Breaking News

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়

পৃথিবীর বৃহত্তম মহাদেশ- এশিয়া মহাদেশ।
পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ- ওশেনিয়া মহাদেশ।
পৃথিবীর মোট রাষ্ট্রের সংখ্যা -249 টি।
পৃথিবীর মোট স্বাধীন রাষ্ট্র -195 টি।
আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ-রাশিয়া।
জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ -চীন।
আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম দেশ- ভ্যাটিক্যান সিটি।
পৃথিবীর সর্বাধিক সীমান্তবর্তী দেশ-চীন ও রাশিয়া(14 টি করে দেশের সাথে সীমান্ত)
পৃথিবীর দীর্ঘতম সীমান্ত যে দুইটি দেশের মধ্যে অবস্হিত- যুক্তরাষ্ট্র-কানাডা।


পৃথিবীর ক্ষুদ্রতম সীমান্ত যে দুটি দেশের মধ্য অবস্হিত- ইতালি-ভ্যাটিক্যান সিটি।
সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ- ইন্দোনেশিয়া।
সবচেয়ে প্রলম্বিত বা সরু দেশ -চিলি।
পৃথিবীর মোট জনসংখ্যা -724 কোটি 40 লক্ষ।
পৃথেবীর যে দুটি দেশ দুই মহাদেশে অবস্হিত- রাশিয়া ও তুরস্ক।
পৃথিবীর খণ্ডিত রাষ্ট্রগুলো - ইন্দোনেশিয়া ও জাপান।
সর্বাধিক বৃষ্টিপাতের স্হান -মৌসিনরাম;ভারতের মেঘালয়ে অবস্হিত।
দীর্ঘতম নদী -নীল নদ।
ক্ষুদ্রতম নদী - রোঁ নদী।
বিশ্বের প্রাচীনতম সভ্যতা -মেসোপটেমিয়া সভ্যতা।
বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়- নালন্দা  বিশ্ববিদ্যালয়(ভারত)
সবচেয়ে প্রাচীন ভাষা - হিব্রু ভাষা।
সবচেয়ে শীতলতম স্হান - ভস্তোক(-89 ডি.সে.);এন্টার্কটিকায় অবস্হিত।
পৃথিবীর  উষ্ণতম  স্হান -আজিজিয়া,লিবিয়া।

No comments