Breaking News

প্রাইমারি শিক্ষক নিয়োগ টিপস:::


Image result for প্রাইমারি নিয়োগ পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন্স

১। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন
থেকে চালু হয়.?
-- ১ জানুয়ারি, ১৯৯২
২। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কোন
সালে.?
-- ১৯৭৪ সালে।
৩। কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা
কমিটি গঠিত হয়.?
-- ১৭ জন।
৪। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি.?
-- কুদরাত- এ - খুদা শিক্ষা কমিশন।
৫। প্রাথমিক শিক্ষার বয়সসীমা--
-- ৬ থেকে ১১ বছর।
৬। বর্তমানে বাংলাদেশে শিক্ষিতের হার কত.?
-- ৭১%
৭। প্রাথমিক স্কুলে ৬০% বা আরো অধিক হারে মহিলা
শিক্ষক নিয়োগের পক্ষে প্রধান যুক্তি কোনটি.?
-- মহিলারা শিশুদের প্রতি বেশি স্নেহশীল।
৮। বাংলাদেশের প্রাথমিক স্কুলে বছরে কত ঘণ্টা
পড়ানো হয়.?
-- ৫৪৪ ঘন্টা।
৯। প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলক) আইন কোন সালে
পাস হয়.?
-- ১৯৯০ সালে।
১০। আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা
কোনটি.?
-- ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া।
১১। প্রাথমিক স্থরে ধর্ম বই পড়ানো হয় কোন
শ্রেণী থেকে.?
-- ৩য় শ্রেণী থেকে।
১২। সর্বশেষ প্রতিষ্টিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
শিক্ষাবোর্ড কোনটি...?
-- ময়মনসিংহ।
১৩। এইচ এস সি ও আলিম পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি
চালু হয় কবে থেকে.?
-- ২০০৩ সালে।
১৪। এস এস সি পরীক্ষা কবে থেকে লেটার
গ্রেডিং পদ্ধতিতে আনা হয়েছে.?
-- ২০০১ সালে।
১৫। বাংলাদেশ 'কারিগরি শিক্ষা বোর্ড' চালু হয় কবে.?
-- ১৯৫৪ সালে।
১৬। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি কার্যক্রম চালু হয়
কবে.?
-- ২০০২ সালে।
১৭। বর্তমান শিক্ষার কয়টি ধারা প্রচলিত আছে.?
-- ৩ টি।
১৮। জাতীয় শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের
সংক্ষিপ্ত নাম কি.?
-- NAEM
১৯। জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত.?
-- গাজীপুর।
২০। বর্তমানে বাংলাদেশে পি টি আই (PTI) মোট
কয়টি.?
-- মোট ৫৮ টি। এর মধ্যে ৫৬টি সরকারি এবং ২টি
বেসরকারি।

No comments