Breaking News

বিসিএস প্রস্তুতিঃ বাংলার কয়েকটা প্রশ্ন কমন আসতে পারে। চোখ বুলিয়ে রাখুন কাজ দিবে অবশ্যই।




● “সূর্য ” শব্দের সমার্থক শব্দ = আদিত্য।
● “অম্বু” শব্দটির অর্থ হলো = জল।
● “সমুদ্র শব্দের সমার্থক শব্দ = উদধি।
● “ব্রাত্য” শব্দটির সমার্থক শব্দ = পতিত।
● “শশাঙ্ক” সঠিক শব্দের অর্থ কি = চাঁদ।
● “নেত্র” শব্দটির সঠিক অর্থ কি = চোখ।
●’ দামিনী” শব্দের অর্থ কি = বিদ্যুৎ।
● ” বিধুর” শব্দটির অর্থ কি = কাতর।
● ” চন্দ্রিকা” সঠিক শব্দটির অর্থ কি = জ্যোৎস্না।
●” আভরণ” শব্দটির অর্থ কি = অলংকার।
● সমার্থক যুগ্ম শব্দ = হাসি – খুশি।
● ” নিস্বন” শব্দের অর্থ কি = আওয়াজ।
● শম” শব্দটির অর্থ হলো = শান্তি।


●” অটবী” শব্দের সমার্থক হলো = বন।
● “সংশয়” শব্দটির বিপরীতার্থক শব্দ = প্রত্যয়।
● “অর্বাচীন” শব্দের বিপরীতার্থক শব্দ = প্রাচীন।
●” নন্দিত” শব্দের বিপরীত শব্দ = নিন্দিত।
●” হিত” শব্দটির বিপরীতার্থক শব্দ = অহিত।
● ” অমৃত” শব্দের বিপরীতার্থক শব্দ = গরল।
●” অপসৃয়মান” শব্দটির বিপরীত শব্দ = উদীয়মান।
● ” বিধবা” শব্দটির বিপরীত লিঙ্গ কি = বিপত্নীক।
● “প্রাচীন” শব্দটির বিপরীত শব্দ = অর্বাচীন।
● ” বন্ধন” এর বিপরীত দিক কি = মুক্তি।
● “সৌম্য” এর বিপরীত হচ্ছে = উগ্র।
● ” উদার” এর বিপরীতার্থক শব্দ = সংকীর্ণ।
● ” চপল” এর বিপরীতার্থক শব্দ = গম্ভীর।
● ” কোমল” এর বিপরীত দিক = কর্কশ।
●” অনুগ্রহ” শব্দটির বিপরীত শব্দ = বিগ্রহ।
● ” বিদিত” এর বিপরীত শব্দ = অজ্ঞাত।

● উগ্র” এর বিপরীত দিক = সৌম্য।
● ” মৃগয়া” শব্দটির বিপরীত শব্দ = হরিণ শিকার।
● ” গাড়ল” শব্দটির অর্থ কি = বোকা।
● ” মৃগেন্দ্র” শব্দটির সমার্থক শব্দ = সিংহ।
●” কপোল” শব্দটির অর্থ কি = গাল।
●” পানি’র সমার্থক শব্দ হলো = উদক।
● ” নন্দিনী” এর সমার্থক শব্দ = তনয়া।
●” ঘাঘু” শব্দটি দিয়ে কি বুঝায় = অভিজ্ঞ।
● ইঁদুর কপালে” বাগধারাটির অর্থ কি = মন্দ ভাগ্য।
● ইঁদুর কপালে” এর বিপরীত বাগধারা = একাদশে বৃহস্পতি।
●” ফপর দালালি” বাগধারাটির অর্থ কি = গায়ে পড়ে মাতব্বরি।
● ” অশীতিপর” শব্দটির অর্থ কি = আশি বছরের বেশি বয়সের ব্যক্তি।
● প্রতিটি বাক্যে প্রধানত কয়টি অংশ থাকে = 2 টি।
●” নিরানব্বইয়ের ধাক্কা” বাগধারাটির অর্থ কি = সঞ্চয়ের প্রবৃত্তি।

No comments