Breaking News

গুরুত্বপূর্ণ বাংলা শব্দের অর্থ

________________________________1. "উনপাঁজুরে" শব্দরে অর্থ – দুর্বল
2. "সায়র" শব্দের অর্থ—দিঘি
3. "পার্বণ" শব্দের অর্থ—উৎসব
4. " লেফাফা" শব্দের অর্থ—মোড়ক
5. " আদিখ্যেতা" শব্দের অর্থ—ন্যাকামি
6. "চয়ন" শব্দের অর্থ—সম্ভার
7. "অর্ঘ " শব্দের অর্থ— মূল্য
8. "সোপান " শব্দের অর্থ—সিঁড়ি
9. " মূঢ়তা " শব্দের অর্থ—-অনভিজ্ঞতা
10. "অনিন্দ্য" শব্দটির অর্থ –-নিখুঁত
11. "নির্নিমেষ" শব্দটির অর্থ –-অপলক
12. "বায়স’ শব্দের অর্থ –-কাক
13. হাতে আসা-এর যথার্থ অর্থ ---আয়ত্তে আসা
14. ‘খেচর’ শব্দের অর্থ—পাখি
15. ‘প্রথিতযশা’ শব্দের অর্থ—খ্যাতনামা
16. ‘আদ্যোপান্ত’ শব্দের অর্থ—আগাগোড়া
17. ‘দুহিতা’ শব্দের অর্থ—কন্যা
18. ‘সমীরণ’ শব্দের অর্থ—বাতাস
19. ‘অভিরাম’ শব্দের অর্থ—সুন্দর
20. ‘আভরণ’ শব্দের অর্থ—অলংকার
21. ‘উপাদান’ শব্দের অর্থ—উপকরণ
22. 'অনীক''শব্দের অর্থ- সৈনিক
23. 'উপরোধ' শব্দের অর্থ
24.."পরার্থ" শব্দের অর্থ – পরোপকার
25.কুষ্মাণ্ড - কুমড়া
26.সালতি - ছোট ডিঙ্গি নৌকা
27. প্রদোষ - সন্ধ্যা
28.মাতৃষ্বসা - খালা
29. মণ্ডূক - কুনোব্যাঙ
30.আহব - যুদ্ধ
31 সওগাত - উপহার
32. অসিতবরণ - কালো রং
33. ষষ্টি - লাঠি
34 গন্ধবহ - বায়ু
35.হোমাগ্নি-আগুন।
36. ওদন - অন্ন, খাবার
37.মুঢ়োতা - কুসংস্কার
38. আভাষ - পূর্ব ধারণা
39.আকিঞ্চন - ইচ্ছা
40.বামেতর - ডান
41.অরণি - আগুন/ অগ্নি উৎপাদনের কাঠ
42. কুবের - ধনের দেবতা
43.পর্ণশালা - পাতা দিয়ে
44 "উনপাঁজুরে" শব্দরে অর্থ – দুর্বল
45. "সায়র" শব্দের অর্থ—দিঘি
46. "পার্বণ" শব্দের অর্থ—উৎসব
47." লেফাফা" শব্দের অর্থ—মোড়ক
48." আদিখ্যেতা" শব্দের অর্থ—ন্যাকামি
49."চয়ন" শব্দের অর্থ—সম্ভার
50 "অর্ঘ " শব্দের অর্থ— মূল্য
51."সোপান " শব্দের অর্থ—সিঁড়ি
52. " মূঢ়তা " শব্দের অর্থ—-অনভিজ্ঞতা
53 "অনিন্দ্য" শব্দটির অর্থ –-নিখুঁত
53 "নির্নিমেষ" শব্দটির অর্থ –-অপলক
54. "বায়স’ শব্দের অর্থ –-কাক
55.হাতে আসা-এর যথার্থ অর্থ --- আয়ত্তে আসা
56.‘খেচর’ শব্দের অর্থ—পাখি
57. ‘প্রথিতযশা’ শব্দের অর্থ—খ্যাতনামা
58."আদ্যোপান্ত’ শব্দের অর্থ— আগাগোড়া
59.‘দুহিতা’ শব্দের অর্থ—কন্যা
60."সমীরণ’ শব্দের অর্থ—বাতাস
61."পরার্থ" শব্দের অর্থ – পরোপকার
62 " শুখো" - অনাবৃষ্টি
63."হাজা" - অতিবৃষ্টি
64. "রম্ভা "- কলা
65."পনস" - কাঁঠাল
66. "কুম্ভিলক" - নকলবাজ
67."শীকর" - বৃষ্টির জল
68. "ধুপ" - রোদ
69." বুধ "- জ্ঞানী
70." তুহিন" - ঠাণ্ডা
71." তাঞ্জাম"- পালকি
72." তানাজা"- ঝগড়া,বিবাদ
73."তাবুত"-শবাধার,কফিন
74." তাবেঈন"- অনুসারীগণ
75."তামদারি"- আপ্যায়ন;অভ্যর্থনা
76."তামস"-ঘন অন্ধকারাচ্ছন্ন
77." তামান্না"- আশা,অভিলাষ
78." দীপিকা"- প্রদীপ,জোছনা
79."নুলোম"- অনুক্রম।
80."সায়ন্তন" -সন্ধ্যা।
81. আহব - যুদ্ধ।
82. আকাল - দুর্ভিক্ষ।
83. কুণ্ডুয়ান - কুণ্ডলী পাকান।
84 শম - শান্তি।
85. মার্জার - বিড়াল।
86 কপোল-গণ্ডদেশ।
87.শিষ্টাচার - সদাচার।
88.অভিনিবেশ - মনোযোগ।
89.নির্মোক - সাপের খোলস।
90. গণ্ডগ্রাম - বৃহৎ গ্রাম।
91. শ্বশ্রু - শাশুড়ি।
92. শ্মশ্রু - গোঁফদাড়ি।
93.জঙ্গম - গতিশীল ।
94 প্রাকৃত - স্বাভাবিক।
95. বিরাগী - উদাসীন।
96. কেওয়াট - কপাট।
97. বহুব্রীহি - বহু ধান।
98. অপলাপ - অস্বীকার।
99.বামেতর - ডান।
100. কনক - স্বর্ণ।
101. দিনমণি - সূর্য।
102. কিরীট - মুকুট।
103. কিরীটিনী - মুকুট ভূষিত।
104.হেমহর্ম - স্বর্ণনির্মিত অট্টালিকা।
105. আবিল - কলুষিত।
106. শৃঙ্গধর - পর্বত।
107. অহি - সাপ।
108. অবলেপে - সগর্বে; সদর্পে।
109.কৌমুদি - জোৎস্না।
110.কুমুদ -পদ্ম।
111. কুঞ্জর - হাতি।
112. সাদী - অশ্বরোহী সেনা।
113. শূর - বীর।
114. মকর - সমুদ্র।
115. প্রভঞ্জ - প্রবল বায়ু।
116.নিগর - শৃঙ্খল।
117.বীতংস - পাখি ধরার ফাঁদ।
118.ভাল - কপাল।
119.বারীন্দ্র - সমুদ্র।
120. সমভিব্যাহারে - সঙ্গে নিয়ে।
121. মৃগয়া - বনে গিয়ে হরিণ শিকার।
122. সংহতি - সংযোগ সাধন।
123. নীবার - উড়িধান;তৃণধান্য।
124. ঈদৃশ - এই রকম।।
125. মাদৃশ - আমার মতো।
126. তাদৃশ - সে রকম।
127. সমীপবর্তিনী - নিকটবর্তী হয়েছে এমন নারী।
128. আতপ - সূর্যকিরণ।
129. শোণিত - রক্ত।
130. আধার - আশ্রয়।
131. প্রসবণ - ঝরনা।
132. নিনাদ - শব্দ।
133. নীপবৃক্ষ - কদম গাছ।
134. রসাল - আম।
135. বারিধি - সমুদ্র।
136. আততায়ী - গুপ্তঘাতক।
137. চরিতার্থ - সফল।
138. জণয়িতা - জন্মদাতা।
139. অন্তরায় - বাঁধা।
140. জিগর - হৃদয়,প্রাণ,মন।
141. আঁশটে - মাছের আঁশের গন্ধযুক্ত।
142. মীনসন্তান - মাছ।
143. ধোঁয়াশা - ধোঁয়া ও কুয়াশার মিলিত ফল।
144. কল্কি - তামাক ভরে তাতে আগুন দেওয়া হয় এমন পাত্র বা ছিলিম।
145. পাটাতন - নৌকা বা জাহাজের কাঠের মেঝে
146. ওয়াগণ - মালগাড়ি।
147. আরক্ত - লালচে।
148.বর্ষীয়সী - অতিশয় বৃদ্ধা।
149.রায়ট - দাঙ্গা।
150. এল নিনিও - খুদে শিশু।
151. আদমশুমারী - লোক গণনা পদ্ধতি।
151.সৎকার - সমাদর; আপ্যায়ন।
152.. বহিত্র - নৌকা।
153.দামিনী - বিদ্যুৎ।
154. জলধি - সমুদ্র।
155. নিপাত - পতন।
156. হায়দর - ব্যাঘ্র, সিংহ।
157. বিবর্ধন - উত্তেজনা।
158.বিরাগী - উদাসীন।
159.বেসাতি - কেনা বেচা।
160. কুক্কুট - মুরগী।
161. বীচী - তরঙ্গ।
162 শীল - চরিত্র।
163. খপোত - উড়োজাহাজ।
164. রাতুল - লাল।
165. নির্বন্ধ - বিধান।
166. শম্বর - হরিণ।
167. গোকুল - গরু জাতি।
168. মকমক - ব্যাঙের ডাক।
169.পল্লবগ্রহিতা - ভাসা ভাসা জ্ঞান।
170. সম্যক - সর্বতোভাবে, পরিপূর্নরূপে
171. অভিধান- শব্দার্থ।
172. গবাক্ষ - জানালা।
173. মার্তন্ড - সূর্য।
174. উর্ণনাভ - মাকড়সা।
175.উর্মি--ঢেউ।
___________________________

No comments