Breaking News

দৈনন্দিন বিজ্ঞান


দৈনন্দিন বিজ্ঞান বিজ্ঞান বিষয়ে প্রশ্ন ও উত্তর।
● সূর্য থেকে পৃথিবীতে শব্দ আসতে সময় লাগে = 8.32 মিনিট।
● যে সর্বোচ্চ শব্দের শ্রুতি সীমার উপর মানুষ বধির হতে পারে তা হলো = 105 ডেসিবেল।
● চাঁদে বা অন্য গ্রহে নিলে বস্তুর কি পরিবর্তন ঘটবে = বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাভে।
● টেলিফোনের আবিস্কারক = আলেকজান্ডার গ্রাহাম বেল।
● সূর্য রশ্মি কি গতিতে গমন করে = সেকেন্ডে 1,86,000 মাইল বেগে।
● "থিউরি অব রিলেটিভিটি" এর উদ্ভাবক কে = আলবার্ট আইনস্টাইন।
● বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয় = টাংস্টেন।
● একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ হবে = সমান বা একই হয়।
● রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর যে রশ্মি নির্গত হয় = গামা রশ্মি।
● পানিকে বরফে পরিনত করলে এর আয়তন = বাড়ে।
● বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না = লাল , নীল, সবুজ।
● কোথায় সাঁতার কাটা কম অসাধ্য = সাগরে।
● উষ্ণতার একক কিভাবে পরিমাপ করা হয় = কেলভিন।
● হীঁরা আঁধারে চক চক করে কেন = উচ্চ প্রতিসরাঙ্কের কারনে আলোর প্রতিসরণ ঘটে।
● আবহাওয়ার 90% আদ্রতা বলতে কি বুঝায় = বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%।
● ভূমিকম্প মাপার যন্ত্র কি = সিসমোগ্রাফ বা সিসমোমিটার।
● উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র = ট্যাকোমিটার।
● কোন যন্ত্র দিয়ে বিদ্যুৎ পরিমাপ করা হয় = অ্যামিটার।
● বাতাসের আদ্রতা পরিমাপ যন্ত্র = হাইগ্রোমিটার।
● ডুবোজাহাজ হতে পানির উপরে কোন বস্তু দেখার জন্য ব্যবহৃত হয় = পেরিস্কোপ।
● পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ কী = হীরক।
● সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 0° ডিগ্রি হলে তা ফারেনহাইট স্কেলে হবে = 32 ফারেনহাইট।
● Electric bill is calculated in = kilowatt hour.
● বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কেন = শীতকালে তার ঠান্ডায় সংকুচিত হয়।
● কোন বস্তু যখন সমস্ত আলো শোষন করে তখন তাকে = কালো দেখায়।
● মেঘাচ্ছন্ন আকাশের রাত অপেক্ষাকৃত উষ্ণ হয় কারন = মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকরণে বাধা দেয়।
● দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের = বেগুনি।
● "To every action there is an equal and opposite reaction" The theory has given by- = Newton.
● টুথপেস্টের প্রধান উপাদান = সাবান ও পাউটার।
● পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফুটে = 100°C
● তরল মিশ্র পদার্থ থেকে ছেঁকে ভারী অদ্রবনীয় পদার্থ পৃথক কথার প্রনালীকে বলে = পাতন।
● নাইট্রিক এসিড একটি অনুতে কয়টি পরমাণু থাকে = 5 টি।
● কোন ধাতু পানিতে বাসে = cu
● জিংক সালফেটের সংকেত = Znso4
● অ্যালুমেনিয়ামের যোজনী = 4
● কোনটি তড়িৎ বিশ্লেষণ যোগ্য নয় = চিনি।
● সার হিসেবে কোন পদার্থটি ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয় = ইউরিয়া।
● হ্যালজেন মৌলসমূহের শেষ খোলসে ইলেকট্রনের সংখ্যা কতটি = 5 টি।
● অসস্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি = ইথিলিন।
● ইথানল জীবানুর উপস্থিতিতে বায়ু দ্বারা জারিত হলে কি পাওয়া যায় = এসিটিক এসিড।
● কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় = কালো ।
● সবচেয়ে হালকা মৌল = হাইড্রোজেন।
● দুধে কোন ধরনের এসিড থাকে = ল্যাকটিক এসিড।
● পানিতে কিসের পরিমাণ কমে গেলে মাছ ও অন্যান্য জলজ প্রানী মারা যায় = O2
● তামা ও টিনের মিশ্রণে কি হয় = ব্রোঞ্জ।
● শুকানোর মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যায় কারণ = শুষ্ক খাদ্যে আবহাওয়া বিরুপ প্রবাহ বিরাজ করে।
● বায়ু মন্ডলে কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষন করে = ওজোন।
● ঘর্ঘণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয় = ইলেট্রন।
● কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না = হাইড্রোজেন।
● কচু খেলে গলা চুলকায় কারন কচুতে থাকে = ক্যালসিয়াম অক্সালেট।
● ফরমালিন হলো ফরমালডিহাইডের = 40% জলীয় দ্রবণ।
● কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো = বালি।
● হিমোগ্লোবিনের কাজ কি = অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা।
● কোনটি জীবাশ্ম জ্বালানি নয় = বায়োগ্যাস।
● হীরক উজ্জ্বল দেখায় কারন = আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
● সবচেয়ে মুল্যবান ধাতু = প্লাটিনাম।
● এসিড বৃষ্টি হয় বাতাসে = সালফার ডাইঅক্সাইডের আধিক্য।
● গ্যালভানাইজেশন এর কাজে ব্যবহার করা হয় কোন ধাতু = জিংক।
● পানি জমলে আয়তন = বাড়ে।
● মানব দেহে স্বাভাবিক উষ্ণতা কত = 98.4° ফারেনহাইট।
● N.I.P এর পূর্নরূপ কি = Normal Temperature & Pressure.
● পরম শূন্য তাপমাত্রা সমান = 273° সেন্টিগ্রেড।
● এস আই পদ্ধতিতে তাপের একক = জুল।
● একটি বন্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা = অপরিবর্তিত থাকবে।
● সি এন জি গাড়ী চলে = অটো চক্রে।
● বাংলাদেশে টিভি সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যাল পাঠাতে হয় = ফিকুসেনসী মডুলেশন করে।
● আলট্রাসনোগ্রাফি কি = ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং।
● হীরক উজ্জ্বল দেখায় কারন = আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে।
● বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কেন = বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।
● তেজস্ক্রিয় পদার্থ নয় = লৌহ।
● শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারন = বাতাসে আপেক্ষিক আদ্রতা কম থাকে।
● ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য = ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ।
● ভূমি থেকে উপরে উঠলে শ্বাসকষ্ট হয় কেন = উপরে বায়ুর চাপ বেশি থাকে।
● গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কেন = কালো কাপড় শরীরের তাপ কে বাহিরে যেতে দেয় না।
● ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারন = শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়।
● প্লাস্টার অব প্যারিস বলা হয় = দুই অনু পানিসহযোগে গঠিত ক্যালসিয়াম কার্বনেট।
● উড পেন্সিলের "সীস" হলো = গ্রাফাইট, 2B, 4B, 6B পেন্সিলের শীষেও গ্রাফাইট থাকে।
● শুষ্ক বরফ বলা হয় = হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে, ব্যবহৃত হয় স্টেজে ধোয়া সৃষ্টিতে।
● কোনটি সৌর কোষে ব্যবহৃত হয় = ক্যাডসিয়াম।
● পানি ঢেলে কেরোসিনের আগুন নিভানো যায় না কারন = কেরোসিন পানির চেয়ে হালকা।
● অ্যামোনিয়াম সালফেট কি = একটি লবন।
● কাঁচ কি দিয়ে তৈরি = Si02, যার অন্য নাম সিলিকা,
● বালির প্রধান উপাদান কি = সিলিকা।
● কোন জৈববস্তর অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস তৈরি হয় = কার্বন মনোঅক্সাইড।
● কোন গ্যাসের রং লালচে বাদামী = নাইট্রোজেন ডাইঅক্সাইড।
● এসিড বৃষ্টির জন্য দায়ী = সালফার ডাইঅক্সাইড ও নাইট্রাস অক্সাইড।
● কোন ধাতু সর্বাপেক্ষা হালকা = লিথিয়াম।
● কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী = রেডন, এটি একটি নিষ্ক্রিয় গ্যাস।
● ফ্রেয়ন কার ট্রেড নাম = CFC (রেফ্রিজারেটরে থাকে), ক্লোরোফ্লুরো কার্বন।
● লাফিং গ্যাস কি = No2
● কাপড় কাচার সোডা কোনটি = Na2CO3
● নোবল গ্যাস নয় = ওজন।