Breaking News

বিজ্ঞানের জানা-অজানা মজার তথ্য ( কোথায় আলো পড়লে দর্শনের অনুভুতি জাগে?)

কোথায় আলো পড়লে এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয় ফলে মস্তিকে দর্শনের অনুভুতি জাগে >> রেটিনায়। 
---------------------
অ্যাকুয়াস হিউমার >>>> কর্ণিয়া ও চক্ষু লেন্সের মাঝে অবস্থিত। 
ভিট্রিয়াস হিউমার >>>>> রেটিনা ও চক্ষু লেন্সের মাঝে অবস্থিত। 
এগুলো থেকেই অশ্রু ঝরে। 
------------------------------
মৌলিক বর্ণ কয়টি ? 
-৩টি। ( নীল,সবুজ ,লাল, ,) মনে রাখার টেকনিক > আসল < আ> আসমানী(নীল), স> সবুজ,,,, ল>>লাল
এই বর্ণগুলোকে মৌলিক বর্ণ বলা হয় কারণ এগুলোর জন্য চোখের রেটিনার কোণ কোষে ৩টি আলাদা আলাদা সংবেদী কোণ কোষ আছে । 
---------------------
চোখের ত্রুটি প্রধানত দুই প্রকার । যথা 
১.হ্রস দৃষ্টি ত্রুটি 
২. দীর্ঘ দৃষ্টি ত্রুটি
-------------------------