০। মন্দভাগ্য= ইঁদুর কপালে, আটকপালে, খ-কপাল।
১১। অলস= গোঁফ খেজুরে, ঢিমে তেতালা, চিনির পুতুল,
ননীর পুতুল।
১২। দুর্বল= আটাশে ছেলে, উনপাঁজুরে।
১৩। বেহায়া= কানকাটা, চশমখোড়, দুকান কাটা।
১৪। অত্যন্ত কৃপণ= কঞ্জুসের ডাণ্ডাখোর, কিপটের জাসু, হাত
ভাড়ি, হাতে জল না লাগা।
১৫। তোষামুদে= খয়ের খাঁ, ধামাধরা, ঢাকের কাঁঠি।
১৬। অলীক কল্পনা= দিবাস্বপ্ন, শূন্যে সৌধ নির্মাণ করা।
১৭। অবজ্ঞা করা= নাক উচানো, নাক সিঁটকানো।
১৮। উভয় সঙ্কট= জলে কুমির ডাঙায় বাঘ, শাখের করাত, করাতের
দাঁত, শ্যাম রাখি না কুল রাখি, সাপের ছুচো গেলা।
১৯। সুসময়ের বন্ধু= দুধের মাছি, বসন্তের কোকিল, শরতের
শিশির, সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী।
২০। ভণ্ড= বক ধার্মিক, ভিজে বিড়াল, বর্ণচোরা, বিড়াল তপস্বী,
তুলসী বনের বাঘ।
২১। অপব্যয়= ভুতের বাপের শ্রাদ্ধ, ভস্মে ঘি ঢালা, হরিলুট।
২২। লাজুক= মুখচোরা, মেনিমুখো।
২৩। একমাত্র অবলম্বন= সবে ধন নীলমণি, অন্ধের
যষ্ঠি।
২৪। সৌভাগ্য= একাদশে বৃহস্পতি, কপাল ফেরা।
_____বাংলা ২য় অংশ থেকে গুরুত্ত্বপূর্ন ৩০টি প্রশ্নঃ
01) “মৃতের মতো অবস্থা যার” এককথায় কী হবে?
__উত্তর : মুমূর্ষু।
.
02) “চিনির পুতুল” বাগধারাটির অর্থ কী?

__উত্তর : পরিশ্রম কাতর।
.
03) বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
__উত্তর : ৭টি।
.
04) “সাধু ও চলিত রীতি” বাংলা ভাষায় কোন রূপে বিদ্যমান?
__উত্তর : লেখ্য রীতি থেকে।
.
05) “কারক” শব্দটির অর্থ কী?
__উত্তর : যা ক্রিয়া সম্পাদন করে।
.
06) “কিরণ” শব্দের সমার্থক শব্দ কোনটি?
__উত্তর : অংশু।
.
07) “মধ্যাহ্ন” শব্দটি কোন সমাস?
__উত্তর : তৎপুরুষ (অহ্নের বা দিনের মধ্যভাগ)।
.
08) “ইহলোকে যা সামান্য নয়” এককথায় কী হবে?
__উত্তর : অলোকসামান্য।
.
09) “নীরস” শব্দটির সন্ধি বিচ্ছেদ কী হবে?
__উত্তর : নিঃ+রস।
.
10) “স্মরণ” শব্দের বিপরীত শব্দ কী?
__উত্তর : বিস্মরণ।
.
11) “দস্ত-বস্ত” কথার অর্থ কী?
__উত্তর : হাতে-নাতে।

.
12) “কলুর বলদ” কোন সমাস?
__উত্তর : অলুক তৎপুরুষ (পূর্বপদের বিভক্তি লোপ পায় না। যেমন : কলুর বলদ, ঘোড়ার ডিম, সোনার বাংলা)
.
13) কোন বাংলা পদে সন্ধি হয় না?
__উত্তর : অব্যয় পদে।
.
14) “কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে” তাকে কী বলে?
__উত্তর : করণ কারক।
.
15) “সাপের খোলসকে” এককথায় কী বলে?
__উত্তর : নির্মোক।
.
16) “লজ্জায় মুখ রাঙা হওয়াকে” এক কথায় কী বলে?
__উত্তর : আরক্তিম।
.
17) “ক্ষুধিত পাষাণ” কোন সমাস?

__উত্তর : রূপক কর্মধারয় (ক্ষুধিত রূপ পাষাণ)।
.
18) ”শীকর” শব্দের অর্থ কী?
__উত্তর : জলকণা।
.
19) “ইনকিলাব” শব্দের অর্থ কী?
__উত্তর : বিপ্লব, আন্দোলন, বিদ্রোহ।
.
20) “কাকনিদ্রা” অর্থ কী?
__উত্তর : অগভীর সতর্ক নিদ্রা।
.
21) “নিরানব্বইয়ের ধাক্কা” বাগধারাটির অর্থ কী?
__উত্তর : সঞ্চয়ের প্রবৃত্তি।
.

22) “তাসের ঘর” ও “কুল কাঠের আগুন” অর্থ কী?
__উত্তর : ক্ষণস্থায়ী ও তীব্রজ্বালা
.
23) “ঘোটক” শব্দের অর্থ কী?
__উত্তর : ঘোড়া।
.
24) পূর্বপদে উপসর্গ বসে কোন সমাস হয়?
__উত্তর : প্রাদি সমাস।
.
25) কোন ভাষায় সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
__উত্তর : সাধু ভাষায়।
.
26) যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে কী বলে?
__উত্তর : অলুক সমাস।

.
27) “ক্ষমার যোগ্য” বাক্য সংকোচন কী হবে?
__উত্তর : ক্ষমার্হ।
.
28) “কলের ছাঁটা” কোন সমাস?
__উত্তর : অলুক তৎপুরুষ।
.
29) ”ঔদ্ধত্য” এর বিপরীত শব্দ কী?
__উত্তর : বিনয়।
30) ”পর্বত” শব্দের সমার্থক শব্দ কী?
__উত্তর : শিলা।
.
31) “শিরে সংক্রান্তি” বাগধারাটির অর্থ–
উত্তর : আসন্ন বিপদ।
.
32) “অগস্ত্য যাত্রা” বাগধারাটির অর্থ?
উত্তর : শেষ বিদায়।
.
33) “ছায়াশীতল” কোন সমাস?
উত্তর : তৎপুরুষ (ছায়াতে শীতল)।
34) “হারামণি” কোন সমাস?
উত্তর : কর্মধারয় (হারিয়েছে যে মণি)।
.
35) “নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা” এখানে রাস্তা কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : করণে শূন্য।
.
36) “দিনের আলো ও সন্ধ্যার আলোকে” কি বলে?
উত্তর : গোধূলি।
.
37) যার আগমনের কোন তিথি নেই–
এককথায় হবে?
উত্তর : অতিথি।
.
38) “হজ্জযাত্রা” কোন সমাস?
উত্তর : ৪র্থী তৎপুরুষ।

.
39) অন্ধকার, এর সমার্থক শব্দ?
উত্তর : আঁধার, তিমির, অমানিশা, তম।
.
40) “দান করে যে” এককথায়?
উত্তর : করদ।
.
41) “বিশ্বকবি” কোন সমাস?
উত্তর : তৎপুরুষ (বিশ্বের কবি)।
42) “গড্ডালিকা প্রবাহ” মানে?
উত্তর : অন্ধ অনুকরণ।
.
43) “শুদ্ধ বানান” কোনগুলো?
উত্তর : উন্মীলন, প্রণয়িনী, তেস্ক্রিয়া, রৌদ্রকরোজ্জ্বল।
.
44)”বিষবৃক্ষ”কোন সমাস?
কর্মধারয় (বৃষ সদৃশ বৃক্ষ)।

.
45) “যা পূর্বে ছিল এখন নেই” এক কথায় কী হবে?
উত্তর : ভূতপূর্ব।
.
46) “আবাহন” শব্দের বিপরীত অর্থ কী?
উত্তর : বিসর্জন।
.
47) কোন সমাসের সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
উত্তর : অলুক বহুব্রীহি সমাসের (গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে=গায়ে হলুদ)।
.
48)কোন বাগধারাটির অর্থ “ভণিতা” বুঝায়?
উত্তর : গৌরচন্দ্রিকা।
.
49) ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে?
উত্তর : কৃৎ প্রত্যয়।
.
50) “কর্মধারয় সমাস” কোন পদ প্রধান?
উত্তর : পর পদ।
.
51) “কুঁড়ে স্বভাব” বাগধারাটির অর্থ?
উত্তর : আঠারো মাসে বছর।
.
52) “আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?” এখানে “রাঘবে” কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : অপাদানে ৭মী।
.

53) “এক বিষয়ে যার চিত্র নিবিষ্ট” এক কথায় বলে–
উত্তর : একাগ্রচিত্ত।
.
54) “আশীবিষ” কোন সমাস?
উত্তর : বহুব্রীহি (আশীতে বিষ যার)।
.
55) “কাঁচি” কোন ভাষার শব্দ?
উত্তর : তুর্কি।
.
56) “প্রত্যয়” কত প্রকার?
উত্তর : ২ প্রকার (কৃৎ ও তদ্ধিত)।
.
57) “সূর্য” শব্দের ১টি প্রতিশব্দ কী?
উত্তর : সবিতা।
.
58) “অমাবস্যার চাঁদ” অর্থ কী?
উত্তর : দুর্লভ বস্তু।
.
59) “আগমন” এর বিপরীত অর্থ কী?
উত্তর : প্রস্থান বা নির্গমন।
.
60) “জ্যোৎস্নারাত” কোন সমাস?
উত্তর : কর্মধারয় (জ্যোৎস্না শোভিত রাত)।
.
61) “মনস্তাপ” এর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর : মনঃতাপ।

No comments