বিজ্ঞানের সকল বিষয়ের জানা-অজানা মজার তথ্য
উত্তর: ১৯১৩
২০২. প্রশ্ন: নগ্নবীজ উদ্ভিদকে বলা হয়–
উত্তর: আদি উদ্ভিদ
২০৩. প্রশ্ন: জীবের বৈজ্ঞানিক নামের ভাষা কি?
উত্তর: ল্যাটিন
২০৪. প্রশ্ন: লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?
উত্তর: গুল্ম
২০৫. প্রশ্ন: ব্যাকটেরিয়া জনিত রোগ–
উত্তর: বসন্ত
২০৬. প্রশ্ন: তোষাপাটের জীবন রহস্য উদঘাটন হয় কত সালে?
উত্তর: ২০১০
২০৭. প্রশ্ন: পীতজ্বর হয় কিসের জন্য?
উত্তর: ইবোলা ভাইরাস
২০৮. প্রশ্ন: হরমোন কিসের তৈরি?
উত্তর: প্রোটিন
২০৯. প্রশ্ন: কোষ্ঠকাঠিণ্য দূর করে কোনটি?
উত্তর: কার্বোহাইড্রেট
২১০. প্রশ্ন: কোলেস্টেরল কি জাতীয় পদার্থ?
উত্তর: স্নেহ
২১১. প্রশ্ন: সবচেয়ে বেশি ফসফেট কোথায় পাওয়া যায়?
উত্তর: হাড়ে
২১২. প্রশ্ন: কোন ফলে বেশি লৌহ পাওয়া যায়?
উত্তর: কলা
২১৩. প্রশ্ন: সবচেয়ে বেশি আয়োডিন কোথায় পাওয়া যায়?
উত্তর: সামুদ্রিক শৈবালে
২১৪. প্রশ্ন: বিবর্তন বা অভিব্যাক্তি সম্পর্কিত বিদ্যাকে কি বলে?
উত্তর: ইভোলিউশন
২১৫. প্রশ্ন: ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত?
উত্তর: লাইপোপ্রোটিন
২১৬. প্রশ্ন: Biology শব্দের প্রবর্তক কে?
উত্তর: লেমার্ক
২১৭. প্রশ্ন: বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরষ্কার লাভ করেন?
উত্তর: ডঃ আব্দুলাহ আল মুতী
২১৮. প্রশ্ন: Bengal Planto বইটি লেখেছিল–
উত্তর: ডেভিড প্লেইন
২১৯. প্রশ্ন: মৌমাছি পালন বিদ্যাকে কি বলে?
উত্তর: এপিকালচার
২২০. প্রশ্ন: উদ্ভিদ কয় প্রক্রিয়ায় শোষণ সম্পন্ন করে?
উত্তর: ৩
২২১. প্রশ্ন: এনাটমির জনক–
উত্তর: আদ্রেভেসলিয়াস
২২২. প্রশ্ন: কোষ শব্দটি প্রথম কোন গ্রন্থে সন্থান পায়?
উত্তর: Micrographia
২২৩. প্রশ্ন: ইবনে সিনা কে ছিলেন?
উত্তর: চিকিৎসক
২২৪. প্রশ্ন: The theory of natural selection কে প্রবর্তক করেন?
উত্তর: Charles Rosert Banwin
২২৫. প্রশ্ন: Taxonomy অর্থ কি?
উত্তর: শ্রেনিবিন্যাসতত্ত্ব
২২৬. প্রশ্ন: গুল্ম নয়–
উত্তর: কালকাসুন্দা
২২৭. প্রশ্ন: লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?
উত্তর: গুল্ম
২২৮. প্রশ্ন: Penicillium কোন ধরণের ছত্রাক?
উত্তর: সবুজ ছত্রাক
২২৯. প্রশ্ন: ভূ গর্ভস্থ কাণ্ড–
উত্তর: আদা
২৩০. প্রশ্ন: প্রজাতির নামকরণ শুরু হয় কত সালে?
উত্তর: ১৭৬০
২৩১. প্রশ্ন: ভাইরাস মোজাইক রোম উৎপন্ন করে কোন গাছ?
উত্তর: তামাক
২৩২. প্রশ্ন: রাইজেইয়াম কিসের নাম?
উত্তর: ভাইরাস
২৩৩. প্রশ্ন: দুধ টক হওয়ার জন্য দায়ী কোনটি?
উত্তর: ব্যাকটেরিয়া
২৩৪. প্রশ্ন: মাকসুদুল আলম জন্ম গ্রহণ করেন কোথায়?
উত্তর: ফরিদপুর
২৩৫. প্রশ্ন: হেপাটাইসিস ‘ই’ কিসের মাধ্যমে ছড়ায়?
উত্তর: পানি
২৩৬. প্রশ্ন: কোষঝিল্লি থাকে না কোন কোষে?
উত্তর: উদ্ভিদ
২৩৭. প্রশ্ন: প্রানিদেহের সঞ্চিত খাদ্যের নাম–
উত্তর: গ্লাইকোজেন
২৩৮. প্রশ্ন: মাইটোকণ্ড্রিয়ায় কোন ধাতু পাওয়া যায়?
উত্তর: ক্যালসিয়াম
২৩৯. প্রশ্ন: বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে কি বলে?
উত্তর: সিনোসাইট
২৪০. প্রশ্ন: লাইকোপিনের রঙ–
উত্তর: লাল
২৪১. প্রশ্ন: কোষের জীবন বলা হয় কাকে?
উত্তর: প্লাস্টিডকে
২৪২. প্রশ্ন: দেহের কোষ বিভাজন কত প্রকার?
উত্তর: ৩
২৪৩. প্রশ্ন: হ্রাসমূলক বিভাজন কোনটিকে বলে?
উত্তর: মিয়োসিস
২৪৪. প্রশ্ন: স্থায়ী টিস্যু কত প্রকার?
উত্তর: ৩
২৪৫. প্রশ্ন: পরিবহন টিস্যু তৈরি হয় কোন টিস্যু হতে?
উত্তর: জটিল
২৪৬. প্রশ্ন: বংশগতির রাসায়নিক ভিত্তি কি?
উত্তর: DNA
২৪৭. প্রশ্ন: নিউক্লিওনকে নিউক্লিক এসিড বলা হয় কবে থেকে?
উত্তর: ১৮৯৯ সাল
২৪৮. প্রশ্ন: মানব দেহে DNA এর দৈর্ঘ্য কত?
উত্তর: ১৭৪ সে. মি.
২৪৯. প্রশ্ন: RNA কত প্রকার?
উত্তর: ৪
২৫০. প্রশ্ন: Biotechnology first used in_____.
উত্তর: ১৯১৯
২৫১. প্রশ্ন: জৈবপ্রযুক্তির অন্যতম মৌলিক হাতিয়ার হল–
উত্তর: প্লাস্টিড
২৫২. প্রশ্ন: টিস্যু কালচার প্রধান উপাদান হল–
উত্তর: সপুষ্পক উদ্ভিদ
২৫৩. প্রশ্ন: একুশ শতকের বিজ্ঞান বলা হয় কোন বিজ্ঞান কে?
উত্তর: জীব
২৫৪. প্রশ্ন: বায়োগ্যাসের বর্ণ কেমন?
উত্তর: বর্ণহীন
২৫৫. প্রশ্ন: বায়োগ্যাসে পানির পরিমাণ কত ভাগ?
উত্তর: ০.০১%
২৫৬. প্রশ্ন: মেণ্ডেলের দ্বিতীয় সুত্রের অনুপাত কত?
উত্তর: ৩ : ১ : ১ : ১/৩
২৫৭. প্রশ্ন: DNA কি পরিমাণ অতিবেগুনী রশ্মি শোষণ করতে পারে?
উত্তর: অত্যন্ত বেশি
২৫৮. প্রশ্ন: পাতা ঝরে পড়ার কারণ কি?
উত্তর: এসিড
২৫৯. প্রশ্ন: পাতাকে সবুজ রাখে কোনটি?
উত্তর: পটাশিয়াম
২৬০. প্রশ্ন: ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়?
উত্তর: ATP
২৬১. প্রশ্ন: সালোকসংশ্লেষণ কি প্রক্রিয়া?
উত্তর: জারণ বিজারণ
২৬২. প্রশ্ন: প্রস্বেদন ঘটে কোথায়?
উত্তর: পাতায়
২৬৩. প্রশ্ন: চায়ের উপাক্ষারের নাম কি?
উত্তর: ক্যাফেইন
২৬৪. প্রশ্ন: প্রস্বেদন কত প্রকার?
উত্তর: ৩
২৬৫. প্রশ্ন: মাটি থেকে গাছে খাদ্যরস পৌছায় কোন প্রক্রিয়ায়?
উত্তর: ব্যাপন
২৬৬. প্রশ্ন: জনন মুকুল কোনটির?
উত্তর: ফুলকপি
২৬৭. প্রশ্ন: মরফিন ওষুধ যে গাছ থেকে তৈরি করা হয়–
উত্তর: পপি
২৬৮. প্রশ্ন: উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্যকে কি বলে?
উত্তর: শ্বেতসার
২৬৯. প্রশ্ন: মিউসর বলা হয় কিসের ছত্রাক কে?
উত্তর: রুটি
২৭০. প্রশ্ন: উচ্ছায়ী তেল পাওয়া যায় না কোনটি হতে?
উত্তর: গাদা
২৭১. প্রশ্ন: ঢেঁকিশাক বাংলায় কি?
উত্তর: ফার্ন
২৭২. প্রশ্ন: পত্ররপন্ধীয় প্রস্বেদনের হাঁর শতকরা কত ভাগ?
উত্তর: ৯০-৯৫%
২৭৩. প্রশ্ন: ছোট দিনের উদ্ভিদ নয় কোনটি?
উত্তর: মূল
২৭৪. প্রশ্ন: ফলের প্রধান অংশ কয়টি?
উত্তর: ৩
২৭৫. প্রশ্ন: প্রাণীজগতের প্রধান পর্ব কয়টি?
উত্তর: ১০
২৭৬. প্রশ্ন: কেঁচো, জোক কোন পর্বের প্রাণী?
উত্তর: আর্থোপোডা
২৭৭. প্রশ্ন: Copsychus Saularis কোনটির বৈজ্ঞানিক নাম?
উত্তর: দোয়েল
২৭৮. প্রশ্ন: তরল কানেকটিভ টিস্যু কত প্রকার?
উত্তর: ২
২৭৯. প্রশ্ন: অস্থিমজ্জায় কি উৎপন্ন হয়?
উত্তর: রক্ত
২৮০. প্রশ্ন: উচ্চ রক্তচাপের জন্য দায়ী কোনটি?
উত্তর: অ্যাড্রিনালিন গ্রন্থি
২৮১. প্রশ্ন: হৃদপিণ্ডে প্রথম অস্ত্রোপচার করে কোন দেশে?
উত্তর: জার্মানি
২৮২. প্রশ্ন: হৃদপিন্ডের প্রাচীরে কোন পেশী থাকে?
উত্তর: হৃদপেশী
২৮৩. প্রশ্ন: ঘামগ্রন্থি কোন তন্ত্রের অংশ?
উত্তর: ত্বকতন্ত্রের
২৮৪. প্রশ্ন: দেহকোষ নয়–
উত্তর: শুক্রানু
২৮৫. প্রশ্ন: লোহিত ও শ্বেতরক্ত কনিকার অনুপাত কত?
উত্তর: ৮০০:১
২৮৬. প্রশ্ন: রক্তের গ্রুপ আবিষ্কার করেন–
উত্তর: কার্ল ল্যান্ডস্তেইনার
২৮৭. প্রশ্ন: মানুষের দুধ দাঁত কতগুলো?
উত্তর: ২০টি
২৮৮. প্রশ্ন: দুগ্ধ জমাট বাধায় কোনটি?
উত্তর: রেজিন
২৮৯. প্রশ্ন: লালারসে কি পরিপাককারী এনজাইম থাকে না?
উত্তর: শর্করা
২৯০. প্রশ্ন: ইনসুলিন কিসের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রন করে?
উত্তর: চিনি
২৯১. প্রশ্ন: একাধিক নিউক্লিয়াস থাকে কোন কোষে?
উত্তর: পেশি কোষে
২৯২. প্রশ্ন: ক্যারোটিন কোন বর্ণের জন্য দায়ী?
উত্তর: কমলা
২৯৩. প্রশ্ন: কোষের অস্বাভাবিক বৃদ্ধির জন্য দায়ী?
উত্তর: ক্যান্সার
২৯৪. প্রশ্ন: জাইগোট থেকে কি উৎপন্ন হয়?
উত্তর: ফল ও বীজ
২৯৫. প্রশ্ন: রাইবোজোমে কি সংশ্লেষিত হয়?
উত্তর: প্রোটিন
২৯৬. প্রশ্ন: টিস্যুর কার্যকরী একক কী?
উত্তর: কোষ
২৯৭. প্রশ্ন: পাতায় তৈরিকৃত খাদ্য পরিবহন করে কোনটি?
উত্তর: ফ্লোয়েম
২৯৮. প্রশ্ন: জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অপর নামকে কী বলে?
উত্তর: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি
২৯৯. প্রশ্ন: প্লাজমিড কিসের মৌলিক হাতিয়ার?
উত্তর: জৈব প্রযুক্তির
৩০০. প্রশ্ন: সাইট্রিক এসিড পাওয়া যায়?
উত্তর: লেবু
৩০১. প্রশ্ন: মানুষের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
উত্তর: ৪
৩০২. প্রশ্ন: শৈবাল কী?
উত্তর: বর্ণময়
৩০৩. প্রশ্ন: ক্লোরেলা কি?
উত্তর: শৈবাল
৩০৪. প্রশ্ন: ধান বাদামী হওয়ার জন্য দায়ী কোনটি?
উত্তর: ছত্রাক
৩০৫. প্রশ্ন: চোখ মেলে ঘুমায় কোন প্রাণী?
উত্তর: মাছ
৩০৬. প্রশ্ন: ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোনটি?
উত্তর: মাছ
৩০৭. প্রশ্ন: ICBN কিসের নামকরণ করে?
উত্তর: উদ্ভিদ
৩০৮. প্রশ্ন: প্রজাতির আগের ধাপ কি?
উত্তর: গণ
৩০৯. প্রশ্ন: Tenualosa ilisha কিসের বৈজ্ঞানিক নাম?
উত্তর: ইলিশ
৩১০. প্রশ্ন: Chromatofour কিসে সাহায্য করে?
উত্তর: সালোকসংশ্লেষণ
৩১১. প্রশ্ন: T. T. টিকা কিসের প্রতিশেধক?
উত্তর: ধনুস্তংকার
৩১২. প্রশ্ন: পাট থেকে আঁশ ছড়াতে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: ব্যাকটেরিয়া
৩১৩. প্রশ্ন: ব্যাকটেরিয়া জনিত রোগ নয়–
উত্তর: হাম
৩১৪. প্রশ্ন: বহুকোষী নয়–
উত্তর: ম্যালেরিয়া জীবাণু
৩১৫. প্রশ্ন: প্রাণীজগতকে কয়টি দলে ভাগ করা যায়?
উত্তর: ৪০
৩১৬. প্রশ্ন: সরীসৃপ নয়–
উত্তর: ব্যাঙ
৩১৭. প্রশ্ন: উড়তে পারে না কিন্তু দৌড়াতে পারে–
উত্তর: উট
৩১৮. প্রশ্ন: কোনটি সম্পূর্ন ফুল নয়?
উত্তর: লাউ
৩১৯. প্রশ্ন: ‘ব্রাক্ট’ কি?
উত্তর: পাতা
৩২০. প্রশ্ন: রক্ত কিসের মধ্যদিয়ে প্রবাহিত হয়?
উত্তর: রক্তবাহিকা
৩২১. প্রশ্ন: মোট ওজনের কতভাগ রক্ত থাকে?
উত্তর: ৮
৩২২. প্রশ্ন: উচ্চ রক্ত বিশিষ্ট প্রাণী নয় কোনটি?
উত্তর: ব্যাঙ
৩২৩. প্রশ্ন: হিমোগ্লোবিন কি রুপে অক্সিজেন পরিবহন করে?
উত্তর: অক্সিহিমোগ্লোবিন
৩২৪. প্রশ্ন: দুধের শর্করাকে কি বলে?
উত্তর: ল্যাকটোজ
৩২৫. প্রশ্ন: দুধের প্রোটিনের নাম কি?
উত্তর: কেসিন
৩২৬. প্রশ্ন: মানব দেহে সাধারনভাবে ক্রোমোজোম থাকে-
উত্তর: ২৩ জোড়া
৩২৭. প্রশ্ন: কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় –
উত্তর: মাটির অম্লতা হ্রাসের জন্য
৩২৮. প্রশ্ন: কোলেস্টেরল এক ধরনের-
উত্তর: অসম্পৃক্ত এলকোহল
৩২৯. প্রশ্ন: এপিকালচার বলতে বুঝায় –
উত্তর: মৌমাছির চাষ
৩৩০. প্রশ্ন: কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
উত্তর: সালফার
৩৩১. প্রশ্ন: ফল পাকানোর জন্য দায়ী কী?
উত্তর: ইথিলিন
৩৩২. প্রশ্ন: ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-
উত্তর: চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
৩৩৩. প্রশ্ন: এনজিওপ্লাস্টি হচ্ছে-
উত্তর: হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
৩৩৪. প্রশ্ন: ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
উত্তর: এডিস
৩৩৫. প্রশ্ন: জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
উত্তর: পানি সেচ
৩৩৬. প্রশ্ন: Anatomy শব্দের অর্থ-
উত্তর: শারীরবিদ্যা
৩৩৭. প্রশ্ন: কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?
উত্তর: রেনিন
৩৩৮. প্রশ্ন: কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
উত্তর: লুইপাস্তুর
৩৩৯. প্রশ্ন: গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন?
উত্তর: অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য
৩৪০. প্রশ্ন: চা পাতায় কোন ভিটামিন থাকে?
উত্তর: ভিটামিন-বি কমপ্লেক্স
৩৪১. প্রশ্ন: উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
উত্তর: নাইট্রোজেনের
৩৪২. প্রশ্ন: মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
উত্তর: ১৮ ইঞ্চি(প্রায়)
৩৪৩. প্রশ্ন: ক্যান্সার রোগের কারণ কি?
উত্তর: কোষের অস্বাভাবিক বৃদ্ধি
৩৪৪. প্রশ্ন: মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
উত্তর: চারটি
৩৪৫. প্রশ্ন: বিলিরুবিন তৈরি হয়-
উত্তর: প্লীহায়
৩৪৬. প্রশ্ন: মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
উত্তর: মেলানিন
৩৪৭. প্রশ্ন: গাছের খাদ্য তালিকায় আছে
উত্তর: N, P, K, S ও Zn
৩৪৮. প্রশ্ন: DNA এর নাইট্রোজেন বেস–
উত্তর: গোয়ানিন
৩৪৯. প্রশ্ন: কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
উত্তর: ভিটামিন কে
৩৫০. প্রশ্ন: সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়—
উত্তর: লাল আলোতে
৩৫১. প্রশ্ন: স্যালিক এসিড—
উত্তর: টমেটোতে পাওয়া যায়
৩৫২. প্রশ্ন: নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের—
উত্তর: ফুসফুস
৩৫৩. প্রশ্ন: Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে—
উত্তর: ডলি
৩৫৪. প্রশ্ন: মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
উত্তর: ২৩ জোড়া
৩৫৫. প্রশ্ন: নারভাস সিস্টেমের ষ্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে?
উত্তর: নিউরন
৩৫৬. প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
উত্তর: অক্সিজেন পরিবহন করা
৩৫৭. প্রশ্ন: মস্তিস্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের-
উত্তর: এক- চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
৩৫৮. প্রশ্ন: মূল নেই কোন উদ্ভিদে?
উত্তর: মিউকর
৩৫৯. প্রশ্ন: অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
উত্তর: ইনসুলিন
৩৬০. প্রশ্ন: প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে মৃদু পানি পাওয়া যায়?
উত্তর: বৃষ্টি
৩৬১. প্রশ্ন: বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-
উত্তর: পাশাপাশি দুটো দাঁতের দাগ
৩৬২. প্রশ্ন: ‘পিসিকালচার’ বলতে কি বোঝায়?
উত্তর: মৎস্য চাষ
৩৬৩. প্রশ্ন: মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র–
উত্তর: স্ফিগমোম্যানোমিটার
৩৬৪. প্রশ্ন: জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে—
উত্তর: ক্রোমোজোম
৩৬৫. প্রশ্ন: ডেঙ্গু জ্বরের বাহক–
উত্তর: এডিস
৩৬৬. প্রশ্ন: পেনিসিলিয়াম আবিস্কার করেন –
উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং
৩৬৭. প্রশ্ন: কোন জলজ জীবটি বাতাসে নিশ্বাস নেয়?
উত্তর: শুশুক
৩৬৮. প্রশ্ন: এনজিও প্লাস্টি হচ্ছে—
উত্তর: হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
৩৬৯. প্রশ্ন: দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
উত্তর: কার্বন মনোক্সাইড