Breaking News

বিজ্ঞানের জানা-অজানা মজার তথ্য


প্রশ্ন:- টেফলনের [Teflon] মনোমার কী ?
উত্তর:- টেফলনের মনোমার হল ট্রেটাফ্লুওরো ইথিলিন (F2C =CF2) । এটি ফ্রাইং প্যান তৈরিতে ব্যবহার করা হয় ।
প্রশ্ন:- একটি জৈব বিনাশী কৃত্রিম পলিমারের নাম কী ?
উত্তর:- একটি জৈব বিনাশী কৃত্রিম পলিমার হলপলিহাইড্রক্সিবিউটারেট-বিটা হাইড্রক্সিভ্যালোরেট (P.H.B.V.) । এটি কয়েক মাসের মধ্যে প্রাকৃতিকভাবে বিনষ্ট হয় ।
প্রশ্ন:- একটি প্রাকৃতিক জৈব বিশ্লিষ্ট পলিমারের নাম কী ?
উত্তর:- খড়, তুলো, কাগজ প্রভৃতির মধ্যে থাকা সেলুলোজ হল একটি প্রাকৃতিক জৈব বিশ্লিষ্ট পলিমার ।
প্রশ্ন:- মিথেন অণুতে H—C—H বন্ধন কোণের মান কত ?
উত্তর:- মিথেন অণুতে H—C—H বন্ধন কোণের মান হল 109o28’ ।
প্রশ্ন:- দুটি সমাবয়বী যৌগের নাম লেখো ।
উত্তর:- দুটি সমাবয়বী যৌগের নাম হল : ইথাইল অ্যালকোহল(CH3CH2OH) এবং ডাই মিথাইল ইথার (CH3-O-CH3) ।
প্রশ্ন:- DNA -এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর:- DNA -এর সম্পূর্ণ নাম হল ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ।
প্রশ্ন:- RNA -এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর:- RNA -এর সম্পূর্ণ নাম হল রাইবোনিউক্লিক অ্যাসিড ।
প্রশ্ন:- কয়েকটি জীবজ অণুর নাম কী ?
উত্তর:- কয়েকটি জীবজ অণুর নাম হল কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড প্রভৃতি ।
প্রশ্ন:- কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেন কী অনুপাতে থাকে ?
উত্তর:- কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেন 2 : 1 অনুপাতে থাকে ।
প্রশ্ন:- প্রোটিনের মনোমার কী ?
উত্তর:- প্রোটিনের মনোমার হল অ্যামিনো অ্যাসিড ।
প্রশ্ন:- নিউক্লিক অ্যাসিডে কোন অ্যাসিড থাকে ?
উত্তর:- নিউক্লিক অ্যাসিডে ফসফরিক অ্যাসিড (H3PO4) থাকে ।
প্রশ্ন:- DNA -তে কোন শর্করা থাকে ?
উত্তর:- DNA -তে 5-C যুক্ত ডি-অক্সিরাইবোজ শর্করা থাকে ।
প্রশ্ন:- RNA -তে কোন শর্করা থাকে ?
উত্তর:- RNA -তে 5-C যুক্ত রাইবোজ শর্করা থাকে ।
প্রশ্ন:- RNA - কয় প্রকার ও কী কী ?
উত্তর:- RNA - প্রধানত দুই প্রকার । যথা:- (i) জেনেটিক RNA এবং (ii) নন-জেনেটিক RNA ।
নন-জেনেটিক RNA আবার তিন প্রকার :-
(a) r-RNA বা রাইবোজোমাল RNA
(b) m-RNA বা মেসেঞ্জার (বার্তাবহ) RNA
(c) t-RNA বা ট্রান্সফার (পরিবৃত্তীয়) RNA ।
প্রশ্ন:- দুটি পলিস্যাকারাইডের নাম কী ?
উত্তর:- দুটি পলিস্যাকারাইডের নাম হল স্টার্চ বা শ্বেতসার এবংগ্লাইকোজেন ।
প্রশ্ন:- অ্যামিনো অ্যাসিড কী ?
উত্তর:- অ্যামিনো অ্যাসিড হল প্রোটিনের মনোমার । এটি একটি জৈব যৌগ, যার অণুতে অ্যামিনো মূলক (–NH2) এবং কার্বক্সিল মূলক (–COOH) উভয়ই বর্তমান থাকে ।
প্রশ্ন:- দুটি অ্যামিনো অ্যাসিডের জীব অণুর নাম কী ?
উত্তর:- দুটি অ্যামিনো অ্যাসিডর জীব অণুর নাম হল ড্যালিন ওলিউসিন ।
প্রশ্ন:- দুটি প্রাকৃতিক পলিমারের নাম লেখো ও এদের মনোমারের নাম কী ?
উত্তর:- দুটি প্রাকৃতিক পলিমারের নাম হল সেলুলোজ ও প্রোটিন। সেলুলোজের মনোমারের নাম হল গ্লুকোজ এবং প্রোটিনের মনোমারের নাম হল অ্যামিনো অ্যাসিড ।
প্রশ্ন:- দুটি উদ্ভিজ্জ জীবজ অণুর নাম কী ?
উত্তর:- দুটি উদ্ভিজ্জ জীবজ অণুর নাম হল শ্বেতসার ওইনিউলিন ।
প্রশ্ন:- দুটি প্রাণীজ জীবজ অণুর নাম কী ?
উত্তর:- দুটি প্রাণীজ জীবজ অণুর নাম হল গ্লাইকোজেন ও অ্যালবুমিন ।