Breaking News

বিভিন্ন প্রথার জনক

১. দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তন করেন - লর্ড ক্লাইভ।
 ২. চিরস্থায়ী বন্দোবস্ত আইনের প্রবর্তক - লর্ড কর্ণওয়ালিস।
 ৩. চিরস্থায়ী বন্দোবস্ত আইন চালু -- ১৭৯৩ সালে।
 ৪. সতীদাহ প্রথা নিবারণ করেন -- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
 ৫. সিপাহী বিদ্রোহ হয় -- লর্ড ক্যানিং এর সময়।
 ৬. সিপাহী বিদ্রোহ হয়েছিল -- ১৮৫৭ সালে।
 ৭. প্রথম আদমশুমারী চালু করেন - লর্ড রিপন।
 ৮. বঙ্গভঙ্গ হয় --১৯০৫ সালে -- লর্ড কার্জন।
 ৯. বঙ্গভঙ্গ রদ হয় - ১৯১১সালে -- লর্ড হার্ডিঞ্জ।
 ১০. ভারত শাসন আইন -- ১৯৩৫ সালে -- লর্ড উইলিংডন।


১। মায়ানমার স্বাধীনতা লাভ করে ১৯৪৮ সালে।
২। মায়ানমারের জনক - জেনারেল অং সান
৩। মায়ানমারের রাজধানী - নাইপিদো
৪। মায়ানমারের মুদ্রা - কিয়াট
৫। সোনালী প্যাগোডার দেশ - মায়ানমার
৬। মায়ানমারের আইনসভা - Assembly of the union
৭। মায়ানমারের সীমান্তররক্ষী - BGP
৮। অং সান সুচির রাজনৈতিক দল -NLD
৯। এশিয়ার ম্যান্ডেলা - অং সান সুচি
১০। সুচি নোবেল লাভ করেন - ১৯৯১
১১। সুচি গৃহবন্দি হন - ১৯৮৯
১২। রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল - ১৯৮২
১৩। আরাকানের নাম রাখাইন হয় - ১৯৮৯
১৪। সুচির পদ মর্যাদা - স্টেট কাউন্সিলর
১৫। কুখ্যাত ইনসেন কারাগার - মায়ানমারে
১৬। 'গডস আর্মি' - মায়ানমারের গেরিলা গোষ্ঠী
১৭। বাংলাদেশ - মায়ানমার সীমান্ত - মংডু
১৮। বাংলাদেশ মায়ানমারের সীমান্ত নদী - নাফ
১৯। মায়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ - ২৮০ কি. মি.
২০। নাফ নদীর দৈর্ঘ - ৫৬ কি. মি