Breaking News

সমার্থক শব্দঃ টেকনিক ও মনে রাখার কৌশল..

-------------------------------------------------------------
১।
#পৃথিবীঃ অখিল, পৃথ্বী অবনীর মেয়ে উর্বী, মহী ও
মেদিনীকে নিয়ে বসুন্ধরা সিটিতে গেল।
.
উপরের বাক্যের অখিল,পৃথ্বী, অবনী,
উর্বী,মহী,মেদিনী বসুন্ধরা পৃথিবীর সমার্থক শব্দ।

২।
#সূর্যঃ তপন আদিত্য ও ভানুরবি আফতাবের সাথে সবিতার বিয়ে দিতে ফুল আনতে ভাস্কর,দিবাকর,প্রভাকর,বিভাকর ও
বিভাবসুকে অর্কের বন্ধু মার্তণ্ডের কাছে পাঠালো।
.
উপরের বাক্যে তপন,আদিত্য,ভানু,রবি, আফতাব,সবিতা,ভাস্কর,দিবাকর,প্রভাকর,বিভাকর,বিভাবসু,অর্ক,মার্তণ্ড সূর্যের প্রতিশব্দ

৩।
#চাঁদঃ ওরে হিমাংশু, সোম ও বিধু, ইন্দু, মৃগাঙ্ক, রজনীকান্ত...
চাঁদের মেয়ে চন্দ্রমাকে ভালোবাসতো সুধাকরের ছেলে নিশাকর নিশাকান্ত..
শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাংশু সবাই তাহা জানতো..
.
উপরের বাক্যে- চাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত ইত্যাদি চাঁদের সমার্থকক শব্দ।

৪।
#গরু : গো, গাভী, ধেনু, পয়স্বিনী।

৫।
ঘোড়া : ঘোটক অশ্বের সাথে বাজী ধরে তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম হয়।

** উপরের বাক্যের – ঘোটক, অশ্ব,বাজী, তুরগ, তুরঙ্গ,তুরঙ্গম ও হয় → ঘোড়ার প্রতিশব্দ।
৬।
#সিংহ : পশুরাজ মৃগরাজ মৃগেন্দ্র হর্ষক্ষ হরির মেয়ে কেশরীকে বিয়ে করে।

** উপরের বাক্যের – পশুরাজ,মৃগরাজ, মৃগেন্দ্র, হর্ষক্ষ, হরি,কেশরী হল সিংহের প্রতিশব্দ।
৭।
#হাতি : দ্বিরদের ছেলে করীগজকে বারণ করার পরেও দন্তীর মেয়ে হস্তীকে দেখতে জনহীন দ্বিপ মাতঙ্গকুঞ্জরে গেল।

** উপরের বাক্যের – দ্বিরদ,করী, গজ, বারণ, দন্তী, হস্তী, দ্বিপ, মাতঙ্গ, কুঞ্জর হল হস্তী বা হাতির প্রতিশব্দ।
৮।
#হরিণ : শম্বর, মৃগ, কুরঙ্গ,ঋষ্য,সারঙ্গ, সুনয়ন।

৯।
সাপ : তিন বোন নাগ,উরগ ও পন্নগ কাকোদরের অন্য তিন ভাই ভুজগ,ভুজঙ্গ ও ভুজঙ্গমকে পেতে অহিনাগের কাছে যায়।

** উপরের বাক্যের – নাগ,উরগ,পন্নগ,কাকোদর, ভুজগ, ভুজঙ্গ, ভুজঙ্গম,অহি, নাগ হল সাপের প্রতিশব্দ।
** এছাড়াও আমাদের পরিচিত – সর্প, আশীবিশ,ফণী, ফণাধর, ফণধর ,বিষধর, বায়ুভুক হল সাপের প্রতিশব্দ।

১০।
#ময়ূর : কলাপীর চার মেয়ে কেকা, কেকী, শিখী ও শিখণ্ডী।
এ বাক্যের – কলাপী, কেকা, কেকী, শিখী, শিখণ্ডী হল ময়ূরের প্রতিশব্দ। এছাড়াও ‘বর্হী’ও ময়ূরের প্রতিশব্দ

১১।
#আগুনঃ অনল, পাবক, আগুন, দহন, সর্বভূক, বহ্নি, বৈশ্বানর, শিখা,
হুতাশন, , কৃশানু, বিভাবসু, সর্বশুচি, একই অর্থে লিখা....

১২।
#আকাশঃ ব্যোম, খগ, নভোঃ, অন্তরিক্ষ গগনে উঠিছে ঝড়
আসমান, আর নভোমণ্ডল, হেরে আসিতেছে অম্বর
.
এখানে - ব্যোম, খগ, নভোঃ, অন্তরিক্ষ, গগন, আসমান, আর নভোমণ্ডল, অম্বর ইত্যাদি আকাশের সমার্থক

১৩।
#বায়ুঃ অনিল মারুত বাতাসে আজ গন্ধবহ বন
সমীর পবনে ছুটে যায় হাওয়া দখিনা সমীরণ....

উপরের বাক্যে - বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ ইত্যাদি বায়ুর সমার্থক শব্দ।
☞☞এর চেয়ে #সহজ_নিয়ম মনে হয় আর নেই
সমার্থক শব্দগুলো মনে রাখার নিয়ম:

-#সমুদ্র= যে শব্দগুলোর শেষে 'ধি' থাকবে সেগুলো সমুদ্রের প্রতিশব্দ 
.
#মেঘ = যে শব্দগুলোর শেষে 'দ' বা 'ধর' থাকবে সেগুলো মেঘের প্রতিশব্দ।
.
যেমন- সমুদ্রের প্রতিশব্দ বারিধি, জলধি, জলনিধি, অম্বুধি, সরোধি, উদধি, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি ইত্যাদি। লক্ষ করুন সবগুলো শব্দের শেষে 'ধি' আছে।
আবার মেঘের প্রতিশব্দ বারিদ, জলদ, অম্বুদ, তোয়দ, জলধর, পয়োধর, তোয়ধর, নীরদ, পয়োদ ইত্যাদি। লক্ষ্য করুন সবগুলো শব্দের শেষে 'দ' বা 'ধর' আছে।

"পাহাড়"/ পৃথিবী = শব্দগুলোর শেষে "ধর" থাকলে হবে "পাহাড়" এবং "ধর" না থাকলে হবে "পৃথিবী"
,,,,,,যেমন
পাহাড় >: ভূধর, মহীধর, ধরাধর, ক্ষিতিধর, পৃথ্বিধর, অবনীধর, বসুধাধর,
পৃথিবী >: ভূ, মহী, ধরা, ক্ষিতি, পৃথ্বি, অবনী, বসুধা.

No comments