Breaking News

অডিটর পরীক্ষার বিগত সালের প্রশ্ন

১। চীনা ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক — চাই সি
২। জাপানী ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক — কাজুহিরো ওয়াতানাবে
৩। ইংরেজি ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক — ফকরুল আলম
আরবিতে অনুবাদ করেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, এম পি
৪ ।বাংলাদেশের বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের কত শতাংশ >> ১৭.৯২%(আপডেট তথ্য)
৫। ‘চোখ যে মনে কথা বলে ‘ গানটির গায়ক কে?
— খোন্দকার নুরুল আলম
৬। বাংলাদেশ থেকে কোন দেশে সর্বাধিক জনশক্তি রপ্তানি করা হয় ?
– ওমান । কাতার ( ২য়)
৬। সবজি চাষে বিশ্বে বাংলাদেশ কততম?
– ৩য়
৭। রেণু ও পোনা উত্পাদনে শীর্ষ জেলা কোনটি?
– যশোর
৮। দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প কোনটি?
– রুপপুর পারমানবিক প্রকল্প
৯। সুরের রাজধানী ও সংস্কৃতির রাজধানী নামে পরিচিত বাংলাদেশের কোন জেলা ?
– ব্রাহ্মণবাড়িয়া
১০। বাংলা সঙ্গীতের পঞ্চপাণ্ডব /পঞ্চভাস্কর বলে খ্যাত কারা ?
– ১. রবী, ২.নজরুল ৩. রজনীকান্ত ৪. দ্বিজেন্দ্রলাল ৫.অতুল প্রসাদ
১১. বাংলাদেশের সংরক্ষিত এলাকা কয়টি?
– ৩৮টি
১২। বাংলাদেশে ধান উত্পাদনে শীর্ষ জেলা কোনটি?
– ময়মনসিংহ ( দেশের মোট ধান উত্পাদনের ১০.৫%)
১৩। বাংলাদেশে গম উত্পাদনে শীর্ষ জেলা কোনটি?
-ফরিদপুর (দেশের মোট গম উত্পাদনের ১৪.৩৭%)
১৪। ২০১৬সালে উইজডেন ইন্ডিয়ার অন্যতম বর্ষসেরা ক্রিকেটার হন কে?
– বাংলাদেশের মাশরাফি বিন মোর্তজা।
১৫। ময়ুরপঙ্খী , মেঘদূত কি?
– বিমান বাংলাদেশের নতুন উড়োজাহাজ
১৬।বাংলাদেশের প্রথম নারী বন্যবিদ কে?
– ড. নূরজাহান সরকার ।
১৭। স্বাধীনতা ও প্রত্যয় কি?
– নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন যুদ্ধ জাহাজ
১৮। বাংলাদেশে মোট জমির পরিমাণ কত?
– ১,৪৫,৭৭, ৭৭১ হেক্টর
১৯। বাংলাদেশে কৃষির জমির পরিমাণ কত?
– ১,২১,৭৬,৯০৪হেক্টর(৮৩.৫৩%)
২০. বাংলাদেশে ফসলি বা আবাদযোগ্য জমির পরিমাণ কত?
– ৮৭,৫১, ৯৩৭ হেক্টর(৬৪.০৪%)
২১.বাংলাদেশ অকৃষি জমির পরিমাণ কত?
-২৪, ০০, ৮৬৭ হেক্টর (১৬.৪৭%)
২২.বাংলাদেশে বিমান বাহিনীর নতুন পদবি কি?
– এয়ার চিপ মার্শাল
২৩.বাংলাদেশে নৌ বাহিনীর নতুন পদবি কি?
-এডমিরাল
২৪.বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী হাইকমিশনার কে?
-অ্যালিসন ব্লেইক
২৫.বাংলাদেশে বর্তমানে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত?
– ৮৯টি।

সাম্প্রতিক (আপডেট ৩১শে ডিসেম্বর ২০১৬ পর্যন্ত):
১। বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম ?
উত্তর: ৭ম।
২। স্বাদু পানির মাছ উত্পাদনে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তর: ৪র্থ।
৩। চাষকৃত মাছ উত্পাদনে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তর: ৬ষ্ঠ।
৪। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তর: ৪র্থ।
৫। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বিশ্বের ১নং জনবহুল শহর কোনটি?
উত্তর: ঢাকা।
৬। জনসংখ্যার দিক থেকে বিশ্বে ঢাকা কততম শহর ?
উত্তর: ১৬তম। মেগাসিটির দিক থেকে ১১তম ।
৭। ভালো দেশের সূচকে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তর: ১১৭তম । শীর্ষ > সুইডেন।
৮। বাংলাদেশের মোট ভূ-খণ্ডের কত % বনভূমি রয়েছে ? (ফাউ-এর রিপোর্ট)
উত্তর: ১১% । ১৪, ২৯, ০০০ হেক্টর। হেক্টর প্রতি ২০০-৩০০টি গাছ রয়েছে।
৯। বিশ্বের কতটি দেশে বনভূমি নাই?উত্তর: ৪৩টি ।
১০। টেকসই উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তর: ১১৮। ( ১৪৯টি দেশের মধ্যে)।
১১। বৈশ্বিক মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তর: ১০৪তম ।
১২। ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় কত ?
উত্তর: ৩৪২৪কোটি মার্কিন ডলার।
১৩। সমপ্রতি বাংলাদেশ কোন ভাইরাসের ঔষধ ও ভ্যাক্সিন আবিষ্কার করে?
উত্তর: রোটা।
১৪। বাংলাদেশের প্রতি হাজারে কতজন ৫ বছরের শিশু মারা যায়?
উত্তর: ৩৮জন ।
১৫। বাংলাদেশের দৈনিক পত্রিকার সংখ্যা কত?উত্তর:১০৮৬টি (প্রায়)।
১৭। বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য কতটি ?
উত্তর: ১৬৪টি। সর্বশেষ আফগানিস্তান ও লাইবেরিয়া ।
১৮। বাংলাদেশে কতটি কমিউনিটি রেডিও চালু আছে ?উত্তর: ১৭টি।
১৯। বাংলাদেশে কতটি এফ. এম রেডিও চালু আছে ?উত্তর:২০টি।
২০। বিশ্ব ঐতিহ্য তালিকায় বাংলাদেশের কতটি স্থান অন্তর্ভূক্ত আছে ?
উত্তর: ৩টি। সুন্দরবন , পাহাড়পুর , ষাটগম্বুজ মসজিদ।
২১। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত ?
উত্তর: ১১৯০ মার্কিন ডলার।
২২। টেস্ট ক্রিকেটে বেশি বয়সে সেঞ্চুরি করা অধিনায়ক ?
উত্তর: মিসবাহুল হক।
২৩। বাংলাদেশের ১ম খেলোয়াড় হিসেবে অলিম্পিকে অংশ নেন কে?
উত্তর: গলফার সিদ্দিকুর রহমান।
২৪। প্রস্তাবিত যমুনা রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৪.৫ কি.মি.।
২৫। ২০১৬ সালে ফিফার বর্ষসেরা খেলোয়ার হয়েছেন?
উত্তর: ক্রিস্টায়ানো রোনালদো।
…………
১। আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার-মুস্তাফিজুর রহমান
২। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি- ভ্লাদিমির পুতিন
৩। বিশ্বের ৫ম অর্থনীতির দেশ-ভারত
৪। মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে ৭১ তলা আইকনিক টাওয়ার হবে- পূর্বাচলে
৫। চীন থেকে কেনা সাবমেরিন দুইটির নাম- জয়যাত্রা ও নবযাত্রা
৬। আঙ্কটাড এর মতে বাংলাদেশ এলডিসিভুক্ত দেশ হতে বের হবে- ২০২৪ সালে
৭। বিশ্ব পানি সম্মেলন হয়েছে- ২৮-৩০নভেম্বর,হাঙ্গেরির বুদাপেস্টে
৮। পানি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত দফা এজেন্ডা উত্থাপন করেন-৭ দফা
৯। সংবিধানে নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে- ১১৮ অনুচ্ছেদে
১০। যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রীকে
বহনকারী বিমান যাত্রাবিরতি করে- তুর্কমেনিস্তান
১১। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত-রুশনারা আলী
১২। বাংলাদেশ থেকে আমদানিকারক ৩য় বৃহত্তম দেশ- যুক্তরাজ্য
১৩। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ইলেক্টোরাল কলেজ পেয়েছে- ৩০৬ টি আর হিলারি ক্লিনটন পেয়েছে-২৩২টি
১৪। ফিলিস্তিনকে স্বীকৃতিকারী সর্বশেষ দেশ- ভ্যাটিকান সিটি
১৫। তাইওয়ানের সাথে সম্পর্ক স্থাপনকারী দেশ- ২১টি
১৬। ফিদেল কাস্ট্রো মারা যায়- ২৫ নভেম্বর
১৭। বঙ্গবন্ধুর সাথে ফিদেল কাস্ট্রোর সাক্ষাত হয়- ১৯৭৩ সালে
১৮। ভারতে কোন মূখ্যমন্ত্রীকে ‘আম্মা’ ডাকা হত- জয়ললিতা
২০১৬-১৭ অর্থ বছরে >> ৭.২%
২০১৭-১৮ >> ৭.৪%
২০১৮-১৯ >>৭.৬%
নোট > বিগত ৬ বছরে( ২০০৯-১০ থেকে ২০১৪-১৫) জিডিপির গড় প্রবৃদ্ধি ৬.২%
২। রপ্তানি আয় > ২৭,৬৩৭.২২ মিলিয়ন মার্কিন ডলার
৩। আমদানি ব্যয় > ৩১,৩৩৫.৮ মিলিয়ন মার্কিন ডলার
৪। রেমিট্যান্স > ১২,২৫৫.২৯মিলিয়ন মার্কিন ডলার
৫। জনশক্তি রপ্তানি > ৫.৬২ লক্ষ জন।
৬। বৈদেশিক বাণিজ্য > ২৯৩৩ মিলিয়ন মার্কিন ডলার
৭। দেশে রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান > ৪৫টি ।
৮। জলবায়ু তহবিলে বরাদ্দ টাকার পরিমাণ ৩, ০০০ কোটি টাকা।
৯। দেশে বর্তমানে প্রাথমিক স্কুলের সংখ্যা > ১, ১২, ১৭৬টি ( ব্র্যাক সেন্টার, মাদ্রাসা, শিশু কল্যাণ সহ)
১০। প্রাথমিকে ভর্তি হার >> ৯৭.৯% ( ছেলে: মেয়ে = ৪৯.১৪%: ৫০. ৮৬%)
১১। প্রাথমিকে ঝড়ে পড়ার হার >> ২০.৪%
১২। দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা > ৩৮টি।
১৩। দেশে বর্তমানে মেডিক্যাল কলেজের সংখ্যা >> ৩৬টি
১৪। দেশে বর্তমানে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা >> ১৩, ১৩৬টি।
১৫। স্থুল জন্মহার (প্রতি হাজারে ) > ১৮.২ ( জাতীয়)
১৬। স্থুল মৃত্যুহার (প্রতি হাজারে ) > ৫.২ জন ( জাতীয়)
১৭। প্রত্যাশিত গড় আয়ু >৭০.৭ বছর(জাতীয় )পুরুষ৬৯.১বছরনারী ৭১.৬বছর
১৮। জন প্রতি ডাক্তারের সংখ্যা >> ২১২৯ জন।
১৯।বিবাহের গড় বয়স >> পুরুষ ২৪.৯ বছর নারী ১৮.৩বছর
২০। শিশু মৃত্যু হার ( ১ বছরের কম প্রতি হাজারে ) > ৩০জন
২১। শিশু মৃত্যু হার ( ৫ বছরের কম প্রতি হাজারে ) > ৩৮জন
২২। মাতৃমৃত্যুহার >> ১.৯৩% (জাতীয় )
২৩। গর্ভনিরোধ ব্যবহার কারী > ৬২.২%
২৪। উর্বরতার হার ( মহিলা প্রতি ) >> ২.১১
২৫। দেশে আগামী ১৫বছরে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার করা উদ্যোগে এখন পর্যন্ত ৫৬টির ( এপ্রিল ২০১৬ ) ( সরকারী ৪২ ও বেসরকারী ১৪) টির অনুমোদন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১১টি উদ্বোধন করা হয়েছে।
উপজেলা=৪৯০, সর্বশেষ ( কর্ণফুলী, চট্টগ্রাম)
থানা=৬৩৯ ,সর্বশেষ পটুয়াখালীর মহীপুর
পৌরসভা=৩২৬ ,সর্বশেষ , ফরীদপুরের আলফাডাঙ্গা।
ইউনিয়ন=৪৫৬২( জাতীয় তথ্য বাতায়ন) । নীকার >> ৪৫৩৬।

জেলা=৬৪

বিভাগ=৮ ,সর্বশেষ ময়মনসিংহ ।দেশের ক্ষুদ্রতম বিভাগ
– ময়মনসিংহ। মোট জেলা > ৪টি।
সিটি করপোরেশন=১২, সর্বশেষ ময়মনসিংহ
গ্রাম=৮৭৩৭২
স্থল বন্দর >> ২৩। সর্বশেষ > বাল্লা।
.গ্যাসক্ষেত্র –২৬টি (সর্বশেষ—রূপসা নারায়ণগঞ্জ)
বাংলাদেশের মাথাপিছু আয় >> ১৪৬৬ মার্কিন ডলার( অর্থনৈতিক সমীক্ষা-২০১৬’ ।১১৯০ মার্কিন ডলার > বিশ্ব ব্যাংক
৩. জনসংখ্যার দিক থেকে এশিয়ার – পঞ্চম
৪ জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ায় – তৃতীয়
৫ জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে – চতুর্থ (১ম ইন্দোনেশিয়া)
৬,আয়তনে সার্ক দেশগুলোর মধ্যে – চতুর্থ।(১ম ভারত)
৭. ধান উৎপাদনে – চতুর্থ। (১ম চীন)
৮. পাট উৎপাদনে – ২য় । (১ম ভারত)
৯.পাট রপ্তানিতে – ১ম ।
১০. চা উৎপাদনে -চতু

No comments