Breaking News

BCS preli এর সিলেবাস অনুযায়ী আন্তর্জাতিক বিষয়াবলীর

 “সবুজ গ্রহ” বলা হয়ঃ ইউরেনাস-কে।
 সৌরজগত এর দ্রুততম গ্রহঃ বুধ
 “গ্রহ রাজ” বলা হয়ঃ বৃহষ্পতি-কে।
 যে গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশিঃ শনি (৫৩ টি)
 শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধুমকেতুঃ হেল-বপ
 “পৃথিবীর জমজ” নামে পরিচিতঃ শুক্র
 পৃথিবীর নিকটতম গ্রহঃ শুক্র
 সূর্যের তৃতীয় নিকটতম গ্রহঃ পৃথিবী
 সৌরজগত আবিষ্কার করেনঃ নিকোলাস কোপারনিকাস।
 সৌরজগতের পূর্ণ গ্রহের সংখ্যা ৮টি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
 পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ
 ‘শান্ত সাগর’ অবস্থিত -চাঁদে।
 সূর্যের নিকটতম নক্ষত্র -প্রক্রিমা সেন্টারাই।
 পৃথিবী থেকে চাঁদের দূরত্ব -৩ লক্ষ ৮৪ হাজার কি.মি.।
 পৃথিবী থেকে সূর্যের দুরত্ব-১৪ কোটি ৮৮ লক্ষ কি.মি. (প্রায়)।
 সৌরজগতের উপগ্রহ নেই -বুধ ও শুক্র।
 সূর্যের ভর -প্রায় 1.99 × 10¹³ কিলোগ্রাম।
 সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় -২১ জুন।
 উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে -২১ জুন।
 পৃথিবীতে দিবারাতি সমান থাকে -২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
 সর্বপ্রথম হ্যালির ধুমকেতু দেখা যায় -১৭৫৯ সালে।
 হ্যালির ধুমকেতু দেখা যায় ৭৫ বছর পর পর।

No comments