Breaking News

আপডেট তথ্য


-----------------------------------

 ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল-
☞☞ নিউজিল্যান্ড।
 নিউজিল্যান্ডের সরকারি ওয়েবসাইটের মানচিত্রে ইসরাইলের নাম মুছে দিয়ে স্থান পেয়েছে-
☞☞ ফিলিস্তিন।
 আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল
☞☞ ফিলিস্তিন কে।
 আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ( আইএইএ) এর সর্বশেষ পর্যবেক্ষক সদস্য দেশ-
☞☞ ফিলিস্তিন।
 ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেন-
☞☞ মোহাম্মদ শামি , ভারত ( ২২ জুন ২০১৯, বিপক্ষ দল আফগানিস্তান)।
 সৌদি ইতিহাসে প্রথম বাণিজ্যিক নারী পাইলট-
☞☞ ইয়াসমিন আল মিয়ামানি।
_ বাংলাদেশের ১ম সামরিক নারী পাইলট ও শান্তিরক্ষী পাইলট - তামান্না ই লুৎফী ও নাঈমা হক
_ বাংলাদেশের প্রথম নারী পাইলট- সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা)।
 সম্প্রতি দেশের প্রথম 'লোহার খনি ' সন্ধান পাওয়া যায়-
☞☞ দিনাজপুর ( খনিটির ব্যাপ্তি ৬-১০ বর্গ কিলোমিটার এবং কপার, নিকেল ও ক্রোমিয়ামেরও উপস্থিতি রয়েছে। ১ হাজার ১৫০ ফুট গভীরতায় চুনাপাথরের সন্ধানও মিলেছে)।
 মিশরের জনগণের ভোটে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি মারা যান-
☞☞ ১৭ জুন ২০১৯ ( আদালতের শুনানির সময়)।
 শান্তি সূচকে শীর্ষ দেশ-
☞☞ আইসল্যান্ড।
 শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান-
☞☞ ১০১তম।
 প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই-
☞☞ আমাদের ছোট রাসেল সোনা ( বইটি প্রকাশ করে: শিশু একাডেমি)।
 বিশ্বকাপ ফুটবল ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড এখন
☞☞ ব্রাজিলিয়ান মহিলা ফুটবলার মার্তার (গোল ১৭তটি, বিশ্বকাপের ইতিহাসে ১৬ গোল করে এতদিন যুগ্মভাবে রেকর্ড ধরে রেখেছিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা ও ব্রাজিলের মার্তা )
 একদিনের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান -
☞☞ ৩৩৩ ( ২০জুন ২০১৯, বিপক্ষ অস্ট্রেলিয়া)।
 ‘‘ফেইসবুকের ডিজিটাল মুদ্রা/
ক্রিপ্টোকারেন্সি/ভার্চুয়াল মুদ্রার নাম-
☞☞ লিব্রা।’’
 লিব্রার অফিসিয়াল নাম-
☞☞ লিব্রা অ্যাসোসিয়েশন। ( সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
 ফেইসবুকের ডিজিটাল ওয়ালেট সেবার নাম-
☞☞ ক্যালিব্রা ( চালু হবে: ২০২০ সালে)।
 বাংলাদেশের মানুষ আড়ংকে সামাজিকভাবে বয়কট করে-
☞☞ ০৩ জুন ২০১৯ সালে।
 ভারতকে দেওয়া আমেরিকার জিএসপি সুবিধা বাতিল কার্যকর -
☞☞ ৫ জুন ২০১৯ থেকে।
 ভারত ও তুরস্ককে দেওয়া অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি-Generalized System of Preferences) প্রত্যাহার ঘোষণা করে -
☞☞ যুক্তরাষ্ট্র (০৫ মার্চ ২০১৯)।
 সৌদি আরবের মক্কায় "ওআইসির চতুর্দশ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেন-
☞☞ ১ জুন ২০১৯ ( ৪টি প্রস্তাব পেশ করেন)।
 ২০২০ সালে পরবর্তী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে -
☞☞ পাকিস্তানে।
 বিশ্বব্যাংকের সহায়তায় রাজধানীর পাশে নির্মিত হবে-
☞☞ ৪টি উপশহর! ( কামরাঙ্গীরচর, লালবাগ, সূত্রাপুর-নয়াবাজার-গুলিস্তান, খিলগাঁও-মুগদা-বাসাবো)
 ট্যারিফ কমিশনের নতুন নাম হতে যাচ্ছে –
☞☞ “ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন “।
 বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন –
☞☞ এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান।
 জম্মু-কাশ্মীর এর পুলওয়ামায় পুনরায় সন্ত্রাসী হামলা হয়-
☞☞ ১৭ জুন ২০১৯।
 বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দিয়ে সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্য হিসেবে চিহ্নিত করার সুপারিশ করেছে-
☞☞ ইউনেসকো।
 FBCCI এর বর্তমান সভাপতি –
☞☞ শেখ ফজলে ফাহিম
 হংকংয়ের ইতিহাসে প্রথম নারী প্রধান নির্বাহীর নাম –
☞☞ ক্যারি লাম।
 CICA এর বর্তমান সদস্য –
☞☞ ২৭ টি দেশ।
 SSF এর বর্তমান মহাপরিচালক –
☞☞ মেজর জেনারেল মো. মজিবুর রহমান
 দেশের বর্তমানে মূল্যস্ফিতি –
☞☞ ৫.৫%
 বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ–
☞☞ ৩৩ মি. মা. ড
 বর্তমানে দেশের মাথাপিছু আয় –
☞☞ ১৯০৯ মা.ড।
 দেশের তৈরী প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম-
☞☞ "AimBook".net
 বাংলাদেশে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী
☞☞ ৩ কোটি।

No comments