Breaking News

বিজ্ঞানের জানা-অজানা মজার তথ্য (আলোর প্রতিসরণ নিয়ে )

আলোর প্রতিসরণের কিছু উল্লেখ কিছু ব্যবহার
-------------------------------------
১।দেখার কাজে (চোখের দর্শন ক্রিয়া)
২। ক্যামেরা দিয়ে ছবি তোলা
৩। মাইক্রোস্কোপ দিয়ে অতিক্ষুদ্র জিনিস বড় করে দেখা , টেলিস্কোপের সাহায্য দূরের জিনিস কাছে দেখা । 
৪। স্বাস্থ্যক্ষেত্রে ও টেলিকমিউনিকেশনে যে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা সেটাও প্রতিসরণের কারণে ।
৫। েএ্যাকুরিয়ামে মাছ দেখায়
৭। চোখের দৃষ্টি ত্রুটি করতে।
৮। গোধুলির কারণ
৯। পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা
১০। চাঁদ দিগন্ত রেখার কাছে অনেক বড় দেখা
পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলনের কিছু ঘটনা
---------------------------------------
১। মরীচিকা
২। অপটিক্যাল ফাইবারে আলোক সংকেত
৩। হীরক উজ্জল দেখা
-------------------
বিক্ষেপণ কিছু ঘটনা
--------------
১। আকাশ নীল দেখা
২। সমুদ্র নীল দেখা
---------------------------------------
দর্পন প্রধানত দুই প্রকার । যথা
১. সমতল দর্পন
২।গোলীয় দর্পন আবার গোলীয় দর্পন দুই প্রকার
১. অবতল
২. উত্তল দর্পন
------------------
দুটি গোলীয় পৃষ্ট দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।
লেন্স দুই প্রকার । যথা
১. উত্তল লেন্স বা অভিসারী লেন্স
২. অবতল লেন্স বা অপসারী লেন্স।
--------------------------------------