Breaking News

কারেন্ট অ্যাফেয়ার্স

০১| দেশে বর্তমানে(৪ মার্চ ২০১৯) মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত?
®>১,৩৪,১৪৭টি
®>সরকারি ৬৫,৫৯৩টি
০২| বর্তমানে দেশে মোট পাটকল সংখ্যা কতটি?
®>৩১৪টি
০৩| দেশে একমাত্র গ্যাস সঞ্চালন কোম্পানির নাম কী?
®>গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (GTCL)
০৪| দেশে গ্যাস বিতরণ কোম্পানি কতটি?
®>৬টি(তিতাস,বাখরাবাদ, জালালাবাদ, কর্ণফুলী, সুন্দরবন ও পশ্চিমাঞ্চল।
০৫| দেশের বৃহত্তম গো-চারণভূমি কোথায় অবস্থিত?
®>সিরাজগঞ্জের শাহজাদপুরে।
®>আয়তন ১২০০ একর
০৬| দেশের প্রথম নারী সম্পাদক কে?
®>ঊর্মিলা সিংহ
®>তিনি কুমিল্লা থেকে প্রকাশিত ১৮৯৬ সালে 'ত্রিপুরা হিতৈষী'পত্রিকার সম্পাদক ছিলেন।
০৭| 'The Marriage Contract & Exhale(শ্বাসত্যাগ) নামক গ্রন্থ দুটির লেখক কে?
®>বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক "তারা আহমেদ"।
০৮| ১৫ মার্চ ২০১৯ এশিয়া-প্যাসিফিক ডেমোক্র্যাট ইউনিয়ন(APDU)'র পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে বাংলাদেশের কোন রাজনৈতিক দল?
®>বাংলাদেশ জাতীয়বাদী দল(BNP)
০৯| বর্তমানে(২০১৮-১৯) দেশের মাথাপিছু আয় কত?
®>১৯০৯ মার্কিন ডলার
১০| বাংলাদেশে ব্রিটিশ ও পাকিস্তান আমলে প্রণীত কতটি আইন চালু রয়েছে?
®>৩৭৮টি
১১| দেশের প্রথম পাতাল রেল হবে কোন রুটে?
®>বিমানবন্দর-কমলাপুর রুটে
®>দৈর্ঘ্য হবে ১৯.৮৭ কি.মি
১২| দেশে ইলিশ অধ্যুষিত জেলা কতটি?
®>৩৬টি
১৩| "জাটকা" কাকে বলে?
®>১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে ইলিশের পোনাকে জাটকা বলা হয়।
®>পূর্বে ছিল ৯ ইঞ্চি বা ২৩ সেন্টিমিটার
১৪| "জাগ্রত ৭১"ভাস্কর্য কোথায় অবস্থিত?
®>দামপাড়া পুলিশ লাইন,চট্টগ্রাম।
১৫| "মুক্তমঞ্চ,স্বাধীনতা সোপান"কোথায় অবস্থিত?
®>সাঁথিয়া,পাবনা।
®নোট রমজান
১৬| শেখ হাসিনা নকশিপল্লি কোথায় অবস্থিত?
®>জামালপুর।
১৭| বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট কে?
®>ডেভিট ম্যালপাস
১৮| যুক্তরাষ্ট্র বর্তমানে কতটি দেশকে GSP সুবিধা দেয়?
®>১২০টি
১৯| বিশ্বের শীর্ষ "কিসমিস"উৎপাদনশীল দেশের নাম কী?
®>তুরস্ক
২০| ভারতের প্রথম লোকপাল কে?
®>সাবেক বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ
২১| সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি প্রাসাদের নাম কী?
®>কাসর আল ওয়াতান
২২| আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ সাল কোনটি?
®>২০১৯
২৩| বর্তমানে আইন শাসনে শীর্ষ দেশের নাম কী?
®>ডেনমার্ক
®>সর্বনিম্নে ভেনিজুয়েলা
®>বাংলাদেশ ১১২তম
২৪| বর্তমানে মানব পুঁজি সূচকে শীর্ষ দেশ কোনটি?
®>সিঙ্গাপুর
®>সর্বনিম্নে শাদ
®>বাংলাদেশ ১০৬তম
২৫| গানের পাখি"খ্যাত সংগীত শিল্পীর নাম কী?
®>শাহনাজ রহমতুল্লাহ(১৯৫২-২০১৯)
নোট Md. Ramjan
#কারেন্ট_অ্যাফেয়ার্স(সাম্প্রতিক)
#মাস_এপ্রিল
#পর্ব_০২
০১| এশীয় উন্নয়ন ব্যাংক(ADB) এর বর্তমান সদস্য দেশ কতটি?
®=>৬৮টি
®=>৬৮তম দেশ নিউ(Niue)
০২| আন্তর্জাতিক অপরাধ আদালত(ICC)
এর সদস্য সংখ্যা কত?
®=>১২২টি
®=>ত্যাগ করে ফিলিপাইন
®=>যোগ দেয় মালয়েশিয়া
০৩| বায়ু দূষণে শীর্ষ শহর কোনটি?
®=>গুরুগ্রাম(ভারত)
®=>ঢাকা ১৭তম
®=>শীর্ষ রাজধানী---দিল্লি
®=>রাজধানী হিসেবে ঢাকা--২য়
০৪| বায়ু দূষণে শীর্ষ দেশ কোনটি?
®=>বাংলাদেশ
০৫| ৯১তম অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি?
®=>Green Book
®=>সেরা পরিচালক আলফনসো কুয়ারন
®=>সেরা অভিনেতা রামি মালেক
®=>সেরা অভিনেত্রী অলিভিয়া কোলম্যান
০৬| "ভিনো ভিস্তে(Red Wine)" কী?
®=> ভেনিজুয়েলার জাতীয় ফুটবল দলের ডাকনাম।
০৭| বর্তমান বিশ্বে শীর্ষ ধনী কে?
®=>জেফ বেজোস (যুক্তরাষ্ট্র)
®=>২য় বিল গেটস
®=>৩য় ওয়ারেন বাফেট
০৮| বর্তমান বিশ্বে অস্ত্র আমদানিতে বাংলাদেশ কততম?
®=>২৫তম
®=>শীর্ষ আমদানীকারক দেশ সৌদি
®=>শীর্ষ রপ্তানীকারক দেশ যুক্তরাষ্ট্র
০৯| বর্তমানে কতটি বিশ্ববিদ্যালয়ে "বঙ্গবন্ধু চেয়ার" রয়েছে?
®=>৩টি
®=>ঢাকা,চট্টগ্রাম ও ইসলামি বিশ্ববি.
১০| ডাকসুর ভিপি নূরুল হক নূর ভাই কততম ভিপি?
®=>২৫তম
®=>ভোট হয় ১৮টি হলে।
১১| বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার করে?
®=>নেপালের সাথে।
১২| বাংলাদেশ কতটি দেশের সাথে দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করে?
®=>৩৫টি
১৩| যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি "অভিবাসী দিবস"কবে?
®=>২৫ সেপ্টম্বর।
১৪| নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের "আল নূর ও লুনউড"মসজিদে কবে সন্ত্রাসী হামলা হয়?
®=>১৫ মার্চ ২০১৯।
১৫| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ভাষণকে কেন্দ্র করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?
®=>তর্জনী
®=>নির্মাতা সোহেল রানা বয়াতী
®=>নোট তৈরি---রমজান
১৬| জাতীয় ভোটার দিবস কবে?
®=> ১ মার্চে
®=> ২ মার্চে পতাকা দিবস
®=> ৮ মার্চে আন্তর্জাতিক নারী দিবস
®=> ২২ মার্চে পানি দিবস
®=> ২৬ মার্চে স্বাধীনতা ও জাতীয় দিবস
১৭| ২০১৯ সালে কতজন স্বাধীনতা পুরস্কার পায়?
®=> ১৩ জন।
১৮| নব্য বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট "ডেভিট ম্যালপাস"কততম?
®=> ১৩তম।
১৯| "ভেটো Veto" কোন ভাষার শব্দ,এর অংথ কী?
®=>ল্যাটিন ভাষা I Forbid থেকে আগত যার অর্থ আমি মানি না।
®=>১ম ভেটো দেন জর্জ ওয়াশিংটন(১৭৭২)
২০| "খাজাখস্তানের"বর্তমান রাজধানীর নাম কী?
®=>"নুরসুলতান"
®=>পূর্বে রাজধানী ছিল আলমা-আতা
২১| ভারতের লোকসভা নির্বাচন কততম?
®=>১৭তম
®=>রাজ্য ২৯টি
®=>আসন ৫৪৫টি
২২| ভারতের প্রথম ভোটার কে?
®=>হিমাচল প্রদেশের শ্যামশরন নেগি বর্তমান বয়স ১০১।১৬ বার ভোট দিয়েছেন ১৯৫১ সাল থেকে।
২৩| NATO এর বর্তমান সদস্য কতটি?
®=>২৯টি
®=>প্রথমে ছিল ১২টি
২৪| কমনওয়েলথ এর বর্তমান সদস্য কত?
®=>৫৩টি
২৫| বিশ্বের এক নম্বর বেসরকারী উন্নয়ন সংস্থা(NGO) এর নাম কী?
®=>ব্র্যাক।শীর্ষ ৫০০টি NGO এর মধ্যে।
২৬| বিশ্বের সবচেয়ে সস্তায় মোবাইল ডাটা কেনে কোন দেশ?
®=>ভারত,১GB ১৮.৫ রূপি
®=>বাংলাদেশ ১৩তম ১জিবি ৮২.৮৫টা.
২৭|CNG ও LPG এর পূর্ণরূপ কী?
®=>CNG--Compressed Natural Gas
®=>LPG--Liquid Petroleum Gas
২৮| দুর্যোগে শীর্ষ ঝুঁকিপূর্ণ দেশ কোনটি
®=>চীন।
২৯| বন্যায় আক্রান্ত শীর্ষ দেশ কোনটি?
®=>চীন
®=>বাংলাদেশ ৩য়
৩০| বিশ্ব সুখি দেশের তালিকায় বাংলাদেশ কততম?
®=>১২৫তম
®=> শীর্ষে ফিনল্যান্ড
নোট MD. Ramjan Ali
০১| বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০১৯ অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যা কত?
®___৭৭১.৫০ কোটি
®___বৃদ্ধির হার ১.১%
®___সার্কভুক্ত আফগানিস্তানে ২.৮%
®___কম শ্রীলংকায় ০.৪%
০২| ২০১৯ সালের সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
®___নরওয়ে
®___বাংলাদেশ ১৫০তম
®___সর্বনিম্নে তুর্কিমেনিস্তান
০৩| বৈশ্বিক ই-কমার্স বাণিজ্যে শীর্ষ দেশ কোনটি?
®___যুক্তরাষ্ট্র
০৪| ডায়াবেটিস রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বে বাংলাদেশ কততম?
®___৯ম।
০৫| "সাগরকন্যা"নামে খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
®___১৮ কিলোমিটার
০৬| "National Thowheed Jamath (NTJ) কোন দেশ ভিত্তিক জিহাদী গ্রুপ?
®___শ্রীলংকার
®___২০১৪ সালে কাট্টাকুড়ি শহরে চালু
০৭| দেশের একমাত্র কোস্টগার্ড বাহিনির প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
®___কুয়াকাটা,পটুয়াখালীতে।
০৮| ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নির্মিত দেশের প্রথম স্বয়ংক্রিয় আন্ডার ওটায়ার রোবটের নাম কী?
®___ডুবুরি
০৯| বিশ্বের প্রথম সশস্ত্র উভচর ড্রোন জাহাজ তৈরি করে কোন দেশ?
®___চীন
®___নাম Marine Lizard.
১০| বিশ্বে বাণিজ্যিকভাবে প্রথম 5G
(5th Generation) চালু করে কোন দেশ?
®___দক্ষিণ কোরিয়া
®___চালু করে ৩ এপ্রিল ২০১৯।
১১| বিশ্বের দীর্ঘতম লবণ গুহার(Salt Cave)নাম কী ও কোথায় অবস্থিত?
®___মালহ্যাম গুহা(Malham Cave)
®___ইসরাইলে অবস্থিত।
১২| বর্তমান ইস্পাত শিল্প প্রক্রিয়ার জনক কে?
®___স্যার হেনরি বেসিমির,ইংল্যান্ড
১৩| বিশ্বের প্রথম "কোরআন পার্ক" কোথায় অবস্থিত?
®___দুবাই,সংযুক্ত আরব আমিরাত
১৪| "International Year of Plant Health" কোন সাল?
®___২০২০ সাল।
১৫| WikiLeaks'র প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাজ্যে অবস্থিত কোন দেশের দূতাবাস থেকে গ্রেফতার করা হয়?
®___ইকুয়েডর দূতাবাস থেকে।
১৬| "ক্যাডমিয়াম" কী?
®___আর্সেনিকের মতই এক ধরনের টক্সিন।
১৭| কোন ৩টি ইকোনমিক জোন নিয়ে "বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর"গঠিত?
®___মিসরাই
®___সীতাকুণ্ড ও
®___ফেনী
১৮| পাঙাশ মাছের পাউডার উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যাল?
®___বাকৃবি(বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যা.)
১৯| ২৫ এপ্রিল ২০১৯ "ঢাকা-রাজশাহী" রুটে চালু বিরতিহহীন ট্রেনের নাম কী?
®___বনলতা এক্সপ্রেস
২০|"আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো"জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার কে?
®___টিটু পাগল।
®___নোট রমজান
২১| "২০১৭-১৮" অর্থবছরে দেশে উৎপাদিত শীর্ষ ফল কোনটি?
®___তরমুজ
২২| প্রস্তাবিত ৬ষ্ঠ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি?
®___হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
২৩| বর্তমানে দেশে মাথাপিছু আয় কত?(সাময়িক)
®___১৯০৯
®___মাথাপিছু জিডিপি ১৮২৭ মা.ড.
®___প্রবৃদ্ধির হার ৮.১৩%
®___কৃষি খাতের প্রবৃদ্ধি ৩.৫১%
®___শিল্পে ১৩.০২%(অবদান ৩৫.১৪%)
®___সেবা ৬.৫০%(অবদান ৫১.২৬%)
২৪| জাপানের বর্তমান সম্রাটের নাম কী?
®___নারুহিতো
®___নতুন রাজকীয় যুগের নাম Reiwa.
২৫| নেপালের প্রথম স্যাটেলাইটের নাম?
®___Nepali Sat-1
®___উৎক্ষেপণ ১৭ এপ্রিল ২০১৯
২৬| ইউক্রেনের নতুন নির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?
®___বলোদিমার জেলেনস্কি
®___স্লোভাকিয়ার জুজানা কাপুতোভা
২৭| প্রবাসী আয় ও রেমিটেন্স অর্জনে শীর্ষ কোনটি?
®___ভারত
®___বাংলাদেশ ৯ম
২৮| প্রবাসী আয় ও রেমিটেন্স অর্জনে বাংলাদেশে GDP তে অবদান?
®___৫.৪%
®___সর্বাধিক অবদান রাখা দেশ টোঙ্গা
২৯| "জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO) এর বর্তমান সদস্য কত?
®___১৭০টি
®___১৭০তম দেশ অ্যান্টিগুয়া & বারবুডা
৩০| ১১তম BRICKS সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
®___ব্রাসিলিয়া, ব্রাজিল
®___তারিখ ১৩-১৪ নভেম্বর ২০১৯
৩১| বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
®___১৬.৮১ কোটি
®___বিশ্বে ৮ম
®___বৃদ্ধির হার ১.১%
৩২| জনসংখ্যা বৃদ্ধির সর্বাধিক হার কোন দেশের?
®___ওমানের
®___কম সিরিয়ার
®___শীর্ষ দেশ চীন
৩৩| ১২তম ক্রিকেট বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে?
®___৩০মে-১৪ জুলাই ২০১৯
®___ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে
৩৪| মোট কতটি দল অংশগ্রহণ করবে?
®___১০টি
®___মোট ম্যাচ ৪৮টি
®___মোট ভেন্যু ১১টি
®___ফাইনাল ম্যাচ হবে লর্ডসে
৩৫| বিশ্বকাপ ক্রিকেটে ডাকওয়ার্থ-লুইস বা (D/L) ম্যাথড পদ্ধতিতে নিষ্পত্তি হওয়া ম্যাচ কতটি?
®___১টি
®___২০০৭ সালে
®___১ রানের ব্যবধানে ২ বার জিতে অস্ট্রেলিয়া।
৩৬| বাংলাদেশ ও ভারতের রেলওয়ের সাথে কতটি ইন্টারচেঞ্জ হয়েছে?
®___৭টি
®___চালু আছে ৪টি
৩৭| ১৯২৩ সালে গঠিত "ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ" থেকে কত সালে "ডাকসু" নামকরণ করা হয়?
®___১৯৫৩ সালে।
৩৮| বাংলাদেশে নিযুক্ত প্রথম ভারতীয় হাইকমিশনার কে?
®___সু-বিমল দত্ত(১৯৭২-৭৪)
®___বর্তমানে রিভা গাঙ্গুলি
৩৯| বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ হাইকমিশনারের নাম কী?
®___অ্যান্থনি গোল্ডস(১৯৭২-৭৫)
®___বর্তমানে রবার্ট চ্যাটার্টন ডিকশন। ১৫তম
৪০| গণিতের নোবেল খ্যাত "অ্যাবেল পুরস্কার-২০১৯ কে পান?
®___মার্কিন নারী কেসকুলা উহলেনবেক
নোট Md. Ramjan
#কারেন্ট_অ্যাফেয়ার্স__জুন_মাস
পর্ব---০১
০১| "সগ্রাম"ও "প্রত্যাশা" কী?
®__বাংলাদেশের নৌবাহিনির দুটি যুদ্ধজাহাজ(চীনের তৈরি)
০২| বাংলাদেশ ভারতের যৌথ অর্থায়নে বঙ্গবন্ধকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের পরিচালক কে?
®__শ্যাম বেনেগাল(ভারত)
০৩| ৬ষ্ঠ আদম শুমারি কবে অনুষ্ঠিত হবে?
®__১৭-২৪ মার্চ ২০২১ সালে
০৪| বর্তমানে দুর্গম ঘোষিত উপজেলা কতটি?
®__১৬টি
০৫| বন বিভাগের তথ্য মতে, সুন্দবনে বাঘের সংখ্যা কত?
®__১১৪টি
০৬| বিশ্বের প্রথম "কল্যাণ" বাজেট পেশ করেন কোন দেশ?
®__নিউজিল্যান্ড(৩০ মে ২০১৯)
০৭| বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতা কে?
®__মুর্শিদকুলী খান
→জামাতা সুজাউদ্দীন মুহম্মদ খান→পুত্র
সরফরাজ খান→তাকে পরাজিত করে নবাব হন আলীবর্দী খান→সিরাজ
০৮| জাতীয় রাজস্ব বোর্ড(NBR) ঘোষিত সর্বশেষ শুল্ক স্টেশন কোনটি?
®__রামপাল বিদ্যুৎ কেন্দ্র এলাকা
০৯| ৩ মে আঘাত হানা ঘূর্ণিঝড় ফণী শব্দের অর্থ কী?
®__সাপ বা ফণা তুলতে পারে এমন প্রাণী।ফণী নামকরণ করেন বাংলাদেশ।
পরবর্তী ঝড়ের নাম বায়ু।
১০|বিশ্বের দীর্ঘতম পারমাণবিক সাবমেরিনের নাম কী?
®__Belgorod
১১|"The Cell Door, Robben Island চিত্রকর্মটি কার আঁকা?
®__নেলসন ম্যান্ডেলার
১২| ২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করে কে?
®__অধ্যাপক আনিসুজ্জামান-বাংলাদেশ
১৩| ICC'র ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের সংখ্যা কত?
®__২০টি
®__নোট তৈরি রমজান
১৪| ২০১৯ ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপে ICC'র থিম সং এর শিরোনাম কী?
®__Stand By(শিল্পি লরিন ও ব্রান্ড)
১৫|এশিয়ার প্রথম দেশ হিসেবে কোন দেশ "সমকামী বিয়ের" বৈধতা দেয়?
®__তাইওয়ান😠
১৬| গবাদিপশু উৎপাদনে বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান কত?
®__১২তম
১৭| সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের অধীনে প্রায় ৩০০ ব্যাংককে একত্রে কী বলে?
®__সুইচ ব্যাংক
১৮| সম্প্রতি সন্ধান পাওয়া"ফিকল ঝরনা" কোথায় অবস্থিত?
®__কমলগঞ্জ, মৌলভীবাজার
১৯| বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত?
®__৪১টি(সর্বশেষ বাংলাদেশ কংগ্রেস-প্রতীক ডাব)
২০| নতুন অর্থনৈতিক আঞ্চলিক জোট
"SEACO(South East Asian CO-Operation)এর সদস্য দেশ কতটি?
®__৫টি
২১| ২০১৯ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ লাভ করেন কে?
®__জোখা আলহারথি(ওমান)
বই Celestial Bodies(স্বর্গীয় রূপ)
২২| ২০১৮ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশের নাম কী?
®__যুক্তরাষ্ট্র
২৩| স্থায়ী সালিশি আদালতের(PCA) বর্তমান সদস্য কত?
®__১২২টি(সর্বশেষ মঙ্গোলিয়া)
২৪| World Trade Organization(WTO) এর ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
®__কাজাখস্তান(৮-১১ জুন ২০২০)
২৫| প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?
®__জীবন থেকে পাওয়া(১৫ মিনিটের)
®__পরিচালক সাইদুর রহমান সজল
নোট Md. Ramjan
#কারেন্ট_অ্যাফেয়ার্স__জুন_মাস
পর্ব---০২
০১| প্লাস্টিকের উদ্ভব ঘটে কত সালে?
®__১৮৫৬ সালে ব্রিটেনে
®__উদ্ভাবক আলেকজান্ডার পার্ক
০২| নতুন আঞ্চলিক জোট South East Asian CO-Operation(SEACO) গঠনের জন্য প্রস্তাব করে কোন দেশ?
®__বাংলাদেশ
®__আঞ্চলিক অর্থনীতে এগিয়ে নেওয়া এ ফোরামের অন্যতম লক্ষ্য।
০৩| SEACO এর সদস্য সংখ্যা কত?
®__৫টি(ব্রুনাই,মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ ও বাংলাদেশ)
০৪| আইফেল টাওয়ার কত সালে নির্মিত হয়?
®__১৮৮৯ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে
০৫| আইফেল টাওয়ার নির্মাণে কত বছর সময় লেগেছিল?
®__২ বছর ২ মাস ৫ দিন
®__সম্প্রতি ১৩০ বছর হয়
০৬| কোন দুটি শীর্ষ অর্থনীতি দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলছে?
®__যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে
০৭| বিশ্ব পরিমাপ দিবস কবে?
®__২০ মে
০৮| আরব-ইসরাইল যুদ্ধের(১৯৪৮) পর থেকে ফিলিস্তিনের বিপর্যয় স্মরণ করে কোন দিবস পালন করে?
®__নাকবা বা বিপর্যয় দিবস(৭১তম)
০৯| গোলান মালভূমি কোন দেশের ভূ-খণ্ড?
®__সিরিয়ার(দখল ইসরাইল)
®__সম্প্রতি এ মালভূমিকে ট্রাম্প ইহুদের অংশ বলে স্বীকৃতি দেওয়ায় ইহুদি সরকার ট্রাম্পের নামে "ট্রাম্প শহর"প্রতিষ্ঠা করবে।
১০| বিশ্বের দ্রুততম বুলেট ট্রেন নির্মাণ করে কোন দেশ?
®__জাপান(ঘণ্টায় ৪০০ কি.মি.)
১১| বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী নির্মাণ করতেছে কোন দেশ?
®__চীন(Type 002)
১২| বর্তমানে সৌদি আরবে বসবাসকারী বিদেশি নাগরিকের সংখ্যা কত?
®__১ কোটি প্রায়
১৩| কত সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে?
®__১৯৯১ সালে(১৫টি দেশ সৃষ্টি হয়)
১৪| বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভার আসন সংখ্যা কত?
®__৫৪৫টি(নির্বাচন হয় ৫৪২টিতে)
১৫| বিশ্বের বৃহত্তম ঝুলন্ত সেতু কোনটি?
®__সুইজারল্যান্ডের চার্লেস কুনেন
®__দৈর্ঘ্য ১৬২১ ফুট, উচ্চতা ২৭৯ ফুট
১৬| কোন দেশ বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করে?
®__যুক্তরাষ্ট্র, ভারত ১০
১৭| বৈশ্বিক শিশু অধিকার সূচকে ১৮১টি দেশের মধ্যে বাংলাদেশ কততম?
®__১০৮ তম(শীর্ষে আইসল্যান্ড)
১৮| সামরিক ব্যয়ে ভারত-পাকিস্তান কততম?
®__৪ ও ২০তম
১৯| বাস্তুচ্যুতিতে শীর্ষ দেশ কোনটি?
®__ফিলিপাইন
২০| দক্ষিণ এশিয়ার মুদ্রাস্ফীতিতে বাংলাদেশ কততম?
®__২য়--৫.৪%(১ম পাকিস্তান-৬.২%)

No comments