Breaking News

বিজ্ঞান মডেল টেস্ট



১. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য গ্রহণ করে?

ক. ফসফরাস                 খ. নাইট্রোজেন   

গ. পটাসিয়াম                  ঘ. সালফার



২. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?

ক. নিউট্রন ও প্রোটন           খ. ইলেকট্রন ও প্রোট্রন

গ. নিউট্রন ও পজিট্রন          ঘ. ইলেকট্রন ও পজিট্রন



৩. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?

ক. অক্সিজেন পরিবহন করে

খ. রোগ প্রতিরোধ করা

গ. রক্ত জমাট বাধতে সাহায্য করে

ঘ. সবগুলো



৪. সুষম খাদ্যের উপাদান কয়টি?

ক. ৪         খ. ৬         গ. ৫       ঘ. ৮



৫. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?

ক. অগ্নাশয় হতে                খ. পানিক্রিয়াস হতে

গ. লিভার হতে                   ঘ. পিটুইটারী গ্লান্ড হতে



৬. পানির জীব হয়েও বাতসে নিঃশ্বাস নেয়

ক. পটকা মাছ     খ. হাঙ্গর     গ. শুশুক        ঘ. জেলী ফিস



৭. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল

ক. গ্লাইকোজেন                 খ. গ্লুকোজ

গ. ফ্রুক্টোজ                      ঘ. সুক্রোজ



৮. প্রাণিজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে

ক. জুওলজী                    খ. বায়োলজী   

গ. ইভোলিউশন               ঘ. জেনেটিক্স



৯. কোন খাদ্যে প্রোটিন বেশি ?

ক. ভাত         খ. গরুর মাংস       গ. মসুর ডাল     ঘ. ময়দা



১০. হাড় ও দাঁতকে মজবুত করে

ক. আয়োডিন                  খ. আয়রন

গ. ম্যাগনেসিয়াম              ঘ. ক্যালসিয়াম ও ফসফরাস



১১. সুনামির কারণ হলো

ক. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত            খ. ঘূণিঝড়

গ. চন্দ্র ও সূযের আকর্ষণ                 ঘ. সমুদ্রের তলদেশে ভূমিকম্প                  



১২. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল

ক. এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে

খ. চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়

গ. এ রোগ হলে রক্তে গ্লুকোজ এর পরিমাণ বৃদ্ধি পায়

ঘ. ইনসুলিনের অভাবে এ রোগ দেখা দেয়



১৩. প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?

ক. নদী       খ. সাগর       গ. হ্রদ         ঘ. বৃষ্টিপাত



১৪. নবায়নযোগ্য জ্বালানী কোনটি?

ক. পরমাণু শক্তি                 খ. কয়লা

গ. পেট্রোল                         ঘ. প্রাকৃতিক গ্যাস



১৫. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?

ক. কৃত্রিম সার প্রয়োগ        

খ. পানি সেচ

গ. মাটিতে নাইট্রোজেন ধরে রাখা

ঘ. প্রাকৃতিক গ্যাস প্রয়োগ



১৬. নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি ?

ক. তামা         খ. রূপা        গ. সোনা        ঘ. কার্বন



১৭. কোন ডালের সাথে ল্যাথারিজম রোগের সম্পর্ক আছে?

ক. অড়হর         খ. ছোলা        গ. খেসারি       ঘ. মটর



১৮. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস

ক. পরিপাক      খ. খাদ্য গ্রহণ      গ. শ্বসন    ঘ. রক্ত সংবহন



১৯. বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির

ক. ঘনত্ব কম             খ. ঘনত্ব বেশি

গ. তাপমাত্রা বেশি       ঘ. দ্রবণীয়তা বেশি



২০. গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়?

ক. নাইট্রিক                   খ. সালফিউরিক

গ. হাইড্রোক্লোরিক         ঘ. পারক্লোরিক


উত্তর : ১.খ     ২.ক     ৩.ক    ৪.খ     ৫.ক,খ      ৬.গ     ৭.ক     ৮.ঘ     ৯.গ     ১০.ঘ     ১১.ঘ     ১২.খ       ১৩.ঘ    ১৪.ক    ১৫.খ     ১৬.খ     ১৭.গ     ১৮.গ    ১৯.খ      ২০.খ