Breaking News

18 JUNE, 2019 অনুষ্ঠিত S.I লিখিত পরীক্ষার মানসিক দক্ষতা অংশের আংশিক সমাধান

১) কুকুর ও পথিকের কথা মনে পড়লে আপনার কোন কবিতার কথা মনে পড়ে? কবিতার কবি কে?
উ. উত্তম ও অধম, সত্যেন্দ্রনাথ দত্ত।
২) বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে?
উ. কর্কটক্রান্তিরেখা।
৩) আগ্রা, যমুনা, তাজমহল কথাগুলো শুনলে আপনার কোন সম্রাট এর কথা মনে পড়ে?
উ. সম্রাট শাহজাহান।
৪) এলোমেলো GELNAND শব্দটি সাজালে নিচের কোনটি বোঝায়?
উ. Country(ENGLAND)
৫) সৌন্দর্য, মাধুর্য এবং দুষণীয় শব্দগুলোর মধ্যে কোনটি অশুদ্ধ?
উ. দুষণীয় (সঠিক:দূষণীয়)
৬) ৯,১৬,২৫,৪৮ সংখ্যাগুলোর মধ্যে কোনটি বেমানান?
উ. ৪৮ (পূর্ণবর্গ নয়) 
৭) ৬, ১৭, ৪৯, ? , ৪২৮ হলে প্রশ্নবোধক স্থানে কতো বসবে?
উ. ১৪৪
৮) একটি প্রতিযোগিতায় আপনি দ্বিতীয় প্রতিযোগীকে অতিক্রম করলেন। এখন আপনার অবস্থান কততম?
উ. দ্বিতীয়।
৯)The day of January 1'st of 2019 is Tuesday. What is the 31'st December of the same year?
Ans: Tuesday
১০) C is the father of A and B. But B is not the son of C. What is the relation between B and C?
Ans: B is the daughter of C.
১১) Brexit কী?
উ. ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যেরর বেরিয়ে যাওয়া।
১২) ECNEC কী?
উ. Executive Committee of National Economic Council (জাতীয় অর্থনেতিক পরিষদের নির্বাহী কমিটি)
১৩) আমলকিতে কোন এসিড থাকে?
উ. অক্সালিক এসিড।
১৪) কোন অধাতু বিদ্যুৎ পরিবাহী?
উ. গ্রাফাইট।
১৫) ১ ইঞ্চি সমান কতো সে.মি?
উ. ২.৫৪ সে. মি।
১৬) ১ কেজি সমান কতো টন?
উ. ০.০০১ টন।
১৭) ২০ ডিগ্রি ফারেনহাইট সমান কতো ডিগ্রি সেলসিয়াস?
উ. -৬.৬৭ সেলসিয়াস