বিজ্ঞানের জানা-অজানা মজার তথ্য ( ভৌত বিজ্ঞান নিয়ে )
১।অণুগুলোর মাঝে দূরত্ব সৃষ্টি হয়?
-তাপমাত্রার প্রভাবে
২। যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে?
- হিমাঙ্গ
৩। তাপ বর্জনে বায়বীয় পদার্থের তরল পদার্থে রূপান্তরকে কি বলে?
- ঘণীভবন
৪। নিষ্ক্রিয় মৌল হল-
- হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন
৫। সবচেয়ে হালকা ও ভারী মৌল-
- হাইড্রোজেন ও ইউরেনিয়াম
৬। পারমাণবিক সংখ্যা-
- আর্সেনিক (৩৩), ইউরেনিয়াম (৯২), সিলিকন (১৪)
৭। কার্বনের তিনতি আইসোটোপ-
- C-12, C-13, C14
৮। গলগণ্ড রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়-
- আয়োডিন 131
৯। বিদ্যুৎ পরিবাহী অধাতু -
- গ্রাফাইট
১০। নিজে জ্বলেনা কিন্তু অন্যকে জ্বলতেও সাহায্য করে না-
- CO2
১১। মৃৎক্ষার ধাতু হচ্ছে-
- Be, Mg, Ca.
১২। সাপের উপদ্রব কমাতে ব্যবহৃত হয়-
- কার্বোলিক এসিড
১৩। এসিডে থাকে -
- প্রতিস্থানীয় হাইড্রোজেন
১৪। রকেট জ্বালানিতে ব্যবহৃত হয়-
- HNO3
১৫। ক্ষারের জ্বলীয় দ্রবণ-
- বিদ্যুৎ পরিবাহী
১৬। ক্ষারকীয় মাধ্যমে জবা ফুলের রসের বর্ণ -
- নীল
১৭। তাজমহলের রঙ হলুদ হওয়ার কারণ-
- এসিড বৃষ্টি
১৮। কাপড় কাঁচা সোডার সংকেত-
- Na2CO3.10H2O
১৯। সেভিং ক্রিম তৈরিতে ব্যবহৃত হয়-
- কস্টিক পটাশ ও স্টিয়ারিক এসিড
২০। রোধ পরিমাপক যন্ত্র-
- ও'ম মিটার
২১। হৃৎপিন্ডের গতি নির্ণায়ক যন্ত্র-
- কার্ডিওগ্রাফ
২২। তাপ পরিমাপক যন্ত্র-
- ক্যালরিমিটার
২৩। পরমাণু নামকরণ করেন-
- দার্শনিক কণাদ
২৪। Big Bang তত্বের প্রবক্তা -
- জি লেমেটার
২৫। মাদাম কুরি রসায়নে নোবেল পান-
- ১৯১১ খ্রি
২৬। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার আবিষ্কার করেন-
- ওয়েরস্টেড
২৭। লোহার কুরি তাপমাত্র-
- ৭৭০C
২৮। তড়িত চুম্বকের আকৃতি -
- U আকৃতিরর
২৯। ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাংক- 212 ডিগ্রি ফারেনহাইট
৩০। ক্লিনিক্যাল থার্মোমিটারে দাগ কাটা থাকে-
- 95-110 F
৩১। ১ ক্যালরি= ৪.২ জুল (জুল=০.২৪ Cal)
৩২। লাল+নীল+সবুজ= সাদা