Breaking News

বিসিএস মডেল টেস্ট

=====================================

১. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
(ক) সাহেব
(খ) বেয়াই
(গ) সঙ্গী
(ঘ) কৃতদার ✓

২. ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায় -
(ক) মুকুন্দরাম চক্রবর্তী
(খ) ভারতচন্দ্র রায়গুণাকর ✓
(গ) মদন মোহন তর্কালঙ্কার
(ঘ) কামিনী রায়

৩. লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কী?
(ক) গান
(খ) কবিতা
(গ) গল্প
(ঘ) প্রবাদ-প্রবচন ও ছড়া ✓

৪. বচন অর্থ কী?
(ক) সংখ্যার ধারণা ✓
(খ) গণনার ধারণা
(গ) ক্রমের ধারণা
(ঘ) পরিমাপের ধারণা

৫. ‘লাঠালাঠি’ শব্দটির সমাস -
(ক) দ্বন্দ্ব
(খ) বহুব্রীহি ✓
(গ) কর্মধারায়
(ঘ) তৎপুরুষ

৬. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
(ক) কুহেলিকা ✓
(খ) সিন্ধু হিন্দোল
(গ) পদ্মাগোখরা
(ঘ) রিক্তের বেদন

৭. ‘প্রাকার’ শব্দটির অর্থ কী
(ক) প্রাচীন ✓
(খ) দীর্ঘ
(গ) আকার
(ঘ) নিরপেক্ষ

৮. ‘অদিতি’ শব্দের সমার্থক নয় কোনটি?
(ক) মেদিনী
(খ) অবনী
(গ) ক্ষিতি
(ঘ) বিধু ✓

৯. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
(ক) কবিতার পঙ্ক্তিতে
(খ) গানের কলিতে
(গ) গল্পের বর্ণনায়
(ঘ) নাটকের সংলাপে ✓

১০. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
(ক) নামপদ
(খ) উপপদ
(গ) প্রাতিপাদিক ✓
(ঘ) উপমিত

১১. ফরাসি শব্দ কোনটি?
(ক) তুফান
(খ) লুঙ্গী
(গ) কুপন ✓
(ঘ) দাম

১২. ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
(ক) আন
(খ) আই ✓
(গ) আল
(ঘ) আও

১৩. ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?
(ক) বাক্যতত্ত্ব
(খ) ধ্বনিতত্ত্ব
(গ) শব্দতত্ত্বে
(ঘ) অর্থতত্ত্ব ✓

১৪. কোনটি শুদ্ধ বানান?
(ক) নির্নিমেষ ✓
(খ) নির্ণিমেষ
(গ) ণির্নেমেষ
(ঘ) নির্নিমেশ

১৫. ‘নয়ন’ কী ধরনের শব্দ?
(ক) রূঢ়
(খ) যোগরূঢ় শব্দ
(গ) যৌগিক ✓
(ঘ) মৌলিক শব্দ

১৬. শব্দগুচ্ছ সমার্থক নয় -
(ক) অম্বর, গগন, ব্যোম, শূন্য
(খ) অচল, আদ্রি, ভূধর, শৈল
(গ) অর্ণব, জলধি, পারাবার, রত্নাকর
(ঘ) কুঞ্জর, গজ, মাতঙ্গ, তুরঙ্গ ✓

১৭. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
(ক) শব্দ ✓
(খ) বর্ণ
(গ) ধ্বনি
(ঘ) চিহ্ন

১৮. ‘মুক্ত’ এর বিপরীতার্থক শব্দ -
(ক) স্বাধীন
(খ) বদ্ধ ✓
(গ) বন্ধন
(ঘ) বাহির

১৯. কোন বানানটি শুদ্ধ?
(ক) সমীচীন  ✓
(খ) সমিচীন
(গ) সমীচিন
(ঘ) সমিচিন

২০. ‘খ্রিস্টাব্দ’ শব্দটি কোন দুটি ভাষার মিশ্রণে গঠিত?
(ক) ইংরেজি+বাংলা
(খ) ইংরেজি+তৎসম ✓
(গ) ইংরেজি+ফারসি
(ঘ) আরবি+ফারসি

২১. They got the house — easily.
(ক) to make
(খ) making
(গ) make
(ঘ) made ✓

২২. Everybody will go there to meet with  you. Here ‘Everybody’ is a/an—
(ক) Distributive pronoun
(খ) Adjective of number
(গ) Reciprocal pronoun
(ঘ) Indefinite pronoun ✓

২৩. What is the meaning of the word 'intrepid'?
(ক) arrogant
(খ) belligerent
(গ) questioning
(ঘ) fearless ✓

২৪. "In a nutshell" phrase means-
(ক) in details
(খ) elaborately
(গ) large description
(ঘ) briefly ✓

২৫. The phrase 'hard up' means—
(ক) Short of time
(খ) Rude
(গ) Difficult
(ঘ) Short of money ✓

২৬. 'Pediatric' relates to the treatment of–.
(ক) Adults
(খ) Children ✓
(গ) Old people
(ঘ) Women

২৭. Which is correct?
(ক) It is high time taking step against  corruption
(খ) It is high time took step against
corruption.
(গ) It is high time to take step against  ✓
corruption
(ঘ) It is high time you take step against  corruption

২৮. Choose the correct one–
(ক) I saw a dream yesterday.
(খ) I have seen a dream yesterday.
(গ) I dreamt a dream yesterday. ✓
(ঘ) I had seen a dream yesterday.

২৯. What is the synonyms of 'incredible?
(ক) Unbelievable  ✓
(খ) Unthinkable
(গ) Unlikely
(ঘ) Unthinking

৩০. 'Manifesto' means–
(ক) various forms
(খ) manifold thing
(গ) policy statement  ✓
(ঘ) well behaved

৩১. 'Plebiscite' is a term related to —
(ক) Medicine
(খ) Technology
(গ) Law
(ঘ) Politics ✓

৩২. Choose the meaning of the idiom: 'Take the bull by the horns'.
(ক) To challenge the enemy with courage ✓
(খ) Force the enemy to submit
(গ) Out of one's wit
(ঘ) Surrender before the enemy

৩৩. The antonym of 'Indifference' is–
(ক) Ardour  ✓
(খ) Compassion
(গ) Anxiety
(ঘ) Concern

৩৪. ‘To walk aimlessly’ is called—
(ক) aimless
(খ) hang-out
(গ) amble  ✓
(ঘ) Somnambulist

৩৫. Not many people can commit such a
heinous crime (in cold blood). What does
the italicized idiom above mean?
(ক) in cool brain and calculated thought ✓
(খ) so patiently and thoughtfully
(গ) so impatiently and thoughtlessly
(ঘ) starved by sudden emotion

৩৬. A person giving up his faith is called—
(ক) Atheist (খ) Sceptic
(গ) Confident
(ঘ) Apostate ✓

৩৭. What kind of man is quite the opposite type of supercilious?
(ক) Affable  ✓
(খ) Haughty
(গ) Disdainful
(ঘ) Wicked

৩৮. He want to — seeing his old parents,
(ক) with a view
(খ) with a view to  ✓
(গ) with a view for
(ঘ) a with a view to

৩৯. The phrase ‘Achilles’ heel’ means:
(ক) A strong point
(খ) A week point  ✓
(গ) A serious idea
(ঘ) A permanent solution

৪০. Choose the correct passive voice of “Who planted the tree here?”
(ক) By who was the tree planted here?
(খ) By whom was planted the tree here?
(গ) By whom was the tree planted here?  ✓
(ঘ) Whom was the tree planted here?

৪১. বাংলাদেশ-ভারত গঙ্গা পানি চুক্তির মেয়াদ -
(ক) ১০ বছর
(খ) ২০ বছর
(গ) ২৫ বছর
(ঘ) ৩০ বছর ✓

৪২. ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
(ক) ঢাকায়
(খ) লাহোরে ✓
গ) করাচিতে
(ঘ) নারায়ণগঞ্জে

৪৩. বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে?
(ক) ২ বার ✓
(খ) ৩ বার
(গ) ১ বার
(ঘ) ৪ বার

৪৪. ভারতীয় উপমহাদেশে সরকারি ভাষা হিসেবে ইংরেজি ভাষার ব্যবহার শুরু হয় কত সালে?
(ক) ১৮৩৫ ✓
(খ) ১৯১১
(গ) ১৯০৫
(ঘ) ১৯১২

৪৫. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
(ক) ১০ এপ্রিল ১৯৭১ ✓
(খ) ১৭ এপ্রিল ১৯৭১
(গ) ৭ এপ্রিল ১৯৭১
(ঘ) ২৫ মার্চ ১৯৭১

৪৬. ‘কারাগারের রোজনামচা’ কত সালে প্রথম প্রকাশিত হয়?
(ক) ২০১৮ সালে ✓
(খ) ২০১৬
(গ) ২০১২
(ঘ) ২০১৭ সালে

৪৭. বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
(ক) সমতট
(খ) পুণ্ড্র
(গ) বঙ্গ ✓
(ঘ) হরিকেল

৪৮. ১৯৫৪ সালেরে যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?
(ক) শিল্প ও বাণিজ্য
(খ) অর্থ ও বাণিজ্য
(গ) স্বরাষ্ট্র
(ঘ) কৃষি, বন ও সমবায় ✓

৪৯. মুজবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির
চেয়ারম্যান কে ছিলেন?
(ক) শেখ মুজিবুর রহমান
(খ) কমরেড মণি সিংহ
(গ) মাওলানা ভাসানী ✓
(ঘ) মোজাফফর আহমদ

৫০. লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পুরস্কারটি UN Women-এর পক্ষ থেকে লাভ করেন?
(ক) উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড
(খ) সাউথ সাউথ অ্যাওয়ার্ড
(গ) প-্যানেট ৫০-৫০ ✓
(ঘ) এমডিজি অ্যাওয়ার্ড- ২০১০

৫১. বাংলাদেশ তৈরি পোশাক সর্বাধিক রপ্তানি করে কোন দেশে?
(ক) যুক্তরাজ্য
(খ) রাশিয়া
(গ) যুক্তরাষ্ট্র ✓
(ঘ) সৌদি আরব

৫২. মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
(ক) মিশর
(খ) জর্দান
(গ) ইরাক ✓
(ঘ) কুয়েত

৫৩. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল?
(ক) সিপাহী ✓
(খ) হাবিলদার
(গ) ল্যান্স নায়েক
(ঘ) ক্যাপ্টেন

৫৪. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে?
(ক) ১৬৯০ সালে
(খ) ১৭৬৫ সালে ✓
(গ) ১৭৯৩ সালে
(ঘ) ১৮২৯ সালে

৫৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) জেনেভা
(খ) নিউইয়র্ক ✓
(গ) হেগ
(ঘ) প্যারিস

৫৬. UNFPA-এর ‘বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৮’
অনুযায়ী বিশ্বে সর্বনিম্ন জন্মহারের দেশ কোনটি?
(ক) বেলারুশ
(খ) তিউনেসিয়া
(গ) ইরাক
(ঘ) সিরিয়া ✓

৫৭. যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য যুদ্ধ শুরু হয় কবে?
(ক) ১ জুলাই, ২০১৮
(খ) ১ জুন, ২০১৮
(গ) ৬ জুলাই, ২০১৮ ✓
(ঘ) ১ মার্চ, ২০১৮

৫৮. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
(ক) গায়ের ঘাম বের হতে দেয় না
(খ) পাখার বাতাস শীতল জলীয়বাষ্প ধারণ করে ✓
(গ) বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে
(ঘ) পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায়

৫৯. কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো-
(ক) এ্যামিটার
(খ) ভোল্টমিটার
(গ) অণুবীক্ষণ যন্ত্র
(ঘ) তড়িৎবীক্ষণ যন্ত্র ✓

৬০. নিচের কোনটি ইনপুট ও আউটপুট দুটিরই কাজ করতে পারে?
(ক) প্রিন্টার
(খ) কি-বোর্ড
(গ) মনিটর
(ঘ) ক্যামেরা ✓

৬১. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২, ৩, ৪, ৫, ৬ দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে ১ অবশিষ্ট থাকে, কিন্তু ৭ দিয়ে ভাগ করলে কোন অবশিষ্ট থাকে না?
(ক) ১৮১
(খ) ৩০১ ✓
(গ) ১৮২
(ঘ) ৩৯২

৬২. ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ৭ সংখ্যাটি কতবার ব্যবহৃত হয়?
(ক) ৯ বার
(খ) ১০ বার
(গ) ১৯ বার
(ঘ) ২০ বার ✓

৬৩. ২৫ গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত ৪ : ১। গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত ৫ : ১ হবে?
(ক) ৫ গ্রাম ✓
(খ) ৬ গ্রাম
(গ) ১০ গ্রাম
(ঘ) ২০ গ্রাম

৬৪. দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার দশকের অংকের সাথে ৩ যোগ করলে এবং এককের অংশ থেকে ২ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার তিনগুণ হয়?
(ক) ১২
(খ) ১৪ ✓
(গ) ২৪
(ঘ) ২৮

৬৫. একটি ট্রেন ৪৬ মিনিটে শহর থেকে শহরতে পৌঁছায়। দুটি শহরের দূরত্ব ৫৯.৮ মাইল হলে, ঘণ্টায় ট্রেনটির গড় গতিবেগ কত মাইল?
(ক) ৬১
(খ) ৪৮
(গ) ৪৬
(ঘ) ৭৮ ✓

৬৬. P-এর মান কত হলে 4x² – px + 9 একটি পূর্ণবর্গ হবে?
(ক) 10
(খ) 12 ✓
(গ) 9
(ঘ) 16

৬৭. 3ᵐ⁺² = 81 হলে 3ᵐ⁻² এর মান কত হবে?
(ক) 3
(খ) 2
(গ) 0
(ঘ) 1 ✓

৬৮. ৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?
(ক) ৩৭ ডিগ্রি  ✓
(খ) ৫৩ ডিগ্রি
(ঘ) ১২৭ ডিগ্রি
(ঘ) ১৪৩ ডিগ্রি

৬৯. দুটি পরস্পরছেদী বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে?
(ক) ১টি
(খ) ২টি ✓
(গ) ৩টি
(ঘ) ৪টি

৭০. কিছু সংখ্যক লোকের ৫০ জন বাংলা, ২০ জন ইংরেজি এবং ১০ জন বাংলা ও ইংরেজি বলতে পারে। দুটি ভাষার অন্তত একটি ভাষা কত জন বলতে পারে?
(ক) ৭০
(খ) ৬০ ✓
(গ) ৫০
(ঘ) ৮০

৭১. ময়ূর ও হরিণ একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০টি। তা হলে কতটি ময়ূর আছে?
(ক) ৬০ ✓
(খ) ৫০
(গ) ৪০
(ঘ) ৩০

৭২. ৬, ১৭, ৪৯, ১৪৪ ক্রমটির পরবর্তী পদ কী?
(ক) ২০
(খ) ৩৫৬
(গ) ৪০৮
(ঘ) ৪২৮ ✓

৭৩. ০.০৫ × ০.০৯ = ?
(ক) .০৪৫
(খ) .০০৪৫ ✓
(গ) .৪৫
(ঘ) ৪৫

৭৪. নিচের সিরিজে একটি নম্বর ভুল আছে। সেই নম্বর কোনটি?
০ ১ ২ ৫ ৯ ১৪ ২০ ২৭ ২৯
(ক) ১ ✓
(খ) ২
(গ) ১৪
(ঘ) ২৯

৭৫. শতকরা ১ টাকা হার সুদে ১ টাকার সুদ ১ টাকা হবে কত বছরে?
(ক) ১ বছর
(খ) ১০০ বছর ✓
(গ) ১০ বছর
(ঘ) ১০০০ বছর

৭৬. ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ কয়টি সমকোণ তৈরি করে?
(ক) ৮
(খ) ৯
(গ) ১২ ✓
(ঘ) ১৬
৭৭. একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং সমষ্টি ৭ ভগ্নাংশটি কত?
(ক) ৩/৪
(খ) ১/৬
(গ) ৪/৩ ✓
(ঘ) ২/৬

৭৮. পরীক্ষায় ‘ক’ এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন
তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়?
(ক) ৮২
(খ) ৮৮
(গ) ৯০ ✓
(ঘ) ৭৮

৭৯. একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি সমান্তরাল কিন্তু অসমান। একে বলে -
(ক) আয়তক্ষেত্র
(খ) সামান্তরিক
(গ) বর্গক্ষেত্র
(ঘ) ট্রাপিজিয়াম ✓

৮০. কোনো স্থানে যত লোক আছে তত পাঁচ পয়সা জমা করায় মোট ৩১.২৫ টাকা জমা হলো। ঐ স্থানে কত লোক ছিল?
(ক) ২৫ ✓
(খ) ৫৫
(গ) ১২৫
(ঘ) ৬৫