Breaking News

সাম্প্রতিক সাধারণ জ্ঞানঃ

Image result for সাম্প্রতিক সাধারণ জ্ঞানঃ

১। সম্প্রতি বানিজ্যিকভাবে 5G সেবা চালু করে কোন দেশে?
=>দক্ষিন কোরিয়া
২। বিশ্ব জলবায়ু সম্মেলন Cop—24 কোথায় অনুষ্ঠিত হয়?
=> পোল্যান্ড
৩। ২০২২ সালে G–20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
=> ভারত
৪। জাতিসংঘের বৈশ্বিক অভিবাসন সমঝোতাবিষয়ক আন্তঃসরকার সম্মেলন
–২০১৮ কবে অনুষ্ঠিত হয়?
=>১০ ডিসেম্বর, ২০১৮
৫। সামরিক ক্ষমতার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
=>৫৬ তম
৬। সম্প্রতি ভাঁজযোগ্য স্মার্টফোন বাজারে এনেছে কোন কোম্পানি?
=> স্যামসাং
৭। পারমানবিক বিদ্যুৎ উৎপাদনে শীর্ষদেশ কোনটি?
=>যুক্তরাষ্ট্র
৮। ফোর্বস প্রকাশিত বিশের ক্ষমতাধর নারীর ২০১৮ তালিকায় 'শেখ
হাসিনার' অবস্থান কত?
=> ২৬ তম
৯। জলবায়ু পরিবর্তনের কারণে সর্বোচ্চ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে থাকা
শীর্ষ ১৫ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান?
=>নবম
১০। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে থাকা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশ —
=>ভানুয়াতু
১১। বিশ্বে রেমিট্যান্স আহরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত
তম?
=> নবম
১২। স্টকহোম ভিত্তিক ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউট এর
প্রতিবেদন অনুযায়ী বিশ্বে অস্ত্র ব্যবসায় প্রথম স্থানে রয়েছে?
=> আমেরিকা
১৩। গ্লোবাল ওয়েলথ রিপোর্ট ২০১৮ অনুযায়ী প্রাপ্তবয়স্কদের মাথাপিছু সম্পদ
হিসেবে বিশ্বের শীর্ষ ধনী দেশ—
=> সিঙ্গাপুর
১৪। টাইম ম্যাগাজিনের ২০১৮ বর্ষসেরা ব্যক্তিত্ব হন–
=>সাংবাদিক
১৫। সম্প্রতি চীনে জিন সম্পাদনা করে জন্ম নেওয়া দুটি শিশুর নাম কি?
=>লুলু ও নানা
১৬। একাদশ সংসদ নির্বাচনে EVM পদ্ধতিতে ভোট গ্রহন হয়—
=>৬ টি
১৭। সম্প্রতি জাপানি ভাষায় প্রকাশিত বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক গ্রাফিক্স
নভেলের নাম কি?
=>মুজিব
১৮। শেখ হাসিনা দ্য লিডার — এর ব্যাপ্তিকাল কত?
=>১১ মিনিট ৩৩ সেকেন্ড
১৯। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২১ বছর পূর্তি হয় => ২ ডিসেম্বর,
২০১৮
২০। ব্যাংকার ম্যাগাজিনের জরিপে 'ব্যাংক অব দ্য ইয়ার' ২০১৮ লাভ করে
বাংলাদেশের কোন ব্যাংক?
=>ঢাকা ব্যাংক
২১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী প্রক্টর এর নাম কি?
=>সীমা ইসলাম
২২। মাদাম তুসোর জাদুঘরের অনুকরণে বাংলাদেশে যে জাদুঘর তৈরি করে
তার নাম কি?
=>সেলিব্রেটি গ্যালারি
২৩। জাতীয় মানবাধিকার কমিশনের সেবা বা হেল্প লাইন নম্বর কোনটি?
=>১৬১০৮
২৪। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ কার্যকর হয় কত তারিখে?
=>২৭ ডিসেম্বর
২৫। ইইউ দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দেন—
=>স্লোভানিয়া
২৬। জার্জিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
=>সালোম জুয়াবিশভিলি
২৭। সর্বোচ্চ প্রতিকুল পরিবেশে নিজের অস্থিত্ব টিকিয়ে রাখতে সক্ষম
প্রাণির নাম কি?
=>টার্ডিগ্রেড
২৮। কোন বাংলাদেশি ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট পদক ২০১৮ লাভ
করেন?
=>রামেন্দু মজুমদার
২৯। সম্প্রতি নাসার কোন মহাকাশ যানটি মঙ্গলগ্রহ অবতরণ করে?
=>ইনসাইট
৩০। মিস ওয়ার্ল্ড ২০১৮ সেরা সুন্দরীর মুকুট অর্জন করেন কে?
=>দে লিওন, মেক্সিকো
৩১। মিস ইউনিভার্স ২০১৮ সেরা সুন্দরীর মুকুট জিতেন কে?
=>ক্যাটরিওনা এলিসা গ্রে
৩২। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস কত তারিখ?
=>২৫ নভেম্বর
৩৩। ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় কবে?
=>১২ ডিসেম্বর
৩৪। বিশ্ব এইডস দিবস পালিত হয় কত তারিখে?
=>১ ডিসেম্বর
৩৫। বিজয় দিবস হকি ২০১৮ আসরে চ্যাম্পিয়ন হয়েছে?
=>নৌবাহিনী
৩৬। সম্প্রতি মাত্র ৩৩ টি টেস্ট ম্যাচ খেলে দ্রুততম ২০০ উইকেটের
বিশ্বরেকর্ড গড়েন—
=>ইয়াসির শহ
৩৭। ২০১৮ সালের সেরা খেলোয়াড় হিসেবে ব্যালন ডি'অর জিতেন?
=>লুকা মদরিচ
৩৮। সিরি-এ লিগ ২০১৮ বর্ষসেরা ফুটবলার হয়েছেন—
=>মাউরো ইকার্দি
৩৯। বিশ্বের প্রথম নারী ফুটবলার হিসেবে ব্যালন ডি'অর জিতেন—
=>আদা হেগারবার্গ
৪০। T20 ম্যাচে ৫ উইকেট ও ৪০+ রান নেওয়া বিশ্বের প্রথম ও একমাত্র
খেলোয়াড় কে?
=>সাকিব আল হাসান
৪১। সম্প্রতি ক্যামব্রিজ অভিধানে 'পিপলস ওয়ার্ল্ড' বা জনগনের শব্দ হিসেবে
নির্বাচিত যে নতুন শব্দটি যুক্ত হয়—
=>নোমোফোবিয়া
৪২। দেশে প্রথম বারের মতো 'সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ২০১৮' শীর্ষক
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কবে?
=>২ ডিসেম্বর, ২০১৮
৪৩। সম্প্রতি ভারতের উৎক্ষেপিত সবচেয়ে ভারী স্যাটেলাইটটির নাম কি?
=>বিগ বার্ড
৪৪। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের খরচ কমাতে বিল পাস করেছে কোন
দেশের পার্লামেন্ট?
=>শ্রীলঙ্কা
৪৫। সম্প্রতি কমিউনিস্ট বিদ্রোহী নির্মূলের লক্ষ্যে 'ডেথ স্কোয়াড' গঠনের
উদ্যোগ নিয়েছে কোন দেশ?
=> ফিলিপাইন
৪৬। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড এর ২০ তম আসর অনুষ্ঠিত হয় কোন দেশে?
=>ফিলিপাইন
৪৭। সম্প্রতি ওপেক ছাড়ার ঘোষণা দিয়েছেন কোন দেশ?
=>কাতার
৪৮। নিচের কোন দুটি দেশ জাতিসংঘ অভিবাসন চুক্তি ২০১৮ স্বাক্ষর করেন
নি?
=>যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া
৪৯। ১০ম গণিত অলিম্পিয়াড ২০১৮ অনুষ্ঠিত হয় কবে?
=>৩০ নভেম্বর

No comments