সমাস
✪✪ সমাস✪✪
ক্লাস ৬-আজ অবধি সমাস কতবার পইড়ালছি,তার কোন হিসেব নাই যে,সমাস কম বেশি সবাই পারি,তবুও একজনের উপকার হলে তাতেই লেখা সার্থক 😎😎
আই কিছু জানি ন,তবুও চেষ্টা করলাম আরকি,আমনেরা মোরে ক্ষমা কইরা দিয়ুন,ব্যাকটে ভুল কিন্তু হয়ত ন,হেইয়া মুই কইয়া দিলুম....!!!
আমি এভাবে মনে রাখি,পণ্ডিত ভাইয়েরা এসব এড়িয়ে চলুন,ভুল হলে ক্ষমাসুন্দর নয়নে তাকাবেন।
#সমাস ব্যাকরণের রুপতত্ত্বে বা শব্দতত্ত্বে আলোচিত হয়
✔দুই পদের (উত্তর ও পরপদের) অর্থ প্রধান থাকবে -দ্বন্দ্ব সমাসে-
মা ও বাপ=মা-বাপ
ভাই ও বোন= ভাই বোন
ভাই ও বোন= ভাই বোন
✔ উত্তর ও পরপদের কোন পদের অর্থই প্রধান রুপে প্রাধান্য পাবেনা- বহুব্রীহি সমাসে,
তার মানে হল দ্বন্দ্ব সমাস হলো বহুব্রীহি সমাসের বিপরীত
তার মানে হল দ্বন্দ্ব সমাস হলো বহুব্রীহি সমাসের বিপরীত
#যুবতী জায়া যার= যুবজানি
#সমান উদর যার> সহোদর
#বিচিত্র কর্ম যার> বিচিত্রকর্মা
✔ পূর্ব পদ প্রধান সমাস= দ্বন্দ্ব ও অব্যয়ীভাব সমাস
✔ পরপদ প্রধান (মনে রাখুন) > দ্ব,দ্বি তৎ কর্ম সমাস
দ্ব> দ্বন্দ্ব
দ্বি> দ্বিগু
তৎ> তৎপুরুষ
কর্ম> কর্মধারয়
দ্ব> দ্বন্দ্ব
দ্বি> দ্বিগু
তৎ> তৎপুরুষ
কর্ম> কর্মধারয়
✔✔ উপপদ তৎপুরুষ সমাস চেনার উপায়ঃ✔✔-
উপপদ তৎপুরুষ সমাসে সমস্ত পদটি অবশ্যই ব্যক্তির, বস্তুর, প্রাণীর নামবাচক বা বিশেষ্যবাচক হবেই হবে,
আরো ছোট করে বুঝতে গেলে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ (One word Substitutions) হবেই হবে সমস্তপদটি বা সমাস নিষ্পন্ন পদটি।লক্ষ্য করুনঃ-
জলে চরে যা= জলচর
ধামা ধরে যে = ধামাধরা
পকেট মারে যে = পকেটমার
ধামা ধরে যে = ধামাধরা
পকেট মারে যে = পকেটমার
ছা পোষে যে = ছাপোষা
ছেলেকে ধরে যে = ছেলেধরা
ছেলেকে ধরে যে = ছেলেধরা
পঙ্কে জন্মে যা = পঙ্কজ ( যোগরূঢ় শব্দ)
বর্ণ চুরি করে যে = বর্ণচোরা
সত্য কথা বলে যে = সত্যবাদী
খ (আকাশে) চরে যে = খেচর
যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা
মধু পান করে যে = মধুপ
সত্য কথা বলে যে = সত্যবাদী
খ (আকাশে) চরে যে = খেচর
যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা
মধু পান করে যে = মধুপ
✔ জাতির উদ্দেশ্যে প্রশ্ন রাখলে কি জাতি আমায় ক্ষমা করবে?? 😂😂😂
#সর্বনাশা এর ব্যাসবাক্য ও সমাসের নাম কি?????
✔✔ উপমান কর্মধারয় সমাস ✔✔
#উপমান-সাধারণ গুনের উল্লেখ থাকবে,সমস্যমান পদের অর্থের + ভাবগত মিল পাওয়া যাবে,তুলনার সত্যতা থাকবে।
যেমন-#তুষারের ন্যায় শুভ্র=তুষারশুভ্র।
তুষার দেখতে সাদা,আবার শুভ্র মানে সাদা তুলনা+অর্থের মিল আছে।
তুষার দেখতে সাদা,আবার শুভ্র মানে সাদা তুলনা+অর্থের মিল আছে।
#ভ্রমরের ন্যায় কালো=ভ্রমরকালো।ভ্রমর দেখতে কালো
#কুসুমের ন্যায় কোমল=কুসুমকোমল
ডিমের কুসুম নরম,কোমল মানেও নরম মিল আছে,
ডিমের কুসুম নরম,কোমল মানেও নরম মিল আছে,
#বকধার্মিক= বকের ন্যায় ধার্মিক
বক মাছ ধরার জন্য ধ্যান করে,ঠিক তেমনি ধার্মিক রা একাগ্রচিত্তে/এক মনে নামাজ পড়ে।ভাবগত মিল আছে।
বক মাছ ধরার জন্য ধ্যান করে,ঠিক তেমনি ধার্মিক রা একাগ্রচিত্তে/এক মনে নামাজ পড়ে।ভাবগত মিল আছে।
#বজ্রের ন্যায় কঠোর = বজ্রকঠোর ( সেম বজ্রকণ্ঠ)
এখানো বজ্রপাত যখন হয় তখন কঠোর আওয়াজ হয়,আবার মানুষ যখন কঠোর হয় কোন বিষয় নিয়ে তখন চারপাশের মানুষ শুনতে পায়
এখানো বজ্রপাত যখন হয় তখন কঠোর আওয়াজ হয়,আবার মানুষ যখন কঠোর হয় কোন বিষয় নিয়ে তখন চারপাশের মানুষ শুনতে পায়
অরুণের মত রাঙা = অরুণরাঙা
অরুণ মানে লাল,যা চকচকে দেখা যায়,আবার কোনা জিনিস কে রাঙালে দূর হতে দেখা যায় (লাল আলোর বিক্ষেপণ বেশি বলে দূর হতে দেখা যায়🤔🤔🤔🤔,)
অরুণ মানে লাল,যা চকচকে দেখা যায়,আবার কোনা জিনিস কে রাঙালে দূর হতে দেখা যায় (লাল আলোর বিক্ষেপণ বেশি বলে দূর হতে দেখা যায়🤔🤔🤔🤔,)
#অজের ন্যায় মূর্খ = অজমূর্খ,
বলেনা অজপাড়াগায়ের লোক মানে মূর্খ
বলেনা অজপাড়াগায়ের লোক মানে মূর্খ
সিঁদুরের ন্যায় রাঙা = সিঁদুর দেখতে লাল বুঝে নেন
#কচুর মতো কাটা = কচুকাটা,
কচু খেলে গলা চুলকায়,আবার কাটা গলায় বাধলে চুলকার মতই করে
কচু খেলে গলা চুলকায়,আবার কাটা গলায় বাধলে চুলকার মতই করে
=
✔✔উপমিত কর্মধারয় সমাস✔✔
সাধারন গুণের উল্লেখ থাকবেনা,তুলনার সত্যতা থাকবেনা,কল্পনা বুঝাবে যা ভিন্ন বিষয় তুলনীয় বস্তু,জাতি,
আরো শর্ট করে বুঝতে চাইলে ২টাই বিশেষ্য হবে
যেমন-
আরো শর্ট করে বুঝতে চাইলে ২টাই বিশেষ্য হবে
যেমন-
#পুরুষ সিংহের ন্যায়=পুরুষ সিংহ,পুরুষ জাতিতে এক,সিংহ আরেক,
#চন্দ্রের ন্যায় মুখ= চন্দ্রমুখ,চন্দ্র এক জিনিস ,মুখ ভিন্ন জিনিস,
#কুমারী ফুলের ন্যায় - ফুলকুমারী
ফুল ও কুমারী সৃষ্টিতে ভিন্ন
ফুল ও কুমারী সৃষ্টিতে ভিন্ন
বিঃদ্রঃ
বেশি বেশি করে চর্চা করি, বুঝে বুঝে পড়ার চেষ্টা করি,
বুঝালবেন এমনি,এভাবে মিলিয়ে মিলিয়ে একবার পড়ুন মনে থাকবে।
বেশি বেশি করে চর্চা করি, বুঝে বুঝে পড়ার চেষ্টা করি,
বুঝালবেন এমনি,এভাবে মিলিয়ে মিলিয়ে একবার পড়ুন মনে থাকবে।
#নিপাতনে সিদ্ধ সন্ধি,
#প্রাদি সমাস, (পূর্ব পদে অব্যয় /উপসর্গ যোগ থাকবে কৃৎ প্রত্যয়)
✔অন্য গৃহ- গৃহান্তর
✔দুই ও নব্বই =বিরানব্বই
✔দুই ও নব্বই =বিরানব্বই
No comments