Breaking News

চাকুরীর ভাইভার কিছু প্রশ্নোত্তর

  1. প্রশ্ন - ১ : মাননীয় & মহামান্য এদের মধ্যে পার্থক্য কী? 
  2. উত্তর : মাননীয়----
    যাকে মান্য করা প্রত্যেক নাগরিকের কর্তব্য
    যেমন: প্রধানমন্ত্রীকে সম্মোধনের ক্ষেত্রে মাননীয় ব্যবহার করা হয়।
    .
    মহামান্য ---
    যাকে মান্য করা প্রত্যেক নাগরিকের অবশ্য কর্তব্য এবং যিনি আইনের ঊর্ধ্বে অবস্থান করেন।
    যেমন: রাষ্ট্রপতিকে সম্মোধনেরক্ষেত্রে মহামান্য ব্যবহার করা হয়।
    .
    প্রশ্ন - ২ : কত তারিখ থেকে বাবার নামের সাথে মায়ের নাম লেখা শুরু হয়?
    উত্তর : ১৯৯৮ সালের ৯ ডিসেম্বর রোকেয়া দিবসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের নাম লেখার ঘোষণা দেন এবং ২০০০ সালের ২৭ আগস্ট কার্যকর হয়।আর সার্টিফিকেটে পিতার নামের সাথে মায়ের নাম লেখা চালু হয়-২০০৪ সালে।
    .
    প্রশ্ন - ৩ : ১, ২, ৫ টাকার কয়েন গুলো কেন সরকারি মুদ্রা ?
    উত্তর : আমরা সবাই জানি ১, ২, ৫ টাকার কয়েনগুলো সরকারি মুদ্রা কারণ এগুলোতে অর্থ সচিবের স্বাক্ষর থেকে আর বাকি নোটগুলোতে থাকে
    বাংলাদেশ ব্যাংকের গভর্নরের । মূলত দেশের টাকা ছাপানোর দায়িত্ব হলো বাংলাদেশ ব্যাংকের । এজন্য ৫ থেকে ১০০০ হাজার টাকার নোট ছাঁপানোর জন্য বাংলাদেশ ব্যাংকে যতটাকা ছাঁপাবে ততটাকার সমান টাকা বা gold বা ডলার মজুদ রাখতে হয় ফরেন রিভার্জ সিরিকিউরিটি হিসেবে ।
    অপর পক্ষে
    ১ ২ ও ৫ টাকার কয়েন ছাঁপানোর জন্যসরকারকে কোন Gold রিজার্ভ রাখতে হয় না । ফলে বহুল ব্যবহৃত এসব কয়েন সরকার ইচ্ছামতো পরিমাণে বানাতে পারে ,এতে দেশের অনেক সময় মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরা যায় । সেজন্য বহুলব্যবহৃত এসব কয়েনকে সরকারি মুদ্রা বলা হয়।
    .
    প্রশ্ন - ৪ : "সরকারি সফর" এবং "রাষ্ট্রীয় সফর" এর মধ্যে পার্থক্য কী?
    উত্তর : রাষ্ট্র প্রধান ( রাষ্ট্রপতি), মন্ত্রিপরিষদ প্রধান ( প্রধানমন্ত্রী) - সফর হলো - রাষ্ট্রীয় সফর,
    অন্যদিকে - সরকারের মন্ত্রী, এমপি, আমলাদের সফর হলো - সরকারি সফর
    .
    প্রশ্ন - ৫ : আইটি পার্ক ও হাইটেক পার্কের মধ্যে পার্থক্য কী?
    উত্তর : আইটি পার্ক মূলত সফটওয়ার ডেভেলপমেন্ট কিংবা আউটসোর্সিং কাজের সাথে সম্পর্কিত ।
    যেমন : স্যামসাং, অ্যাপল ইত্যাদির ক্যাম্পাস।
    আর হাইটেক পার্ক হল উন্নতটেকনোলজিরর সাথে রিসার্চ ডেভেলপমেন্ট এবং প্রোডাকশন ইত্যাদির সমন্বয়।
    যেমন : সুইজারল্যান্ডের রোল্যাক্স আর ইসরাইলের চিকিৎসা আর সামরিক ইন্ডাস্ট্রি।
    .
    প্রশ্ন - ৬ : হাওর, বাওর এবং বিল, ঝিল এর পার্থক্য কী ?
    উত্তর : হাওর হচ্ছে বিশাল গামলা আকৃতির জলাশয় যা ভূআলোড়নের ফলে সৃষ্টি হয় এবং সেখানে অনেক পানি জমে।
    যেমনঃ হাকালুকি।
    অন্যদিকে, বাওর হল পুরাতন নদীর গতিপথ পরিবর্তনের মাধ্যমে সৃষ্ট জলাশয়। বিল পুরাতন নদীর গতিপথের ধার ঘেঁষে সৃষ্টি হয়। যেমন চন্দা।
    ঝিল নদীর পরিত্যাক্ত খাত। সাধারনত ঝিলকে অশ্বক্ষুরাকৃতি হৃদ হিসেবে নির্দেশ করা হয

No comments