Breaking News

সাম্প্রতিক ৩০০টি প্রশ্নোত্তর

Image result for সাম্প্রতিক ৩০০টি প্রশ্নোত্তর
০১|| ১৭ ডিসেম্বর ২০১৮ ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝর "ফেথাই Phethai" নামকরণ করেন কোন দেশ?
®=>থাইল্যান্ড
®=>স্থানীয় ভাষায় রত্নপাথর জিরকনকে ফেথাই বলে।
০২|| কোন দেশ প্রথম "আয়কর" চালু করে?
®=>ইংল্যান্ড,১৭৯৮ সালে।
০৩|| বাংলাদেশের ভূ-খণ্ড আয়করের আওতায় আসে কত সালে?
®=>১৮৬০ সালে।
০৪|| "প্রাচ্যের নিউজিল্যান্ড" বলা হয় কোন দেশকে?
®=>ভুটানকে।
®=>এটা পৃথিবীর একটিমাত্র কার্বন নেতিবাচক দেশ।
০৫|| ২০২১ সালের ৬ষ্ঠ আদমশুমারির নতুন নাম কী হবে?
®=>জনশুমারি(১০ বছর পর পর হয়)
০৬|| সুনামগঞ্জের পূর্বনাম কী?
®=>ষোলশহর।
০৭|| বাংলাদেশের "সুইজারল্যান্ড"নামে খ্যাত কোন অঞ্চল?
®=>তেকেরঘাট,তাহিরপুর,সুনামগঞ্জ।
®=>এখানে নীলাদ্রি লেক বা শহীদ সিরাজ লেক অবস্থিত।
০৮|| বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কী?
®=>লায়লী-মজনু (জুন-১৯৫৭)
®=>সম্পাদক দৌলত উজীর বাহরাম খাঁ ও আহমেদ শরীফ।
®=>মজনু অর্থ পাগল
০৯|| "TIN"ব্যবস্থা কত সালে প্রবর্তন হয়?
®=>১৯৯৩ সালে।
১০|| সামরিক শক্তিতে বিশ্বে বাংলাদেশ কততম?
®=>৫৬তম(১৩৬টি দেশের মধ্যে)
®=>সামরিক শক্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র
১১|| বৈশ্বিক অভিবাসন চুক্তির আনুষ্ঠানিক নাম কী?
®=>নিরাপদ,সুশৃঙ্খলা ও বৈধ অভিবাসন বৈশ্বিক চুক্তি।
১২|| বৈশ্বিক অভিবাসন চুক্তি কবে কোথায় স্বাক্ষরিত হয়?
®=>১০ ডিসেম্বর ২০১৮(মরক্কোর মারাকেশে)
®=>চুক্তির লক্ষ্য ২৩টি।
১৩|| ২০১৮ সালে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষদেশ কোনটি?
®=>ইরাক
®=>বাংলাদেশ--২৫তম।
১৪|| ২০১৮ সালে বৈশ্বিক রেমিটেন্স আহরণে শীর্ষ দেশের নাম কী?
®=>চীন
®=>বাংলাদেশ ৯ম।
১৫|| বিশ্বে অস্ত্র বিক্রয়ে শীর্ষ দেশের নাম কী?
®=>যুক্তরাষ্ট্র(২য় রাশিয়া)
®=>নোট রমজান(sorry)
১৬|| বিশ্বের শীর্ষ অভিবাসীর দেশের নাম কী?
®=>ভারত(অভিবাসী গ্রহণে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র)
১৭|| ২৫ ডিসেম্বর ২০১৮ সর্বশেষ কোন ভাষায় বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" অনূদিত হয়?
®=>অসমীয়া(১১ অক্টোবর ২০১৮)
®=>অনুবাদক সৌমেন ভারতীয়া ও জুরি শর্মা
®=>এ পর্যন্ত ৮টি ভাষায় অনুদিত
®=>১ম ইংরেজি(১৮ জুন ২০১২)ফকরুল আলম।
১৮|| বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে?
®=>কবি হাবীবুল্লাহ সিরাজী
®=>তাঁর কাব্যগ্রন্থ ৩২টি
®=>৩ বছরের মেয়াদে।
১৯|| বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার কে?
®=>রিভা গাঙ্গুলি(পূর্বে হর্ষবর্ধন শিংলা)
২০|| বীরপ্রতীক "তারামন বিবি"কোন সেক্টরে যুদ্ধ করেন?
®=>১১ নং সেক্টরে।
২১|| কোনগুলো বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আমজাত হোসেনের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
®=>যুদ্ধে যাবো।
®=>উত্তরকাল
®=>অবেলায় অসময়
®=> যুদ্ধ যাত্রার যাত্রী
২২|| বাংলাদেশের বিমান এয়ারলাইন্সের প্রথম ড্রিমলাইনারের নাম কী?
®=>আকাশবীণা
®=>২য় হংশ বলাকা।
২৩|| বাংলাদেশে মোট জাতীয় মহাসড়ক কতটি?
®=>৮টি
২৪|| ২০১৮ পর্যন্ত মুক্তিযুদ্ধে স্বীকৃতি পাওয়া "বীরাঙ্গনার " সংখ্যা কত?
®=>২৫৩ জন।
২৫|| ২০১৯ সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি?
®=>শারজা(আমিরাত)
২৬|| Yellow vest আনন্দলোনের সাথে কোন দেশ জড়িত?
®=>ফ্রান্সে।
®=>গো-মাংশ রপ্তানিতে শীর্ষ দেশ ব্রাজিল
২৭|| বাজারমূল্যে বিশ্বের শীর্ষ শেয়ারবাজার কোনটি?
®=>যুক্তরাষ্ট্র।
২৮|| শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট কে?
®=>রনিল বিক্রমাসিংহে।
®=>ব্রাজিলের জাইর বোলসোনারো।
২৯|| UNESCO এর বর্তমান সদস্য দেশ কতটি?
®=>১৯৩টি
®=>যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রত্যাহার।
৩০|| "OPEC"এর বর্তমান সদস্য দেশ কতটি?
®=>১৪টি(সদস্য প্রত্যাহার করে কাতার)
৩১|| গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
®=>চীন।
৩২|| "Forbes"তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী কে?
®=>অ্যাঞ্জেলা মার্কেল।
৩৩|| ২০১৮ সালে বৈশ্বিক লিঙ্গ বৈষম্যে শীর্ষ দেশ কোনটি?
®=>আইসল্যান্ড
®=>সর্বনিম্ন ইয়েমেন।
®=>বাংলাদেশ ৪৮তম।
৩৪|| "COP24"কোথায় কবে অনুষ্ঠিত হয়?
®=>কাতোভিচ,প্যালেন্ড(২-১৫ ডিসে.১৮)
৩৫|| ২০১৮ সালের Ballon d'Or বর্ষসেরা ফুটবলার হন কে?
®=>লুকা মডরিচ।
®=>মহিলা টি২০ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
®=>নোট প্রস্তুতে রমজান
৩৬|| "অদম্য একাত্তর"ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
®=>মানিকগঞ্জে
®=>যূথবদ্ধ:সংগ্রামে-শান্তিতে-সৃষ্টিতে
(নরসিংদীর সার্কিট হাউস প্রাঙ্গণে)
®=>স্বোপার্জিত স্বাধীনতা-শামীম শিকদার(টিএসসির পশ্চিম পাশে)
৩৭|| "Blossoms from Ash"কী?
®=>রোহিঙ্গা শরণার্থীদের ওপর নির্মিত তথ্যচিত্র।
®=>"জন্মভূমি"হলো রোহিঙ্গাদের আত্মপরিচয়ের সংকট তুলে ধরে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।নির্মাতা প্রসূন রহমান।
৩৮|| বিশ্বের শীর্ষ ৩টি ঋণগ্রস্থ দেশের নাম.....
®=>যুক্তরাষ্ট্র,চীন ও জাপান। এ ৩টি দেশের কাছেই আছে বৈশ্বিক ঋণের অর্ধেক।
৩৯|| শিক্ষাঙ্গণে সন্ত্রাসের বিরোদ্ধে প্রতিবাদের প্রতীকরূপী ভাস্কর্যের নাম কী?
®=>রাজু ভাস্কর্য।
®=>স্থপতি শিল্পী শ্যামল চৌধুরী
®=>টিএসির সড়কদ্বীপে অবস্থিত।
®=>উদ্বোধন ১৭ সেপ্টেম্বর ১৯৯৭
৪০|| ঢাকা বেতার কেন্দ্র কত সালে চালু হয়?
®=>১৯৩৯ সালে।
®=>প্রথম নাম ছিল ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র
®=>পাকিস্তান আমলে রেডিও পাকিস্তান
®=>মুক্তিযুদ্ধের সময় "স্বাধীন বাংলা বেতার কেন্দ্র"
®=>৬ ডিসেম্বর ১৯৭১ সালে নামকরণ হয় "বাংলাদেশ বেতার"।৮০তম প্রতিষ্ঠা।
৪১|| বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে?
®=>১৭বার।
®=>৮ জুলাই ২০১৮
®=>বিষয়ঃ একাদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকের পর থেকে পরবর্তী ২৫ বছর পর্যন্ত ৫০টি নারী আসন সংরক্ষিত থাকবে।
৪২|| "OPEC"এর বর্তমান সদস্য দেশ কতটি?
®=>১৪টি।
®=>কাতার সদস্য পদ ত্যাগ করে ১ জানুয়ারি ২০১৯।
®=>প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে।
৪৩|| "AIIB" এর বর্তমান সদস্য দেশ কতটি?
®=>৯৩টি।
®=>প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে।
®=>প্রতিষ্ঠাকালীন সদস্য ৫৭টি
®=>সর্বশেষ যোগ দেয় ৬টি দেশ।
৪৪|| বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরির নাম কী?
®=>ক্রাকাতোয়া(১৮৮২ সালে সৃষ্টি)
®=>অবস্থান→ইন্দোনেশিয়া
®=>২২ ডিসে.২০১৮ সুন্দাপ্রণালিতে আঘাত হানে
৪৫|| ভারতের দীর্ঘতম রেল সেতুর নাম কী?
®=>বগিবিল(৩৫ ডিসে.২০১৮)
®=>ডিব্রুগড়ের ব্রহ্মপুত্র নদের উপর
®=>দৈর্ঘ্য ৪.৯৪ কিলোমিটার
৪৬|| প্রথম 5G নেটওয়ার্ক চালু করে কোন দেশ?
®=>দক্ষিণ কোরিয়া।
®=>১ ডিসে.২০১৮ পরীক্ষামূলকভাবে ৬টি শহরে।
৪৭|| সাবমেরিন অধিকারী বিশ্বের সীর্ষ দেশের নাম কী?
®=>উত্তর কোরিয়া(৮৬টি)
®=>চীন ৭৩টি
®=>যুক্তরাষ্ট্র ৬৬টি।
®=>নতুন ৮টি তৈরি হচ্ছে পাকিস্তানে
৪৮|| বিনামূল্যে পরিবহন সেবা প্রদানকারী প্রথম দেশের নাম কী?
®=>ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র লুক্সেমবার্গ
®=>দেশটির আয়তন ২৫৮৬ বর্গকিলো.
®=>মুদ্রা →ইউরো
৪৯|| মানবাধিকার সর্বজনীন ঘোষণা গৃহীত হয় কবে?
®=>১০ ডিসেম্বর ১৯৪৮ সালে।
®=>১০ ডিসে.২০১৮তে ৭০ বছর পূর্ণ হয়
৫০|| গো-মাংস রপ্তানিতে ভারতের অবস্থান কততম?
®=>২য়
®=>১ম ব্রাজিল,
®=>৩য় অস্ট্রেলিয়া,
®=>৪র্থ যুক্তরাষ্ট্র
®=>হিমাচল প্রদেশে গরুকে জাতির জননি ঘোষণা করা হয়েছে।
নোটঃ Suman
৫১|| বৈশ্বিক রেমিটেন্স আহরণে বাংলাদেশ কততম?
®=>৯ম(১৫.৯ বি.মা.ড.)
®=>১ম ভারত,২য় চীন।
৫২|| "সড়ক দুর্ঘটনায় মৃত্যু" প্রতিবেদনে বাংলাদেশ কততম?
®=>১০ম।
®=>১ম ভারত,২য় চীন
৫৩|| বিশ্বে সামরিক শক্তিতে বাংলাদেশ কততম?
®=>৫৬তম।
®=>শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র
®=>সর্বনিম্নে ভুটান(১৩৬)
৫৪|| বিশ্বের শীর্ষ ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী 'শেখ হাসিনা' কততম?
®=>২৬তম
®=>১ম জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
®=>২য় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেমা মে।
৫৫|| "বৈশ্বিক জলবায়ু ঝুঁকি"সূচকে বাংলাদেশ কততম?
®=>৯ম।
®=>১ম পুয়ের্তোরিকা
®=>১৯৯৮-২০১৭ পর্যন্ত বাংলাদেশ ৭ এ ছিল।
৫৬|| গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
®=>১ম চীন
®=>২য় যুক্তরাষ্ট্র, ৩য় ভারত।
৫৭|| বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশ কততম?
®=>২৫তম।
®=>১ম ইরাক,২য় আফগানিস্তান।
৫৮|| ই-কমার্স সূচকে বাংলাদেশ কততম?
®=>৮৮তম
®=>১ম নেদারল্যান্ড, সর্বনিম্নে নাইজার।
৫৯|| অভিবাসী প্রেরণে বিশ্বে বাংলাদেশ কততম?
®=>৫ম(৭.৫ লাখ)
®=>১ম ভারত
®=>গ্রহণে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র(৪.৯৮ লাখ)
৬০|| "বৈশ্বিক লিঙ্গবৈষম্য" প্রতিবেদনে বাংলাদেশ কততম?
®=>৪৮তম
®=>১ম আইসল্যান্ড,
®=>সর্বনিম্নে ইয়েমেন।
৬১|| "অস্কার"পুরস্কারের প্রকৃত নাম কী?
®=>একাডেমি অ্যাওয়ার্ড
৬২|| দেশের ১ নং সংসদীয় আসন "পঞ্চগড়" জেলা কবে প্রতিষ্ঠিত হয়?
®=>১৯৮৪ সালে।
®=>১৯৪৭ সাল পর্যন্ত ভারতের জলপাইগুড়ি জেলার অন্তর্ভুক্ত ছিল।
৬৩|| দেশের একমাত্র পুলিশ একাডেমির বর্তমান নাম কী?
®=>বাংলাদেশ পুলিশ একাডেমি।
®=>পূর্ব নাম সারদা পুলিশ একাডেমি।
৬৪|| মার্কিন সংবিধান রচিত ও প্রণীত হয় কবে?
®=>১৭ সেপ্টেম্বর ১৭৮৭ সালে।
®=>কার্যক্রর ৪মার্চ ১৭৮৯ সালে।
৬৫|| মার্কিন সংবিধানের জনক বলা হয় কাকে?
®=>জেমস ম্যাডিসনকে।
®=>মার্কিন সংবিধান বিশ্বের প্রাচীনতম।
®=>নোট রমজান
৬৬|| পবিত্র কোরআন কোন দেশের সংবিধান?
®=>সৌদি আরবের।
৬৭|| শব্দের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম সংবিধান কোন দেশের?
®=>ভারতের।
®=>ছোট মোনাকোর।
৬৮|| রাষ্ট্রপতি কাদেরকে শপথ বাক্য পড়ান?
®=>প্রধানমন্ত্রী, মন্ত্রী,প্রতিমন্ত্রী, উপমন্ত্রী,
স্পীকার, ডেপুটি স্পীকার, প্রধান বিচারপতিকে।
®=>স্পীকার→রাষ্ট্রপতি,জীতয় সংসদ সদস্যদেরকে।
®=>প্রধানমন্ত্রী→সিটি কর্পোরেশন মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যানকে।
৬৯|| বায়ুমণ্ডলে সবচেয়ে হালকা গ্যাসের নাম কী?
®=>হাইড্রোজেন।
®=>ভারী অক্সিজেন
৭০||"জয় বাংলা" ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
®=>চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
®=>স্থপতি সৈয়দ মোহাম্মদ সোহরাব
®=>ভিত্তি প্রস্তর স্থাপন ২৫ অক্টো.২০১৮
®=>১মটি পটুয়াখালী বিজ্ঞান ও প্র.বি.
৭১|| আধুনিক ফিন্যান্সের জনক কে?
®=>মার্কিন অর্থনীতিবিদ ইউজিন ফ্রান্সিস ফামাকে।
৭২|| "গোল্ডেন আওয়ার"বলতে কী বুঝায়?
®=>সূর্যোদয়ের অল্প সময়ের পর থেকে সূর্যাস্তের অল্প সময়ের আগের সময়কে বলা হয় গোল্ডেন/ম্যাজিক্যাল আওয়ার।
৭৩|| জাতীয় বিশ্ববিদ্যালয়,গাজীপুরে অবস্থিত ভাস্কর্যের নাম কী?
®=>স্মৃতির মিনার
৭৪|| প্রচীন জনপদ সমতট বর্তমানে কোন কোন জেলায় অবস্থিত?
®=>কুমিল্লা ও নোয়াখলীর ও অন্যান্য।
৭৫|| "বাংলার আমাজন" বলা হয় কোন বনকে?
®=>সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত
"রাতারগুল"বনকে।
নোটঃ MD.Ramjan Ali
#ফেব্রুয়ারি মাসের
#সম্পপূর্ণ_কারেন্ট_অ্যাফেয়ার্স থেকে বাছায়কৃত ৬৫টি প্রশ্নোত্তর
০১|| "Statute of Peace"(স্ট্যাচু অফ পিচ্) কোথায় অবস্থিত?
®=>সিউল,দক্ষিণ কোরিয়া
®=>নকশা করেন "কিম সিও কিউং ও কিম ইউন-সাং"দম্পতি
০২|| "Statute of Liberty" কোথায় অবস্থিত?
®=>নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র(স্থপতি ফেডরিক বার্থোলডি)
®=>"Statute of Freedom→ওয়াশিংটন ডিসি,যুক্তরাষ্ট্র,
®=>"Statute of Unity→গুজরাট,ভারত
০৩|| নদী গবেষণা কোথায় অবস্থিত?
®=>ফরিদপুরে
®=>এটি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
®=>১৯৮৯ সালে ঢাকা থেকে ফরিদপুরে স্থানান্তরিত করা হয়।
০৪||"অপরাজেয়-৭১" ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
®=>ঠাকুরগাঁ জেলায় অবস্থিত
®=>স্থপতি স্বাধীন চৌধুরী
০৫|| বিশ্বের প্রথম তৈরি পোশাক শিল্পের কারখানা কোথায় স্থাপিত হয়?
®=>যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৮৩১ সালে।
০৬|| বাংলাদেশের সবচেয়ে বড় পার্কের নাম কী?
®=>রমনা পার্ক(৬৮.৫০ একর)
০৭|| "মেলানেশিয়া" শব্দের অর্থ কী?
®=>কৃষ্ণদ্বীপ
০৮|| জাতীয় ভোটার দিবস কবে?
®=> ১ মার্চে
০৯|| সীমান্তগান্ধী কার উপাধি?
®=> আবদুল গাফফার খানের।
১০|| "Diarchy" এর অর্থ কী?
®=> দ্বৈত শাসন।
১১|| "চা" উৎপাদনে বিশ্বে বাংলাদেশ কততম?
®=>৯ম
®=>নিবন্ধিত চা বোর্ড আছে ১৬৬টি
১২|| কাজী পেয়ারার উদ্ভাবক কে?
®=>ড.কাজী এম বদরুদ্দোজা
®=>বিশ্বে পেয়ারা উৎপাদনে ৮ম
®=>পেয়ারা উৎপাদনে শীর্ষে ভারত
১৩|| ছাগলের দুধ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ কততম?
®=>২য়
®=>গবাদিপশু উৎপাদনে ১২তম
১৪|| বিশ্বে মৌসুমি ফল উৎপাদনে বাংলাদেশ কততম?
®=>১০ম
১৫|| সয়াবিন তেল আমদানিতে বিশ্বে বাংলাদেশ কততম?
®=>৩য়
®=>উৎপাদনে ২১তম।
১৬|| পঞ্চম কৃষিশুমারি কবে শুরু হবে?
®=>২০১৯ সালের এপ্রিলে।
১৭|| একাদশ জাতীয় সংসদে কতজন নারী এমপি(MP)আছেন?
®=>২২ জন।
১৮|| প্রধানমন্ত্রীসহ মন্ত্রীসভায় মোট মন্ত্রী কত জন?
®=>২৫ জন।
®=>প্রতিমন্ত্রী ১৯ জন
®=>উপমন্ত্রী ৩ জন।
®=>মোট সদস্য সংখ্যা ৪৭ জন
১৯|| বাংলাদেশের কৃষিপণ্য কতটি দেশে রপ্তানি হয়?
®=>১২১টি দেশে।
২০|| বর্তমানে বাংলাদেশের পুলিশ বিভাগে জনবল কত?
®=>২ লাখ ১১ হাজার।
২১|| স্বাধীন ভারতের প্রথম নির্বাচিত মুসলিম মেয়র কে?
®=>ফিরহাদ হাকিম।
®=>যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের প্রথম মুসলিম বিচারপতি হালিম দানিদিয়া।
২২|| বিশ্ব ব্রেইল দিবস কবে?
®=>২৪ জানুয়ারি
®=>উদ্ভাবক অন্ধ জন ব্রেইল
২৩|| নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ,শহিদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ কোথায়?
®=>আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে।
২৪|| বর্তমানে দেশে নদীবন্দর কতটি?
®=>৩৩টি
®=>৩৩তম মেঘাই ঘাট-নাটুয়ারপাড়া, কাজীপুর সিরাজগঞ্জ।
২৫|| ২০১৮ সাল শেষে প্রাথমিক হিসাব অনুযায়ী দেশে দারিদ্র্যের হার কত?
®=>২১.৮%
®=>অতিদারিদ্র্যের হার→১১.৩%
®=>®নোট প্রণয়নে রমজান®
২৬|| দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী কে?
®=>ডা.দীপু মনি
®=>মন্ত্রিসভায় নারী সদস্য ৪ জন
®=>টেকনোক্র্যাট সদস্য ৩ জন
২৭|| বিশ্বের প্রথম কোয়ান্টাম কম্পিউটারের নাম কী?
®=>IBM Q System One
®=>নির্মাতা প্রতিষ্ঠান IBM
২৮|| Index Investin'র জনক কে?
®=>জন সি বোগল
®=>আকাশ পথে সাশ্রয়ী ভ্রমণের জনকও তিনি।
২৯|| বিশ্বে কাঁঠাল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
®=>ভারত
®=>বাংলাদেশ ২য়
৩০|| বিশ্বে আম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
®=>ভারত
®=>বাংলাদেশ ৭ম
৩১|| ICC'র নতুন প্রধান নির্বাহী কে?
®=>মানু স্বাহানী
৩২|| এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক
(AIIB) এর বর্তমান সদস্য কতটি?
®=>৭০টি
®=>৭০তম সদস্য বেলারুস
৩৩|| ICC এর বর্তমান সদস্য দেশ কতটি?
®=>১০৫টি
®=> সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র
৩৪|| ২৭তম APEC কোথায় অনুষ্ঠিত হয়?
®=>চিলিতে(১৬-১৭ নভেম্বর)
৩৫|| ৪৫তম G7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
®=>ফ্রান্সে(২৫-২৭ আগস্ট-১৯)
৩৬|| EIU'র ২০১৮ সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত?
®=>৮৮তম
®=>শীর্ষে নরওয়ে
®=>স্বৈরতান্ত্রিক দেশ উত্তর কোরিয়া
৩৭|| বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
®=>যুক্তরাষ্ট্র
৩৮|| জাতীয় স্মৃতিসৌধ কবে উদ্বোধন করা হয়?
®=>১৬ ডিসেম্বর ১৯৮২ সালে
®=>স্থপতি সৈয়দ মাইনুল হোসেন
৩৯|| বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
®=>ঢাকার মিরপুরে
®=>স্থপতি মোস্তফা হারুন কুদ্দুস হিলি
৪০|| বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কততম?
®=>৪১তম
®=>সর্বনিম্নে টুভ্যালু
৪১|| শরণার্থীবিষয়ক সংস্থা রিলিফওয়ের মতে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর জনসংখ্যা কত?
®=>২৮ লাখ ৯ হাজার
®=>বাংলাদেশে ১৩ লাখ
®=>সৌদি আরবে ৫ লাখ
®=>মিয়ানমারে ৪ লাখ
৪২|| হাইব্রিড বা আংশিক গণতন্ত্র সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
®=>৮৮ তম।
®=>ভারত ৪১
®=>শ্রীলংকা ৭১
৪৩|| বিশ্বে উচ্চ শিক্ষিত বেকারত্বের মধ্যে বাংলাদেশ কততম?
®=>২য়
®=>১ম পাকিস্তান
®=>৩য় ভারত
৪৪|| বিশ্বের শীর্ষ মুসলিম ব্যক্তিত্ব কে?
®=>রিসেব তায়েব এরদোগান(তুরস্ক)
৪৫|| রবীন্দ্রনাথের গীতবিতান গ্রন্থে মোট গানের সংখ্যা কত?
®=>২৩০০টি।
৪৬|| বিশ্বের শীর্ষ ১০০ জন চিন্তাবিদের মধ্যে ১০ ক্যাটাগরির "প্রতিরক্ষা ও নিরাপত্তা"ক্যাটাগরির ১০ জনের মধ্যে প্রধানমন্ত্রী কততম?
®=>৯ম
৪৭|| বিশ্বে ধনকুবেরের সংখ্যা কত?
®=>২২০৮ জন
®=>বিশ্বে মাত্র ২৬ জন ধনীর হাতে ৩৮০ দারিদ্র্যের সমান সম্পদ রয়েছে।
৪৮|| বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ ধনী কে?
®=>জেফ বেজোস
৪৯||জেফ বেজোসের সম্পদের পরিমাণ কত?
®=>১১,২০০ কোটি মার্কিন ডলার।
®=> বাংলাদেশি টাকায় ৯ লক্ষ ৪০ হাজার কোটি টাকা
৫০|| বন্দর সুবিধায় বিশ্বে ১৬০টি দেশের মধ্যে বাংলাদেশ কততম?
®=>১০০ তম।
>>Ramjan
৫১|| বিশ্বে ধনী বৃদ্ধির শীর্ষ দেশের তালিকায় বাংলাদেশ কততম?
®=>৩য়
®=>১ম নাইজেরিয়া
®=>২য় মিশর
৫২|| প্রাইভেট-টিউশনে শীর্ষ দেশের নাম কী?
®=>বাংলাদেশ(৯২%)
®=>সর্বনিম্নে ফিজি(০৫%)
৫৩|| পাঠক ভোটে বিশ্বের সুন্দর দেশ
কোনটি?
®=>স্কটল্যান্ড
®=>জীবন-যাপনে গুণগত কানাডা
৫৪|| বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট কোন দেশের?
®=>জাপানের।
৫৫|| ছাগলের দুধ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ কততম?
®=>২য়
®=>গবাদিপশু উৎপাদনে ১২তম
৫৬|| বঙ্গদেশে প্রথম কতটি স্থানকে কবে নদীবন্দর ঘোষণা করা হয়েছিল?
®=>৬টি স্থানকে ১৯৬০ সালে।
৫৭|| বিশ্বে ফল উৎপাদন বৃদ্ধির সর্বোচ্চ রেকর্ড কোন দেশের?
®=>বাংলাদেশের(১১.৫%)
৫৮|| কাঁঠাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশ কততম?
®=>২য়
®=>আম উৎপাদনে ৭ম
®=>পেয়ারা " ৮ম।
৫৯|| বাংলাদেশ ছাগলের দুধ উৎপাদনে কততম?
®=>২য়
®=>ছাগলের সংখ্যা ও মাংস উৎপাদনে ৪র্থ
৬০|| বর্তমানে বিশ্বের কতটি দেশে কোটির উপরে বাংলাদেশি প্রবাসী রয়েছে?
®=>১৫৭টি।
৬১|| দেশের বাইরে প্রথম শহিদ মিনার কোথায় অবস্থিত?
®=>যুক্তরাজ্যের লন্ডনে।
৬২|| দেশের বাইরে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
®=>অস্ট্রেলিয়ার সিডনি শহরে।
৬৩|| বিশ্ব ব্যাংকের ১২তম প্রেসিডেন্ট কে ছিলেন?
®=>জিম ইয়ং কিম(পদত্যাগ করেন ৭ জানুয়ারি ২০১৯)
৬৪|| বর্তমানে UNESCO এর সদস্য সংখ্যা কত?
®=>১৯৩
৬৫|| কবে কিউবা ৬০ বছর পূর্তিতে হিরক জয়ন্তী পালন করছে?
®=>১ জানুয়ারি ২০১৯ এ।
নোট MD. Ramjan
#সংখ্যা::::::
® ৭১১১টি--বিশ্বে প্রচলিত ভাষা
® ৪৫৭১টি--বর্তমানে দেশে ইউনিয়ন
® ৩১১২টি--বর্তমানে দেশে পত্রিকার সং.
® ১২৪৮টি--বর্তমানে দৈনিক পত্রিকার স.
® ৮৪০টি--পাপুয়ানিউগিনির ভাষা
® ৩৭৩টি--বর্তমানে হাওরের সংখ্যা
® ১৭১টি--IAEA এর বর্তমান সদস্য
® ৭৭টি--বাংলাদেশের মোট মিশন
® ৭০টি---AIIB'র সদস্য
® ৫৮টি--দেশে বাংলাদেশের মিশন আছে
® ৫০টি--সংসদের স্থায়ী কমিটির সদস্য
® ৪৮টি--বর্তমানে তেল-গ্যাস মোট ব্লক
® ৪০টি--বর্তমানে নিবন্ধিত রাজনৈ. দল
® ৩৯টি--মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমি.
® ৩৩টি--ময়মনসিংহ সিটির ওয়ার্ড
® ২৬টি--বঙ্গপসাগরে অবস্থিত ব্লক
® ২১জন--একুশে পদক লাভ করেন
® ১১টি--সংসদীয় স্থায়ী কমিটির স.
® ১১টি--এয়ার ডিফেন্স আর্টিলারি ইউনি
® ১০জন--মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির স.
® ০৬টি--ইলিশের অয়াশ্রম
® ০৪জন--বাংলা একা.সাহিত্য পুরস্কার
® ০৩টি--ভৌগোলিক নির্দেশক পণ্য
® নোট---রমজান
#বিশ্বে_কততম::::::?
® ১ম--অ্যালুমিনিয়াম উৎপাদনে চীন।
® ১ম--ব্যবহৃত চৈনিক ভাষা(চীন)
® ১ম--অর্থ পাচারে চীন
® ১ম--পাম অয়েল উৎপা. ইন্দোনেশিয়া
® ১ম--বৈশ্বিক মেধা সূচকে সুইজারল্যান্ড
® ১ম--বৈশ্বিক সংযোগ সূচ. নেদারল্যান্ড
® ১ম--স্বাধীনতা সূচকে হংকং
® ১ম--দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া
® ১ম--ম্যালওয়্যার আক্রান্তে বাংলাদেশ
® ১ম--বৃহত্তম উদ্বাস্তু শিবিরে বাংলাদেশ
® ৪র্থ--পাম অয়েলে উৎপা. বাংলাদেশ
® ৬ষ্ঠ--ব্যবহৃত বাংলা ভাষা
® ১০ম--প্লাস্টিক দূষণে বাংলাদেশ।
® ৮৫তম--যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল
নোট MD. Ramjan
#মার্চ_মাসের_কারেন্ট_অ্যাফেয়ার্স থেকে
পর্ব ০২
০১| বর্তমান বিশ্বে একমাত্র নগর রাষ্ট্রের নাম কী?
🔀সিঙ্গাপুর
০২| ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগানের প্রবক্তা কে?
🔀দার্শনিক রুশো
০৩| যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে কোন দুটি অঙ্গরাজ্য মূল ভূ-খণ্ডের বাইরে অবস্থিত?
🔀হাওয়াই ও আলাস্কা
০৪| যুদ্ধাহত ও যুদ্ধবন্দি ব্যক্তিদের সাথে আচরণবিধি সম্পর্কিত স্বাক্ষরিত চুক্তির নাম কী?
🔀জেনেভা কনভেনশন
০৫| জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কোন নামে পরিচিত?
🔀Blue Beret(নীলটুপি)
০৬| জাপানের গোয়েন্দা সংস্থার নাম কী?
🔀নাইচো
০৭| আন্তর্জাতিক জীববৈচিত্র্য দশক কোনটি?
🔀(২০১১-২০২০)
০৮| সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কোথায় অবস্থিত?
🔀কলম্বো শ্রীলংকা।
০৯| OIC'র অফিসিয়াল ভাষা কতটি?
🔀৩টি(আরবি,ইংরেজি,ফারসি)
১০| সাংস্কৃতিক বিপ্লব"সংঘটিত হয় কোন দেশে?
🔀চীনে
১১| অসমাপ্তজীবনী'এ পর্যন্ত কতটি ভাষায় অনূদিত হয়েছে?
®→৯টি
®→ইংরেজি,হিন্দি,চৈনিক,জাপানি,
ফরাসি,আরবি,তুর্কি,স্প্যানিশ ও সর্বশেষ অসমীয়া।
১২| সুইডিশ ভাষায় প্রকাশিত বঙ্গবন্ধুকে নিয়ে লেখা মহাকাব্যিক স্বগতসংলাপ(Epic Monologue)এর নাম কী?
®→আমি শেখ মুজিব
১৩| শেখ মুজিবুর রহমানকে কবে'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয়?
®→২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ খ্রি.
®→তখনকার ডাকসু ভিপি তোফায়েল আহমেদ এ উপাধি দেয়।২০১৯ ছিল সুবর্ণজয়ন্তী।
১৪| সম্প্রতি(২৯ জানুয়ারি ২০১৯) "নজরুল মানস"নামক বইটি কে লিখেছেন?
®→বর্তমান ছায়ানট সভাপতি সনজীদা খাতুন
১৫| "কাশ্মীর সংহতি"দিবস ও জাতীয় গ্রন্থাগার দিবস কবে?
®→৫ ফেব্রুয়ারি
১৬| আল্লাহর ৯৯টি গুণবাচক নামে তৈরি স্তম্ভটি কোথায়?
®→মুন্সিগঞ্জ শহরে।২৬.৬ ফুট উচ্চতা।
১৭| ঢাকার নিকুঞ্জ গেটের সামনে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্যটির নাম কী?
®→'বীর'উচ্চতা ৫৩ ফুট
১৮| গাম্বিয়া সরকারের কাছ থেকে পাওয়া উপাধি বাংলাদেশের"পতাকা-কন্যা"কে?
®→ লক্ষ্মীপুরের নাজমুন নাহার সৌহাগী সুইডেন প্রবাসী(১২৫টি দেশ ভ্রমণ....)
১৯| বর্তমানে বাংলাদেশে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা স্বীকৃত নারী কতজন?
®→২৭১ জন।
২০| বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কতটি?
®→৬২টি
২১| বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কত সালে?
®→১৯৮৫ সালে
®৪৬০টি উপজেলায়
২২| দেশে মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত?
®→৪০টি(প্রতীক সিংহ)
২৩| দেশের তৃতীয় GI পণ্যের নাম কী?
®→চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ক্ষীরশাপাতি আম।
®১ম GI পণ্য জামদানি,
®২য় GI পণ্য ইলিশ
২৪| বর্তমানে দেশে মোট সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের সংখ্যা কতটি?
®→৬৩১টি
২৫| দেশে কতটি ইলিশের অভয়াশ্রম রয়েছে?
®→৬টি
®→৬ষ্ঠ অভয়াশ্রম বরিশালে
®→নোট রমজান
২৬| বিশ্বের কতটি দেশের ব্যবহৃত ভাষা বাংলা?
®→৪টি
®→ব্যবহারের দিকে বাংলা ভাষা ৬ষ্ঠ
®→ভাষা আছে ৪৫টি
২৭| মুসলমান অধ্যুষিত "মিন্দানাও"দ্বীপটি কোন দেশে অবস্থিত?
®→ফিলিপাইনের দক্ষিণে।
®→পূর্ব এশিয়ার ফিলিস্তিন নামে পরিচিত
২৮| ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট কে?
®→নিকুলাস মাদুরো।
®→বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা সমর্থন দেয় রাশিয়া,চীন,তুরস্ক,ইরান।
২৯| মেসোডোনিয়ার নতুন নাম কী?
®→উত্তর মেসোডোনিয়া প্রজাতন্ত্র(Republic of North Mecedonia)
®→১২ ফেব্রুয়ারি ২০১৯
৩০| যানজটে শীর্ষ শহর কোনটি?
®→ঢাকা, ২য় কলকাতা
৩১| অর্থপাচারের দিক থেকে বিশ্বে বাংলাদেশ কততম?
®→১৯তম
®→শীর্ষে চীন
৩২| বিশ্ব ডান দিবস(World Pulse Day) কবে?
®→১০ ফেব্রুয়ারি।
৩৩| কবি আল মাহমুদ কবে মারা যান?
®→১৫ ফেব্রুয়ারি
®→জন্ম-মৃত্যু(৯৩৬-২০১৯)
৩৪| কবি আল মাহমুদের প্রকৃত নাম কী?
®→মীর আবদুস শুকুর
৩৫| কবি আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ ও উপন্যাসের নাম কী?
®→লোক-লোকান্তর(১৯৬৩)
®→ডাহুকী(১৯৯২)
নোট MD. Ramjan
৩৬| কোন দেশের ৩টি রাজধানী আছে?
🔀দক্ষিণ আফ্রিকার
প্রশাসনিক---প্রিটোরিয়া
আইন/বিধানিক---কেপটাউন
বিচার----ব্লুমফনটেন
৩৭| বাংলাদেশে সর্ব প্রথম উপজেলা নির্বাচন হয় কত সালে?
🔀 ১৯৮৫ সালে(রাষ্ট্রপতি এরশাদ এর সময়ে)
৩৮| রঙিন ভুট্টার জাত উদ্ভাবন করেন কে?
🔀 ড. আবেদ চৌধুরী
৩৯| বাংলাদেশের সবচেয়ে উঁচু বসতি ---?
🔀পাসিং পাড়া
৪০| অর্থনৈতিক সমীক্ষা-২০১৮ অনুযায়ী বাংলাদেশের স্বাক্ষরতার হার কত?
🔀৭১%
🔀 জিডিপিতে শিল্পখাতের অবদান ৩২.৭১%
🔀মাথাপিছু আয় ১৭৫২ মা.ড.
®সর্বশেষ তথ্যানুযায়ী মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার।
®প্রবৃদ্ধির----৮.১৩%
৪১| একটি সম্পপূর্ণ মঙ্গলকাব্যের কতটি অংশ থাকে?
🔀৫টি
🔀মনসামঙ্গল কাব্যের আদিকবি--কানাহরি দত্ত।
৪২| জিজিয়া কর ও তীর্থকর রহিত করেন কে?
🔀সম্রাট আকবর
৪৩| বাংলাদেশে প্রথম প্রজাপতি পার্ক কোথায় গড়ে উঠেছে?
🔀চট্টগ্রামে।
৪৪| দেশের বৃহত্তম কৃষিখামারের নাম কী?
🔀দত্তনগর,কৃষিখামার।মহেশপুর,ঝিনাইদহ।
৪৫| একটি কাঁচা পাটের গাইটের ওজন কত মণ?
🔀 সাড়ে তিন মণ।
৪৬| বাংলাদেশে কম দারিদ্র্য হারে শীর্ষ জেলার নাম কী?
🔀কুষ্টিয়া(৩.৬০%)
৪৭| আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের উপর আরোপিত করকে কী বলে?
🔀কাস্টম ডিউটি(Custom Duty)
৪৮| বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত বছর?
🔀 ৪ বছর।
৪৯| বাংলাদেশের একমাত্র "রেয়ন"মিলটি কোথায় অবস্থিত?
🔀 চন্দ্রঘোনা,রাঙামাটি।
৫০| বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানারর নাম কী?
🔀খুলনা শিপইয়ার্ড লি.।
🔀 নোট রমজান
৫১| বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ এর নাম কী?
🔀উত্তরা EPZ(নীলফামারী)
৫২| সংবিধানে মৌলিক অধিকার সংক্রান্ত কতটি অনুচ্ছেদ রয়েছে?
🔀 ২২টি
🔀 আইনের দৃষ্টিতে সমান---২৭ নং
৫৩| বাংলার আদি জনপদগুলোর ভাষা কী ছিল?
🔀 অস্ট্রিক
৫৪| ১৯৭১ সালে পাকিস্তানের নৌ-শক্তি ধ্বংসের জন্য পরিচালিত অভিযানের নাম কী?
🔀 অপারেশন জ্যাকপট
৫৫| বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়?
🔀 ১ নভেম্বর ২০০৭ সালে।
৫৬| জাতীয় অর্থনীতির নীতি নির্ধারণে সর্বোচ্চ ফোরামের নাম কী?
🔀 একনেক
৫৭| মাঠ পর্যায়ে প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ স্তরের নাম কী?
🔀 বিভাগ
৫৮| বর্তমানে বাংলাদেশ সিভিল সার্বিসের(BCS) ক্যাডার সংখ্যা কত?
🔀 ২৬টি।
৫৯| বাংলাদেশের কোন চাষ পদ্ধতিকে FAO কৃষি ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে?
🔀ভাসমান চাষ পদ্ধতিকে।
৬০| "বেবি জিংক"ট্যাবলেটের আবিষ্কারক---
🔀 icddr,b
#মার্চ_মাসের_কারেন্ট_অ্যাফেয়ার্স থেকে
পর্ব ০৩
#সংখ্যা::::::
® ৭১১১টি--বিশ্বে প্রচলিত ভাষা
® ৪৫৭১টি--বর্তমানে দেশে ইউনিয়ন
® ৩১১২টি--বর্তমানে দেশে পত্রিকার সং.
® ১২৪৮টি--বর্তমানে দৈনিক পত্রিকার স.
® ৮৪০টি--পাপুয়ানিউগিনির ভাষা
® ৩৭৩টি--বর্তমানে হাওরের সংখ্যা
® ১৭১টি--IAEA এর বর্তমান সদস্য
® ৭৭টি--বাংলাদেশের মোট মিশন
® ৭০টি---AIIB'র সদস্য
® ৫৮টি--দেশে বাংলাদেশের মিশন আছে
® ৫০টি--সংসদের স্থায়ী কমিটির সদস্য
® ৪৮টি--বর্তমানে তেল-গ্যাস মোট ব্লক
® ৪০টি--বর্তমানে নিবন্ধিত রাজনৈ. দল
® ৩৯টি--মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমি.
® ৩৩টি--ময়মনসিংহ সিটির ওয়ার্ড
® ২৬টি--বঙ্গপসাগরে অবস্থিত ব্লক
® ২১জন--একুশে পদক লাভ করেন
® ১১টি--সংসদীয় স্থায়ী কমিটির স.
® ১১টি--এয়ার ডিফেন্স আর্টিলারি ইউনি
® ১০জন--মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির স.
® ০৬টি--ইলিশের অয়াশ্রম
® ০৪জন--বাংলা একা.সাহিত্য পুরস্কার
® ০৩টি--ভৌগোলিক নির্দেশক পণ্য
#বিশ্বে_কততম::::::?
® ১ম--অ্যালুমিনিয়াম উৎপাদনে চীন।
® ১ম--ব্যবহৃত চৈনিক ভাষা(চীন)
® ১ম--অর্থ পাচারে চীন
® ১ম--পাম অয়েল উৎপা. ইন্দোনেশিয়া
® ১ম--বৈশ্বিক মেধা সূচকে সুইজারল্যান্ড
® ১ম--বৈশ্বিক সংযোগ সূচ. নেদারল্যান্ড
® ১ম--স্বাধীনতা সূচকে হংকং
® ১ম--দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া
® ১ম--ম্যালওয়্যার আক্রান্তে বাংলাদেশ
® ১ম--বৃহত্তম উদ্বাস্তু শিবিরে বাংলাদেশ
® ৪র্থ--পাম অয়েলে উৎপা. বাংলাদেশ
® ৬ষ্ঠ--ব্যবহৃত বাংলা ভাষা
® ১০ম--প্লাস্টিক দূষণে বাংলাদেশ।
® ৮৫তম--যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল

No comments