Breaking News

বিসিএস ভাইভা স্পেশাল প্রস্তুতি নির্দেশনাঃ


১. ভাল ড্রেস হলে আপনার কনফিডেন্স বাড়বে, আপনার সম্পর্কে ভাল ধারনা হবে,কিন্ত এর থেকে বাড়তি পাওনা আশা না করাই ভালো।
২.ভাগ্য ভাল হলে আপনার নিজের সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। অনেক সময় সেটা ইংরেজিতে বলতে বলে,তাই শুদ্ধ, সাধারন ইংরেজিতে নিজের সম্পরকে পাঁচ লাইন বলার মত কৌশল রপ্ত করে যাওয়া ভাল।
৩. আপনি কি কারনে প্রথম চয়েজ দিয়েছেন, এর একটা শক্তিশালী যুক্তিক ব্যাখ্যা দাড় করান। আপনি যদি মিথ্যাও বলেন, তবে এর পক্ষেই যুক্তি থাকবে যেন স্যার বিশ্বাস করে আপনি সত্য বলছেন।
৩. আপনার এলাকার নাম করণের ইতিহাস, বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত স্থান, কুখ্যাত ব্যক্তি, মুক্তিযোদ্ধা, সাহিত্যক, সম্পরকে বিশদভাবে জেনে যাওয়া ভাল। এসব বিষয়ে সচরাচর জিজ্ঞেস করে থাকে।
৫.সাবজেক্ট সম্পরকে মোটামোটি একটা ভাল ধারনা থাকা জরুরী। কারন কপাল মন্দ হলে আপনার ব্যাকগ্রাউন্ডের টিচার থাকলে প্রশ্ন করবেই। যাদের থিওরেটিকাল সাবজেক্ট, তাদের ক্ষেত্রে বিখ্যাত থিওরির প্রবক্তা, কি বলতে চেয়েছেন এ ব্যাপারে একটা ভাসাভাসা জ্ঞান থাকা ভাল।
৬.আপনার সাবজেক্টের সাথে প্রথম চয়েজের কয়েকটা সম্পরক বের করে ফেলুন। মোটামুটি কাছাকাছি হইলেই হলো। বাট আপনাকে বলতে হবে।
৭. মুক্তিযুদ্ধ সম্পরকে অবশ্যই জিজ্ঞেস করবে। সেক্ষেত্রে সাত নভেম্বর, বংগবন্ধু হত্যা, স্বাধীনতার ঘোষক, আপনার এলাকা কোন সেক্টরে ছিল, সেক্টর কমান্ডারের নাম, এলাকার বিখ্যাত মুক্তিযোদ্ধা এসব সম্পরকে রেফারেন্স সহ জানা থাকা ভাল।
৮. সাধারণত জেল হত্যা, সাত নভেম্বর সম্পরকে জানতে চাওয়া হয়। এজন্য এক, দুইটা রেফারেন্স বই পড়ে ফেলতে পারেন। বন্ধুদের সাথে আড্ডার ছলে আলোচনার মাধ্যমে পড়লে মনে থাকবে বেশি।
৯. আপনি যে চয়েজই দেন না কেন, বর্তমানে আসেপাশে ঘটে যাওয়া ঘটনা সম্পরকে ভাল ধারনা থাকা জরুরী। আপনার ফার্স্ট চয়েজ এডমিন, পুলিশ হলেও চলতি বিশ্ব সম্পরকে একটু সজাগ থাকা উচিত। যেমন মায়ানমারের রোহিংগা ইস্যু, এর ইমপ্যাক্ট, সমাধান, ভারতের সাথে রিলেশেন, আমেরিকা, রাশিয়া, উত্তর কোরিয়ার রাজনীতি সম্পরকে একটু জেনে যাওয়া ভাল।
১০. আপনি কি ভাল পারেন, পড়াশোনার বাইরে কোন প্রতিভা থাকলে ভাল না থাকলেও সমস্যা নাই। এ ব্যাপারে অনেক সময় জিজ্ঞেস করে। তাই একটু ঝালিয়ে নেয়া উচিত। যেমন আবৃত্তি, গান,উপস্থাপনা, বিতর্ক, ছবি আঁকা ইত্যাদি।
১১. যাদের পড়াশোনার অভ্যাস আছে তাদের ক্ষেত্রে কোন বইয়ের চরিত্র সম্পরকে জানতে চাওয়া হয়, সে সম্পরকে একটু জেনে যাওয়া ভাল।
১২. আজকেই রেডি করে ফেলেন ভাইভার আগের রাত থেকে বোর্ডের সামনে যাওয়া পর্যন্ত কি করেছেন। কারন স্যারতো আর জানবেনা আপনি এটা এখনই রেডি করেছেন!!
সবার জন্য শুভ কামনা। এবার ভাইভাটা আপনার জন্য হোক

No comments